খল চরিত্রে সজল
ক্যারিয়ারের শুরু থেকেই ইতিবাচক চরিত্রে ধরা দিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল। রোমান্টিক হিরো হিসেবে নিজের ইমেজ দাঁড় করিয়েছেন। সেই তিনিই এখন পর্দায় খল চরিত্রে অভিনয় করে ভয় ধরাচ্ছেন।
চলতি বছরের জানুয়ারিতে ওয়েব সিরিজ ‘দ্য সাইলেন্স’-এ নেতিবাচক চরিত্রে দেখা গিয়েছিল সজলকে। বছর দুয়েক আগে মুক্তি পাওয়া ওয়েব ফিল্ম ‘ব্যাচ ২০০৩’-এও ভিলেন রূপে ধরা দেন তিনি। খল চরিত্রে আবারও পর্দায় দেখা যাবে তাকে। ঈদে মুক্তি পাবে ওয়েব সিরিজ ‘ইনফিনিটি ২’। এতে এই অভিনেতার হিংস্র রূপ দেখবে দর্শক।
এ ব্যাপারে সজল জানান, ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করতে চান তিনি। এক্ষেত্রে ইতিবাচক নাকি নেতিবাচক সেটা মুখ্য নয়, বরং চরিত্রটাই গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, “এ ধরনের চরিত্রে (খল) অভিনয় করাটা কঠিন। আর ‘দ্য সাইলেন্স’ থেকে ‘ইনফিনিটি ২’-এর চরিত্র আরও কঠিন। আশা করি, দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারব।”
এদিকে গত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ইনফিনিটি ২’-তে সজলের লুক প্রকাশ্যে আসার পর থেকেই পছন্দ করেছেন ভক্তরা। ভিন্নধর্মী চরিত্রে নিজেকে উপস্থাপনের চেষ্টার প্রশংসা করেছেন অনেকে।
সিরিজটিতে তার নতুন লুককে কেউ আবার তুলনা করছেন তামিল সিনেমার খলনায়কের সঙ্গে, কেউ বলছেন, “ঠিক যেন ‘পুষ্পা ২’-এর আল্লু অর্জুন।”
প্রসঙ্গত, ‘ইনফিনিটি ২’ ওয়েব সিরিজের চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ম্যাক্স রহমান। এটি নির্মাণ করেছেন মেহেদি হাসিব। এতে আরও অভিনয় করেছেন শরিফুল রাজ, মুমতাহিনা চৌধুরী টয়া, সুমন আনোয়ার, সাঞ্জু জন, সামিয়া অথৈসহ অনেকে। ওয়েব সিরিজটি আসন্ন ঈদুল আজহায় ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাবে।
এমএসএম / এমএসএম
শুটিং সেটে আহত শ্রদ্ধা কাপুর
‘হাল ছেড়ে দেওয়া সহজ কিন্তু আমি থেমে যাইনি’
সুখবর দিলেন সোনম কাপুর
‘অপমানিত’ ফাতিমার মাথায়ই উঠল মিস ইউনিভার্সের মুকুট
মোয়ানার টিজারে নজর কাড়লেন ক্যাথরিন
আমার বয়স বেশি না, তবুও এমন কেন হয়?
প্রতারণার শিকার অভিনেত্রী শ্রিয়া
মিস ইউনিভার্সে জামদানিতে মিথিলা
হাঁটুর বয়সী নায়িকার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য, যা বললেন রণবীর
নিজের জন্য ভোট চাইলেন জেসিয়া ইসলাম
কাস্টিং কাউচের বিষয়ে মুখ খুললেন পায়েল
কারিশমার সন্তানদের মাসিক খরচ বন্ধ কেন?