ঢাকা বৃহষ্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

ববি ভিসির শেষ সময়ে কর্মকর্তাদের পদোন্নতি নিয়ে তোড়জোড়


জাকির হোসেন, ববি photo জাকির হোসেন, ববি
প্রকাশিত: ১৯-১০-২০২৩ দুপুর ১:১০

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) হিসেবে অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিনের মেয়াদ শেষ হচ্ছে ৫ নভেম্বর৷ মেয়াদ পূর্ণ হওয়ার শেষসময় বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা পদোন্নতি ভাগিয়ে নেয়ার জন্য মরিয়া বলে অভিযোগ উঠেছে৷

অভিযোগ আছে,বর্তমান উপাচার্যের আমলে ইতিমধ্যে  বিশ্ববিদ্যালয়ের কমপক্ষে ৩০০ শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারী পদোন্নতি বাগিয়ে নিয়েছেন। সাবেক উপাচার্য ড. এস. এম ইমামুল হক লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে পদায়ন দিয়ে থাকলেও বর্তমান উপাচার্য শুধুমাত্র মৌখিক পরীক্ষার মাধ্যমে পদায়ন দিয়েছেন দেড়শতাধিক কর্মকর্তা ও কর্মচারীদের৷ 

ক্যাম্পাস সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের এক ডজনে কর্মকর্তারা ও কর্মচারী বিভিন্ন পদে পদোন্নতি পেতে এরই মধ্যে তোড়জোড় শুরু করেছে৷ শিঘ্রই তাদের পদোন্নতির বোর্ড বসিয়ে, সিন্ডিকেটে পাশ করানো হবে বলে নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়ের একাধিক কর্মকর্তা ও কর্মচারী৷ বর্তমানে যাদের পদোন্নতি হবে তারা প্রত্যেকে বর্তমান ভিসির অনুসারী এবং শেষ সময়ে তাদের খুশি করার চেষ্টায় এমনটা করবেন। সেই তালিকায় আটজনের মধ্যে সবার উপরে রয়েছেন প্রথম ভিসির আপন চাচাতো বোন খান সানজিয়া সুলতানা৷ তিনি সেকশন অফিসার পদে নিয়োগ পেয়ে বর্তমানে সহকারী রেজিষ্টার পদে কর্মরত তবে তিনি ডেপুটি রেজিষ্টার পদে পদোন্নতি পেতে চান৷ প্রতিবন্ধী কোটায় চাকরি প্রাপ্ত মো. মিলন সেকশন অফিসার হিসাবে নিয়োগ পান প্রথম ভিসির আমলে, সেকশন অফিসার হিসাবে যোগদান করেন বর্তমানে তিনি সহকারী রেজিষ্টার পদ থেকে ডেপুটি রেজিষ্টার পদে পদোন্নতি চান৷ মিজানুর রহমান, কম্পিউটার অপারেটর পদে ঢুকে সহকারী পরিচালক (পরিকল্পনা) পদ থেকে উপ- পরিচালক (পরিকল্পনা) দপ্তরের পদন্নতি পেতে চান৷ মধূসূদন হালদার, বর্তমানে সহকারী লাইব্রেরীয়ান থেকে উপ লাইব্রেরীয়ান পদে পদায়ন হতে চান৷ আতিকুর রহমান, সহকারী পরিচালক থেকে পদোন্নতি পাবে ডেপুটি পরিচালক (অর্থ) দিদার হোসেন খান, সহকারী রেজিষ্টার থেকে পদোন্নতি পাবে ডেপুটি রেজিষ্টার৷ তামান্না শারমিন ও সোলায়মান খান ডেপুটি রেজিষ্টার পদে পদন্নতি চান৷

