পবিপ্রবিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাবে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। ৫ অক্টোবর (বৃহস্পতিবার) বেলা ৩ টায় পবিপ্রবি শিক্ষক সমিতির আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত। আরও উপস্থিত ছিলেন পবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক জেহাদ পারভেজ, সাধারণ সম্পাদক ড. আসাদুজ্জামান মিয়া (মুন্না) সহ বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ। এসময় বক্তারা শিক্ষকদের শ্রদ্ধা, সম্মান ও বিভিন্ন সুযোগ সুবিধা সহ শিক্ষা ক্ষেত্রে ছাত্র বান্ধব পরিবেশ তৈরি, গবেষণা, উচ্চশিক্ষা, কৃষিতে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে দেশের উন্নয়নের ভূমিকা রাখার কথা আলোচনা করেন।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত তার বতব্যে বলেন, "শিক্ষা জাতির মেরুদন্ড। শিক্ষকদের জাতিকে দেয়ার অনেক কিছু আছে। তাই সকল শিক্ষককে এক হয়ে বৃহত্তর কল্যাণে নিজেদের নিয়োজিত থাকতে হবে। "
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক জেহাদ পারভেজ বলেন, "শিক্ষকদের মান মর্যাদা রক্ষায় সকলকে একসাথে থেকে কাজ করে জাতিকে ভালো কিছু উপহার দিতে হবে। শিক্ষকদের সুযোগ সুবিধা বৃদ্ধি সহ গবেষণার ক্ষেত্রে শিক্ষকদের আরো বেশি মনোনিবেশ করতে হবে।"
উল্লেখ্য, ১৯৯৫ সাল থেকে প্রতি বছর ৫ অক্টোবর বিশ্ব ব্যাপী শিক্ষকদের যথাযথ সম্মান রক্ষা এবং সমাজে তাদের অবদানকে স্মরণ করার পাশাপাশি শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ বিশ্বের ১০০টি দেশে সকল শিক্ষক সংগঠন গুলো এই দিবসটি পালন করে থাকে। তারই প্রেক্ষিতে প্রথমবারের মত পবিপ্রবি শিক্ষক সমিতি বিশ্ব শিক্ষক দিবস পালন করে। এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিল "শ্রদ্ধা,সম্মান ও মর্যাদা নিয়ে বেঁচে থাকুক পৃথিবীর সকল শিক্ষক।
এমএসএম / এমএসএম
জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন
জবিস্থ চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদ নির্বাচন: সাধারণ সম্পাদক পদে তরিকুল ইসলামের ইশতেহার ঘোষণা
মাংসের খাটিয়ায় কুকুর, ছবি তুলতেই সাংবাদিককে হুমকি
ইবি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ
ভিকারুননিসায় রোববারের প্রথম-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত
ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ
জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা
জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা
ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন
শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