ঢাকা বৃহষ্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

ববিতে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন


জাকির হোসেন, ববি photo জাকির হোসেন, ববি
প্রকাশিত: ৯-৮-২০২৩ বিকাল ৫:১৭
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) হামলার শিকার এক শিক্ষার্থী ২৪ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার ও আজীবন বহিষ্কারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে৷ 
 
জানা যায়, ঐ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী মো. আয়াত উল্লাহ৷  শনিবার ছাত্রলীগের দু' গ্রুপের সংঘর্ষে দুবৃত্তকারীদের দ্বারা ঐ শিক্ষার্থী (আয়াতউল্লাহ) পায়ের রগ কাটার ঘটনা ঘটে। 
 
বুধবার (৮ আগস্ট) দুপুর সাড়ে ১২ টায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী ঐ শিক্ষার্থী।  বিশ্ববিদ্যালয়ের এম্বুলেন্সে করে কঠোর নিরাপত্তায় এ সংবাদ সম্মেলনে যোগ দিতে দেখা যায় তাকে। এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টর বরাবর দুটি অভিযোগপত্র দায়ের করেন তিনি৷ 
 
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দু'পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের মোট ১২ জন আহত হয়। এদের একপক্ষের নেতৃত্বে আছেন প্রতিমন্ত্রী কর্নেল জাহিদ ফারুখ (সামিম) এর অনুসারী রক্তিম -বাকি  গ্রুপ আর অপর গ্রুপের নেতৃত্ব দিচ্ছে শান্ত-রুমি-তমাল। এরা নিজেদেরকে বর্তমান মেয়র খোকন সেরনিয়াবাতের অনুসারী বলে দাবি করছেন। ঐ ঘটনায় উপাচার্য ড. ছাদেকুল আরেফিনের নির্দেশে রোববার (৬ আগস্ট) ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 
 
আহত মো আয়াত উল্লাহ সংবাদ সম্মেলনে, বলেন, হামলার দিন শনিবার আনুমানিক রাত ১১ টা ১০ মিনিটে মোবাইলের মাধ্যমে আমি জানতে পারি বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে হেলমেট পরিহিত ৩৫-৪০ জন সন্ত্রাসী রামদা, চাপাতি, চাইনিজ কুড়াল, কিরিচ নিয়ে হামলা চালিয়েছে। আমাদের সহপাঠীদের কুপিয়ে হত্যার উদ্দেশ্যে ফেলে রাখা হয়েছে। তখন আনুমানিক রাত ১১ টা ২৫ মিনিটে আমরা তাদের উদ্ধার করতে হলের দিকে যাত্রা করলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এর সামনে সন্ত্রাসীরা আমাদের ওপর ঝাপিয়ে পড়ে। এ সময় তারা আমাকে রামদা দিয়ে এলোপাথাড়ি আঘাত করতে থাকে। এসময় আমি তাদের মধ্য ৪ জনকে চিনতে পারি তারা হলো-  ১'। তানজিদ মঞ্জু (ইংরেজি বিভাগ- ২০১৮-১৯ শিক্ষাবর্ষ), ২। মো: রায়হান ইসলাম (গণিত বিভাগ- ২০১৭-১৮ শিক্ষাবর্ষ), ৩। মোবাশ্বির রিদম (গণিত বিভাগ- ২০১৫-১৬১ শিক্ষাবর্ষ) ৪। শরীফুল ইসলাম ( একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগ- ২০১৮-১৯ শিক্ষাবর্ষ)।
 
এছাড়াও তিনি বলেন, রামদার আঘাতে আমি মাটিতে লুটিয়ে পড়লেও সন্ত্রাসীরা ক্ষান্ত হয়নি, তারা আমার মৃত্যু নিশ্চিত করতে আমার বাম পায়ের রগ কেটে দেয়। পরে আমাকে সহপাঠিরা নিথর অবস্থায় হাসপাতালে ভর্তি করে, হামলার সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত থাকলেও তারা চিকিৎসার ব্যবস্থার জন্য কোনো প্রয়োজন অনুভব করেনি। এমনকি তারা অ্যাম্বুলেন্স পর্যন্ত পাঠাতে পারেনি। ঘটনা পরবর্তী সময়ে তারা সন্ত্রাসীদের বিশ্ববিদ্যালয়ের হলগুলো অবৈধভাবে দখল করতে দিয়েছে। ইতোপূর্বে এই সন্ত্রাসীরা সাধারণ শিক্ষার্থীদের রুমে তুলে নিয়ে শারীরিক নির্যাতন, মাদক ব্যবসা, জমি দখল, চাঁদাবাজি, ব্যবসায় প্রতিষ্ঠানে হামলাসহ নানান ধরণের সহিংসতার সাথে জড়িত। এদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা আছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। পুলিশ থেকে এদের আগলে রেখেছে।সংবাদ সম্মেলনে তিনি আগামী ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের চিহ্নিত করে আজীবন বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার এবং গ্রেফতারের আল্টিমেটাম দেন।  অন্যথায় আগামীকাল থেকে আমরণ অনশনে বসার কথা জানান। 

এমএসএম / এমএসএম

রাজনৈতিক দুষ্টচক্র শিক্ষাপ্রতিষ্ঠান দখলে নিয়েছে: শিক্ষা উপদেষ্টা

শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এনটিআরসিএর বড় সিদ্ধান্ত

সাইবার বুলিং ও নিরাপত্তাহীনতায় চাকসু নির্বাচনে সীমিত নারী প্রার্থীর অংশগ্রহণ

বিশ্ববিদ্যালয় থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর লক্ষাধিক টাকার টাইলস আত্মসাত

পিডি নিয়োগে প্রথম হয়েও বাদ শেকৃবি অধ্যাপক , নিয়ম ভেঙে প্রকল্প পেলেন সাবেক ছাত্রলীগ নেতা

পবিপ্রবির নতুন উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য স্থায়ী নামাজ রুম

ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

গণ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মৃদুল, জিএস রায়হান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

গঠনতন্ত্রে নিয়মিত শিক্ষার্থীদের সংযোজন করে ইকসু'র দাবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ও ছাত্র-উপদেষ্টার পুনঃনিয়োগ