ববিতে শিক্ষার্থী নির্যাতনের বিচার চেয়ে অভিযোগ, তদন্ত কমিটি গঠন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী মুকুল আহমেদ তার ওপর অত্যাচার ও নির্যাতনের ন্যায়বিচার চেয়ে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী (মুকুল)। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থবর্ষের দুই শিক্ষার্থী তানজিদ মঞ্জু ও শিহাব উদ্দিনের বিরুদ্ধে নির্যাতনর অভিযোগ উঠেছে। তারা দুজনই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং বঙ্গবন্ধু হলের একাংশ তাদের নিয়ন্ত্রনে রয়েছে৷
রোববার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, প্রভোস্ট ও নিজ বিভাগের চেয়ারম্যান বরাবর অভিযোগ দেন ভুক্তভোগী মুকুল। পরে উপাচার্যের আদেশে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক নোটিশে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. নাজমুল কায়েসকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়। অন্য সদস্যরা হলেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক রিফাত ফেরদাউস ও পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজ আলম।
মুকুল আহমেদের অভিযোগপত্রে বলা হয়, বঙ্গবন্ধু হলের ৫০২০ নম্বর রুমের একজন আবাসিক শিক্ষার্থী তিনি। গত ১২ অক্টোবর রাতে একই বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের (৮ম ব্যাচ) শিক্ষার্থী তানজিদ মঞ্জু আমাকে কয়েকবার কল দিয়ে দেখা করার কথা বলে। রুম থেকে বের হলে আমার সঙ্গে মঞ্জুর দেখা হয়। সে আমাকে বঙ্গবন্ধু হলের ৪০১৯ নম্বর রুমে নিয়ে মোবাইল কেড়ে নেয়। এরপর তানজিদ মঞ্জু ও শিহাব উদ্দিন আমাকে নির্মমভাবে নির্যাতন করে। এক পর্যায়ে আমি বেহুঁশ হয়ে পড়ি। আনুমানিক রাত ৩টার দিকে আমার রুমমেট আহাদ খান রাফি আমাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে। পরে আমাকে শেরেবাংলা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।
পরীক্ষা-নিরীক্ষা করার পরে দায়িত্বরত চিকিৎসক জানান যে, আমার বাম হাত খুব বাজেভাবে ভেঙে গেছে। বুকের পাঁজরও বেশ আঘাতপ্রাপ্ত হয়েছে।
এই ধরনের বিকৃত মস্তিষ্কের শিক্ষার্থীরা যতদিন ক্যাম্পাসে থাকবে ততদিন পর্যন্ত সাধারণ শিক্ষার্থীরা কখনোই নিরাপদ বোধ করবে না বলে জানায় অভিযোগপত্রে। তাদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানান ভুক্তভোগী মুকুল।
এদিকে ওই ঘটনায় ৪০১৯ নম্বর কক্ষ সিলগালা করে দিয়েছেন বঙ্গবন্ধু হলের প্রভোস্ট আরিফ হোসেন।তিনি জানান, ‘ওই কক্ষে তাকে মারধর করা হয়েছে বলে জেনেছি। কক্ষটি সিলগালা করে দেওয়া হয়েছে। ভুক্তভোগীর কাছ থেকে একটি অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম জানান, ‘এটি ঘৃণিত ও ন্যক্কারজনক ঘটনা। অভিযোগপত্র হাতে পেয়েছি। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম

শিক্ষার্থীদের অধিকার ও রেজিস্টারের পদত্যাগের দাবিতে চবি ছাত্রদলের বিক্ষোভ৷

সামুদ্রিক শৈবাল দিয়ে পুষ্টিকর স্যুপ উদ্ভাবন শেকৃবির গবেষকের

প্রকৌশল শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

নজরুলকে নিয়ে যথাযথ গবেষণা হয়নি: কবির মৃত্যুদিবসে জাককানইবি ভিসি

হত্যাচেষ্টা মামলায় ডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার

জবির সিন্ডিকেটে জকসু সংবিধির প্রস্তাব গৃহীত

রুমমেটকে ছুরিকাঘাত, ডাকসু ভিপি প্রার্থী জালাল হল থেকে বহিষ্কার

ইবিতে নভেম্বরে ইকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

ডিআইইউতে হল থেকে হাতেনাতে গাঁজা উদ্ধার, কিন্তু তদন্তে লাগবে ১২ দিন

কম্বাইন্ড ডিগ্রি দাবিতে অচলাবস্থা, উদ্বেগে বাকৃবির পশুপালন অনুষদের শিক্ষকরা

ইবিতে আ'লীগপন্থী শিক্ষকের বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

চবি মেডিকেলে প্যাথলজি বিভাগ উদ্বোধন, করানো যাবে ২১ ধরনের পরীক্ষা
