ঢাকা শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

ঈদে মহিউল হাসনাতের তিন নাটক


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭-৬-২০২৩ দুপুর ৩:১৮

বর্তমান সময়ের তরুণ অভিনেতা মহিউল হাসনাত নিয়মিত কাজ করছেন বাংলা নাটকে। তারই ধারাবাহিকতায় এই ঈদে তার আরো তিনটি বাংলা নাটক মুক্তি পেতে চলেছে। মেঘ হিমের রচনা ও পরিচালনায় সম্প্রতি শুটিং শেষ হয়েছে বাংলা নাটক, দাদি জানের লটারি। এটি একটি সামাজিক ও কমেডি গল্প নিয়ে নির্মাণ।নাটকটি প্রযোজনা করেছেন বাংলাদেশের স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান ডেডলাইন এন্টারটেইনমেন্ট।নাটকটিতে অভিনয় করেছেন মনিরা মিঠু, আব্দুল্লাহ রানা,সিয়াম নাসির,আনোয়ার,আলিফ চৌধুরী,মহিউল হাসনাত, তাসনোভা নিঝুম সহ আরো অনেকে।মহিউল হাসনাত এর কাছে জানতে চাইলে তিনি বলেন সব ডিরেক্টর এর সাথেই মোটামুটি কাজ করছি সপ্ন ছিলো অভিনেতা হবো।স্বপ্ন পূরণ হয়েছে। এখন শুধু এগিয়ে যাবার পালা আপনারা আমার জন্য দোয়া করবেন। এই ঈদে তার আরো দুইটি নাটক মুক্তি পাবে,বিষে ভরা নাগিন ও পেত্নি গার্লফ্রেন্ড।

এমএসএম / এমএসএম