ঢাকা শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

পশ্চিমবঙ্গেও নিশোর ‘সুড়ঙ্গ’


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৫-৬-২০২৩ দুপুর ১১:১

অনলাইনের কল্যাণে পশ্চিমবঙ্গের দর্শক কেবল ছোট পর্দায় নিশোর অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন। এবার তাঁরা বাংলাদেশি এই প্রিয় তারকার প্রথম সিনেমা দেখার সুযোগ পাবেন বড় পর্দায়। কারণ, সেখানকার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তাঁর অভিনীত ‘সুড়ঙ্গ’ সিনেমাটি।

টলিউডের নামজাদা প্রযোজনা ও পরিবেশক প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস [এসভিএফ] কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন সিনেমা হলে মুক্তি দেবে। প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে এমনটিই জানানো হয়েছে।

ছবির একটি পোস্টার প্রকাশ করে এসভিএফ কর্তৃপক্ষ লিখেছে, আফরান নিশো শিগগির আসছেন এবার বড় পর্দায়, রায়হান রাফির সিনেমা ‘সুড়ঙ্গ’ নিয়ে।

এমএসএম / এমএসএম