বরিশাল বিশ্ববিদ্যালয়: ছাত্রলীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি মামলা, আসামি ২৪ নেতা-কর্মী
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শের-ই বাংলা এবং বঙ্গবন্ধু হলে হেলমেট পরিহিতদের হামলার ঘটনায় অবশেষে দুই গ্রুপের পাল্টাপাল্টি দুটি মামলা নেওয়া হয়েছে।
হামলার ১১ দিন পর গতকাল বৃহস্পতিবার মামলা দুটি হয় বলে জানিয়েছেন বরিশাল মহানগর পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর মুকুল। দুই মামলার ২৪ আসামির সবাই ছাত্রলীগের কর্মী। এর মধ্যে পায়ের রগ কেটে দেওয়া ছাত্র আয়াত উল্লাহকেও একটি মামলায় আসামি করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের দুটি হলে ৫ আগস্টের হামলায় ১২ জন আহত হন। অভিযোগ উঠেছে, নানা নাটকীয়তা এবং সমঝোতার নামে মামলা নিতে গড়িমসি করছিলো পুলিশ।
ওসি মুকুল জানান, তাঁরা দুটি মামলা নিয়েছেন। এর মধ্যে আয়াত বাদী হয়ে একটি মামলায় ৯ জনকে আসামি করেছেন। অন্য মামলায় আল সামাদ শান্ত নামের এক শিক্ষার্থী ১৫ জনের নামে মামলা করেছেন। একাধিক অভিযোগ পাওয়া যায়। সবগুলো যাচাই-বাছাই করে দুটি অভিযোগ এজাহার হিসেবে নেওয়া হয়েছে।
পুলিশের তথ্যমতে, মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আয়াতের করা মামলার আসামিরা হচ্ছেন ইংরেজি বিভাগের তানজিদ মঞ্জু, গণিতের রায়হান ইসলাম ও আল মোবাশ্বের রিদম, হিসাববিজ্ঞানের শরিফুল ইসলাম ও মো. শাওন, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ের হাসিবুল ইসলাম শান্ত, রাষ্ট্রবিজ্ঞানের ফাত্তাহুর রাফি, ইতিহাস ও সভ্যতা বিভাগের ফারদিন খান, মার্কেটিংয়ের এইচ এম মিলনসহ অজ্ঞাতপরিচয় আরও ২০ থেকে ২৫ জন।
অপর দিকে ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষার্থী শান্তর করা মামলায় আসামি হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের মুয়ীদুর রহমান বাকি, আইনের অমিত হাসান রক্তিম, সমাজবিজ্ঞানের রাকিব হাসান রনি, রসায়নের সাইমুন ইসলাম, সমাজবিজ্ঞানের আলীম সালেহী,ব্যবস্থাপনার শাহরিয়ার হোসেন, লোকপ্রশাসনের মাহামুদুল হাসান ও ইরফান আহমেদ রাজ, মার্কেটিংয়ের আয়াত ও সালাউদ্দীন, ব্যাবস্থাপনার আসিফ বিল্লাহ, বাংলার সাব্বির হোসেন মো. আরাফাত, পদার্থবিজ্ঞানের মিকাদুল রহমান ফিদা, সিএসই বিভাগের শওকত হোসেনসহ অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জন।
এর আগে আহত আয়াত হামলার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার এবং থেকে বহিষ্কারের দাবিতে গত বুধবার দুপুরে আমরণ অনশনে বসেন। পরে রাত সাড়ে ১০টার দিকে মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে তিনি কর্মসূচি স্থগিত করেন।
হামলায় পঙ্গু হওয়ার পথে থাকা আয়াত বিস্ময় প্রকাশ করে বলেন, “আমার অঙ্গহানি ঘটেছে। সেখানে আমাকেই একটি মামলার আসামি করা হয়েছে। প্রশাসনের আশ্বাসেই আমি অনশন প্রত্যাহার করেছি।"
ঘটনার ১১ দিন পর একই দিনে দুটি পাল্টাপাল্টি মামলা নেওয়া প্রসঙ্গে বন্দর থানার ওসি মুকুল বলেন, বিশ্ববিদ্যালয়ে দুই পক্ষের মারামারির ঘটনার পর তাঁরা একাধিক লিখিত অভিযোগ পান। সবগুলো অভিযোগ যাচাই-বাছাই করে দুটি অভিযোগ এজাহার হিসেবে নেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
মাংসের খাটিয়ায় কুকুর, ছবি তুলতেই সাংবাদিককে হুমকি
ইবি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ
ভিকারুননিসায় রোববারের প্রথম-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত
ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ
জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা
জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা
ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন
শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ
উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবে সাংবাদিক সম্পদ
দীর্ঘ তিন যুগ পর জাবিতে ইসলামী ছাত্রশিবিরের মিছিল
জকসু নির্বাচন: ছাত্রশিবিরের ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা
Link Copied