ঢাকা বৃহষ্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

ঝুকিপূর্ণ লিফটে ৬শতাধিক ছাত্রের উঠানামা, শঙ্কা দুর্ঘটনার


ফাহিম, শেকৃবি photo ফাহিম, শেকৃবি
প্রকাশিত: ১৮-৭-২০২৩ দুপুর ১২:৪৩

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ( শেকৃবি) নবাব সিরাজ উদ্দৌলা হলের  লিফট যেন মূর্তিমান এক আতঙ্কের নাম। এই লিফটে আটকা পড়ে প্রায়ই শিক্ষার্থীদের নানা রকম ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনা যায়। লিফটের সমস্যার কথা হল প্রশাসন অবগত থাকলেও উদাসীনতার কারনে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছেনা এমন অভিযোগ উঠেছে।

হলের বি ব্লকে থাকা আবাসিক শিক্ষার্থীরা জানান, লিফটের ভেতর লাইট নেই, মাঝে মাঝে হঠাৎ ঝাঁকি দেয়। লিফটে কোনো যান্ত্রিক সমস্যা থাকলে বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষের সেটা খতিয়ে দেখা উচিত। এমন ত্রুটিপূর্ণ লিফট দিয়ে উঠা-নামা করারটা ঝুঁকিপূর্ণ। যেকোনো সময় বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা।

সরেজমিনে ঘুরে দেখা যায়, দশতলা বিশিষ্ট নবাব সিরাজ উদ্দৌলা হলের বি ব্লকের একটি লিফট দিয়েই ওঠা-নামা করে ৬শতাধিক শিক্ষার্থী। ফলে অধিকাংশ সময়ে শিক্ষার্থীদের লম্বা লাইন থাকে। লিফটে ১৩ জন ধারণ ক্ষমতার কথা উল্লেখ থাকলেও ৭-৮ জনের বেশি উঠা যাবে না উল্লেখ করে নোটিশ দেয়া হয় ৷
এরপরেও প্রায়শই দেখা যায় যান্ত্রিক গোলযোগ। প্রায়শই সেখানে আটকা পড়ে শিক্ষার্থীরা। দীর্ঘক্ষণ আটকা থাকার পর বের হতে পারেন না তারা। এতে শিক্ষার্থীদের মাঝে তৈরি হয় আতঙ্ক। অন্যদিকে আরও নতুন একটি লিফট ১ মাসের মধ্যে লাগানোর কথা থাকলেও ৩  মাস পার হয়ে যাচ্ছে। এরপরেও পুরোপুরি কাজ সম্পন্ন করছেনা বলে অভিযোগ শিক্ষার্থীদের।

এ বিষয়ে ভুক্তভোগী আবাসিক শিক্ষার্থী জয় বলেন, রাত ৮ টা ৩৫ মিনিটে আমি লিফটে উঠেছিলাম। ওঠার শুরুতেই প্রথমে একটি বিকট শব্দ হয়। আমি প্রথমে ভয় পেয়েছিলাম। আগে একবার বিদ্যুৎ না থাকার কারণে আমি আটকা পড়ি। ভেবেছিলাম আগেরবারের মতো কিছু কিন্তু এইবার এইরকম কিছু ছিল না। সুইচ চাপলেও দরজা খুলেনি, লিফটে তখন তিনতলার রয়েছে বলে দেখাচ্ছিলো। প্রায় ২৪ মিনিট হয়ে গেলেও লিফট চালু হয়নি।
তিনি আরো বলেন আমি লিফটের মধ্যে প্রায় ২৪ মিনিট একা একা ছিলাম। আমি আমার চোখের পানি আটকে রাখতে পারিনি। আমার মনে হচ্ছিল বসে পড়ে ঈশ্বরের নাম ডাকি। আমি যখন লিফট থেকে বের হয়েছি আমার মনে হয়েছে আমি যেন এক নতুন জীবন পেয়েছি। এরকম অভিজ্ঞতার সম্মুখীন যেন আর কোন শিক্ষার্থী না হয়।
তবে লিফটের গুরুতর সমস্যার কথা জেনেও ব্যবস্থা নেওয়া হচ্ছেনা বলে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম বলেন,লিফটেরও ত একটা জীবন আছে,কিন্তু ছাত্রদের সার্বক্ষণিক লিফটের ব্যবহারের কারণে সার্ভিসিং ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনার ত্রুটি হচ্ছে।আসলে উর্ধ্বতন কর্মকতাদের এ ব্যাপারে বার বার অবগত করলেও এখনো পর্যন্ত কোনো সমাধান মেলেনি। নতুন লিফটের ব্যাপারে তিনি বলেন,এ ব্যাপারে প্রকৌশল দপ্তরকে আমি বারবার বলার পরেও নির্ধারিত সময়ে খুলে দিতে ব্যর্থ হয়েছেন। তবে আগামী কালকের মধ্যে খুলে দিবেন বলে আমাকে আশ্বস্ত  করেছেন।

এমএসএম / এমএসএম

হিজাব শুধু অধিকার নয়, এটি সভ্যতার উপাদানও বটে: উপাচার্য কামরুল আহসান

বাকৃবিতে বৃহত্তর খুলনা সমিতির সভাপতি ড. ইলিয়াস, সম্পাদক কাইয়ুম

জাবিতে ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত প্রশাসনের

পোষ্য কোটা বাতিলের দাবিতে ফের উত্তপ্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাবিতে হিজাব দিবসের র‍্যালি ও সিম্পোজিয়াম আগামীকাল

গবিতে প্রথমবার সরস্বতী পূজা: আশীর্বাদ প্রার্থনা শিক্ষার্থীদের

সাশ্রয়ী পদ্ধতিতে আলু চাষ- কমবে খরচ, বাড়বে উৎপাদন

নারী পুরোহিত করলেন সরস্বতী পূজা

রাবি হাল্ট প্রাইজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান 'টিম ঝালমুড়ি'

ইবিতে দুই পক্ষের সংঘর্ষে শিক্ষক আহত, আন্দোলনে সাধারণ শিক্ষার্থীরা

বাঁশ দিয়ে তিতুমীরের সামনের রাস্তা আটকে দিলেন শিক্ষার্থীরা

রাবিতে ৮ম 'আরইউএসসি ন্যাশনাল সায়েন্স ফিয়েস্টা' শুরু

তৃতীয় দিনে গড়িয়েছে অনশন, দাবি পূরণে বিকেল ৪টা পর্যন্ত আল্টিমেটাম