ঢাকা শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

আজকের অনন্যায় নারী উদ্যোক্তা শারমিন সেলিম তুলি


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫-৭-২০২৩ দুপুর ১২:৬

তুষার জামাল এর প্রযোজনায় প্রতি বৃহস্পতিবার রাত ৯ টায় জিটিভির পর্দায় প্রচার করা হয় আজকের অনন্যা। এখনও সমাজে অনেক নারীর ব্যক্তি পরিচয় আলাদা করে প্রকাশ পায় না। নানা বাঁধা, প্রতিবন্ধকতা ও নিষেধের বেড়াজাল ডিঙিয়ে কাজ করতে হয় নারীকে। বাঁধার প্রাচীর ভেঙে যারা পৌঁছাতে পারেন সফলতার চূড়ায়, তাঁদের অংশ গ্রহণে নির্মিত অনুষ্ঠানটি। গ্রহণযোগ্যতা ও দর্শক জনপ্রিয়তার কারণে ইতোমধ্যে ৩শ তম পর্ব অতিক্রম করেছে আজকের অনন্যা।  বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের একটি শ্যুটিং ফ্লোরে অনুষ্ঠানটির শ্যুটিং চলছে। অনুষ্ঠানের বিশেষ একটি পর্বে অংশ নিয়েছেন আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শারমিন সেলিম তুলি। 

আজকের অনন্যা গেইম শো বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আজকের অনন্যা অনুষ্ঠানে এসে আমার অনেক ভালো লেগেছে। কারণ অনুষ্ঠানটি ছিল নারী বিষয়ক ও সমাজের সাহসী নারীদের নিয়ে। আমি নিজেও নারীদের নিয়ে কাজ করি। এই অনুষ্ঠানটি খুবই চমৎকার। অনেকদিন ধরেই চলছে এটি। এখানে এসে আমার খুব ভালো লাগছে।'

এসময় তিনি নারীদের উদ্দেশ্যে বলেন, আপনারা ঘরের কাজ করুন। ঘরের বাইরেও কাজ করে স্বাবলম্বী হোন। পুরুষদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা আপনাদের স্ত্রীদের স্বাধীনতা দিন। কারণ স্বাধীনতা না পেলে নারীরা কখনো কাজ করতে পারে না।  তিনি বলেন-  আপনারা যারা নারী আছেন, আপনাদের যে কোন প্রশিক্ষণ বা প্রয়োজনে আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশন এর সাথে যোগাযোগ করতে পারেন। আমরা নারীদেরকে ফ্রি-তে ট্রেনিং দেই এবং কর্মসংস্থান তৈরি করে দেই। 

আজকের অনন্যায় শারমিন সেলিম তুলির সাথে অতিথি হিসেবে ছিলেন- ফরিদা, সাথী, অধরা। যারা নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। 
 উপস্থাপনায় আছেন অভিনেত্রী তানিয়া আহমেদ। প্রযোজক তুষার জামাল জানান- জনপ্রিয়তার কারণেই একটি অনুষ্ঠানের এতগুলো পর্ব নির্মাণ করা সম্ভব হয়েছে। নারীর ক্ষমতায়ন ও অগ্রগতির কথা মানুষ শুনতে পছন্দ করে, দেখতে পছন্দ করে। সে কারণেই অনুষ্ঠানটি সর্বস্তরের মানুষ দেখে। আমরাও দর্শকের এ ভালোবাসার প্রতিদান দেওয়ার জন্য অনুষ্ঠানের মান ধরে রাখার চেষ্টা করছি।'

এমএসএম / এমএসএম