ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

পবিপ্রবির প্রসাশনিক ভবনে বহিরাগত’র হামলা, নির্বাক প্রশাসন


মারসিফুল আলম রিমন, পবিপ্রবি  photo মারসিফুল আলম রিমন, পবিপ্রবি
প্রকাশিত: ১৬-১০-২০২৩ বিকাল ৫:৩২

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) প্রশাসনিক ভবনে ঢুকে প্রকৌশল বিভাগের এক প্রকৌশলীর উপর হামলা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের প্রধান তত্বাবধায়ক প্রকৌশলী মো: ইউনুছ শরীফ। ইতোমধ্যে এ ঘটনায় তিনি বাদী হয়ে পটুয়াখালীর দুমকি থানায় স্থানীয় জব্বার শরীফ নামে এক ব্যক্তিকে অভিযুক্ত করে একটি অভিযোগ দায়ের করেছেন। 

অভিযোগ সূত্রে জানা যায়, গত রবিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় প্রকৌশল বিভাগের কর্মচারী বিমল চন্দ্র শীল অভিযুক্ত জব্বার শরীফের বিরুদ্ধে রেজিস্ট্রার বরাবর একটি অভিযোগ দায়ের করলে সেটি বিভাগীয় প্রধান হিসেবে অগ্রায়ন করেন প্রধান প্রকৌশলী ইউনুছ শরীফ।

এতে ক্ষিপ্ত হয়ে বেলা ১১টার দিকে অভিযুক্ত জব্বার শরীফ বিনা অনুমতিতে প্রধান প্রকৌশলীর কক্ষে ঢুকে টেবিল ও কম্পিউটার ভাঙচুর করেন এবং অকথ্য ভাষায় গালমন্দ করেন!

ঘটনার প্রত্যক্ষদর্শী প্রকৌশলী মাসুদ কিবরিয়া  জানান, "রুমে ঢুকেই টেবিলের উপর থাকা পেপার ওয়েট ছুড়ে টেবিলের গ্লাস ও কম্পিউটরের মনিটর ভাঙেন জাব্বার শরিফ। ঘটনাস্থল থেকে যাওয়ার সময় অকথ্য ভাষায় গালমন্দ ও প্রাননাশের হুমকি দেন।"

এমতাবস্থায় এই খবর ছড়িয়ে পড়ার পর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।

ইতোপূর্বে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, শিক্ষক, কর্মকর্তা সহ অনেককেই গালমন্দ ও হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে এই জাব্বার শরিফের বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয়ের কোনো কর্মকর্তা না হয়েও স্থানীয় প্রভাবকে কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরেই বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ কাজে হস্তক্ষেপ করছেন তিনি। 

ঠিকাদারি প্রতিষ্ঠান গুলোর কাজে হস্তক্ষেপ সহ নানা অভিযোগ পাওয়ার পরও জাব্বার শরিফের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ বিষয়ে ভুক্তভোগী প্রকৌশলী মোঃ ইউনুছ শরীফ জানান, "সে (জব্বার) যে ঘটনা ঘটিয়েছে তাতে আমি আমার নিরাপত্তা শঙ্কায় আছি। তাই আমি থানায় একটি অভিযোগ দায়ের করেছি এবং জীবনের নিরাপত্তা চেয়ে সেখানে সহযোগিতা চেয়েছি।"

এসব অভিযোগের বিষয়ে জব্বার শরীফ বলেন, "আমরা তার (ইউনুস) দপ্তরে  ঠিকাদার কাজের জামানত চাইতে গেলে তিনি দিতে অস্বীকার করেন, আমার বিরুদ্ধে ভাংচুর ও হত্যার হুমকি সম্পূর্ণটাই ইউনুস শরীফ এবং প্রকৌশলী রশিদের সাজানো নাটক।"

এ ঘটনায় অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান, "ইউনুস শরীফ থানায় যে অভিযোগ করেছেন সে বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।"

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.স্বদেশ চন্দ্র সামন্ত সাংবাদিকদের বলেন, "বিষয়টি আমি জেনেছি। প্রধান প্রকৌশলীকে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে।"

এমএসএম / এমএসএম

কম্বাইন্ড ডিগ্রি দাবিতে অচলাবস্থা, উদ্বেগে বাকৃবির পশুপালন অনুষদের শিক্ষকরা

ইবিতে আ'লীগপন্থী শিক্ষকের বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

চবি মেডিকেলে প্যাথলজি বিভাগ উদ্বোধন, করানো যাবে ২১ ধরনের পরীক্ষা

ইবিতে (ইকসু)গঠনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন

জাকসুতে শিবির ও বাগছাসের প্যানেল ঘোষণা, বিলম্ব ছাত্রদল ও বাম সংগঠনের

জকসু নীতিমালা জমা আজ আগামী বুধবার বিশেষ সিন্ডিকেট সভা

চাঁদাবাজির ঘটনায় আলোচিত সেই আফ্রিদির বিরুদ্ধে মানহানীর অভিযোগ

জবি রোভার স্কাউটের বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

গকসু নির্বাচন: গঠনতন্ত্র ভেঙে ‘একক প্রার্থী বানানোর খেলা’, পণ্ড বৈঠক

১২৪ শিক্ষাপ্রতিষ্ঠানে বিটিসিএলের আড়াই কোটি টাকার বিল বকেয়া

ইবিতে অ্যাসেট ম্যানেজমেন্ট বিষয়ক সভা অনুষ্ঠিত

ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা: ভিপি আবিদুল, জিএস হামিম, এজিএস মায়েদ

ইবিতে জুলাই গণঅভ্যুত্থান বিরোধী ৬১জনকে শাস্তির সুপারিশ