ঢাকা শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

পরীর বাসায় রাজের ২০ মিনিট, এখনও আলাদাই থাকছেন তারা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩-৬-২০২৩ দুপুর ১২:৪

‘নিজেকে সময় দেওয়া দরকার, রিফ্রেশমেন্ট দরকার ’এই কথা বলে বাসা থেকে বের হয়ে আসার পর ২০ দিন পর বাসায় ফিরেছিলেন শরিফুল রাজ। স্বভাবতই ধারণা করা হয় রাজ-পরীর ঝামেলা মনে হয়ে চুকেই গেল! কিন্তু না। ছেলে রাজ্যের ১০ মাস পূর্তি উপলক্ষে কেক কাটা শেষ করেই বাসা থেকে চলে এসেছেন রাজ। এ সময় ২০ মিনিটের মত সেখানে অবস্থান করেছিলেন তিনি।

পরীমণির সঙ্গে ছেলে রাজ্যর ১০ মাস পূর্তির কেক কাটা নিয়ে যারা তাদের মিলে যাওয়ার ধারণা করেছিলেন সেই  ধারণা ভুল প্রমাণ করে নিজের অবস্থান পরিষ্কার করলেন পরীমণি। বললেন— রাজ সন্তানের সঙ্গে কেক কেটে বাসা থেকে চলে গিয়েছে।

এ নিয়ে গতকাল রাতে পরীমণি তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। এতে এই অভিনেত্রী লিখেন, ‘আপনাদের মধ্যে অনেকের মতো আমিও খুশি হয়ে যাই খবরের এসব শিরোনাম দেখে! সব ভুলে আবার এক হলেন…। কিন্তু সব কি আর সবসময় এক হয়?’

রাজের সঙ্গে কেক কাটার কারণ ব্যাখ্যা করে পরীমণি লিখেন, ‘আমরা দশ তারিখটা (যেটি আমাদের জীবনের অনেক স্পেশাল দিন। আমাদের বাচ্চার পৃথিবীতে আসার দিন এটি) সেলিব্রেট করেছি মাত্র। আগামী দিনেও করব, যেখানে আমরা জীবনের অন্য কোনো ইস্যু টানব না।’

১০ জুন রাতে কেক কেটে বাসা থেকে চলে যায় রাজ। তা জানিয়ে পরীমণি লিখেন, ‘নয় তারিখ রাতে নানা ভাই ঢাকায় আসেন। তারপর সবাই মিলে এই আয়োজন করি। শুধু নানা ভাই রয়ে গেলেন আমার কাছে। আর রাজ চলে গেলো রাজের মতো…। আশা করি, এটা এখানেই শেষ হবে।’

এমএসএম / এমএসএম