ঢাকা শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

এক ডজন নাটক নিয়ে যাহের আলভীর ঈদ


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১-৬-২০২৩ দুপুর ৩:৫৪
আর মাত্র কয়েকদিন বাকি তারপরেই মুসলিম ধর্মালম্বীদের ত্যাগের উৎসব কোরবানির ঈদ। ত্যাগের উৎসবকে আনন্দঘন করতে ছোট পর্দার শিল্পীদের আয়োজনের শেষ নেই। সেই ধারাবাহিকতায় এই ঈদে প্রায় এক ডজন নাটক নিয়ে মুক্তি পেতে যাচ্ছে বর্তমান সময়ের টেলিভিশন নাটকে নিয়মিত মুখ যাহের আলভী। নিয়মিত কাজ করছেন নাটক বিজ্ঞাপনে। বর্তমানে তিনি আসন্ন ঈদের নাটকের শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। এরই মধ্যে বেশকিছু নাটকের কাজ শেষ করেছেন। এবারের ঈদে তাকে প্রায় এক ডজন নতুন নাটকে দেখা যাবে বলে জানিয়েছেন তিনি।
 
নাটকগুলো প্রসঙ্গে যাহের আলভী বলেন, আগে আমার অনেক নাটক যেকোনো উৎসবে প্রচার হতো। এখন আমি গল্প দেখে নাটক করি তাই কাছের সংখ্যা কমে গিয়েছে। কাজ কম হলেও আমার কষ্ট নেই কারণ এখন যেকাজগুলো করছি সেগুলোর গল্প অসাধারণ। দর্শক আমাকে ভিন্ন ভাবে ভিন্ন জনরার গল্পে পাচ্ছে। এর আগেও যে কাজগুলো প্রচারিত হয়েছে সেগুলোতে খুব ভাল প্রশংসা পেয়েছি। 
 
ঈদের কাজগুলো নিয়ে গঠনমূলক সমালোচনা করার অনুরোধ করে যাহের আলভী আরও বললেন, আমি বরাবর গঠনমূলক সমালোচনা পছন্দ করি। কারণ, যারা আমার কাজের ভাল খারাপ দিকগুলো বলে আমার সেটা ভালই লাগে। আমি চাই আমার কাজের সমালোচনা করুন। তাহলে আমার জন্য সুবিধা হবে পরবর্তী কাজে ভুল গুলো ঠিক করে নিতে।
 
আসন্ন ঈদুল আযহায় যাহের আলভীর কয়েকটি উল্লেখযোগ্য নাটক হলো-কফি বয়, বুকটা জুড়ে বাবা, ভাই চাপে আছে, পিরিতের পেত্নি ভাল, বেয়াইন আমার ক্রাশ, কোরিয়ান বয়ফ্রেন্ড, বউ মানে ঝাল।

এমএসএম / এমএসএম