নাম প্রকাশ না করার শর্তে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর, প্রকৌশলী দপ্তর,রেজিস্টার ও অর্থ দপ্তরের একাধিক কর্মকর্তা ও কর্মচারী জানান, এই  সকল কর্মকর্তাদের ২০১৭ সালে তৎকালীন উপাচার্য মহোদয় লিখিত পরীক্ষা নিয়েছিলো পদোন্নতি প্রদানের জন্য, অথচ তারা সেই পরীক্ষায় একজনও পাস করে নাই, পরবর্তীতে বিশেষবিবেচনায় তাদের পদোন্নতি দেয়া হয়েছিলো। অথচ সেই লোকগুলোই এখন আবার ভিসির শেষ সময় এসে কর্মকর্তাদের সর্বোচ্চ পদে আসীন হওয়ার জন্য পাগল হয়ে গেছে।

জানা যায়,ডেপুটি রেজিষ্টার ও ডেপুটি ডিরেক্টর এসব পদে পদোন্নতির জন্য বিশ্ববিদ্যালয়ে সেকশন অফিসার বা সমমানের পদ হতে ১০ বছর চাকুরীর অভিজ্ঞতা থাকতে হবে৷ সে হিসাবে ঐসকল কর্মকর্তার ১০ বছর পূর্ন হয়েছে এবছরের ১৩ ই অক্টোবর৷ তবে সাধারণত একবার পদোন্নতি এর তারিখ ডিইউ হলে ইতোপূর্বে  এক বা দুইবছর পরে বোর্ড বসতো ও পদোন্নতি হতো৷ কিন্তু এই নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মাত্র দুইদিন পরেই এসব কর্মকর্তারা পদন্নতি পেতে রেজিষ্টার বরাবার আবেদন করেছেন৷

এদিকে শুন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়া নিয়োগ দেওয়ার নিয়ম না থাকলেও বর্তমান উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন সেই নিয়মের তোয়াক্কা না করে শূন্য পদে অধিষ্ট করেছেন তার পছন্দের কর্মকর্তাদের৷ উপরুক্ত তালিকার আটজনের মধ্যে মিলন ও দিদার হোসেন খানকে শূন্যপদে কোন নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াই গত বছরের ১৬ আগস্ট সহকারী রেজিষ্টার পদে স্থায়ীভাবে শূণ্য পদে পদায়ন করা হয়েছে৷

কর্মকর্তাদের আপগ্রেডেশন নীতি অনুযায়ী, বছরের প্রতি চারমাসে একবার নিয়োগবোর্ড বসার কথা রয়েছে৷ সে হিসাবে সর্বশেষ নিয়োগ বোর্ড বসেছে এবছরের ১৬ জুলাই সে অনুযায়ী পরবর্তী নিয়োগ বোর্ড বসার কথা এবছরের ১৬ নভেম্বর৷ তবে উপাচার্যের মেয়াদ শেষ হওয়ার আগেই এই বোর্ড বসবে বলে বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র নিশ্চিত করেছে৷

অর্থ দপ্তরের প্রদান সুব্রত কুমার বাহাদুর, বিশ্ববিদ্যালয় এর শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীদের জিপিএফ এর টাকা ব্যাংকে জমা ও উত্তোলন নিয়া ব্যাপক অনিয়ম করায় তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠিত হয়েছিল গতবছরের নভেম্বরের ২০ তারিখে, অথচ তদন্ত চলাকালেই তাকে পদোন্নতি প্রদান করে ৫ম গ্রেড থেকে ৪র্থ গ্রেড প্রদান করেছে বর্তমান উপাচার্য৷ কিন্তু অন্য যাদের নামে তদন্ত চলমান ছিলো ইতোপূর্বে তাদের কাউকে তদন্ত শেষ হওয়ার আগে কোনরকম পদোন্নতি প্রদান করা হয় নাই৷

পদায়ন প্রত্যাশী মধূসূদন হালদার বলেন, দৌড় ঝাপের এমন কোন ঘটনা ঘটে নি৷  আমরা ৮ জন পদায়নের বিষয় নিয়ে উপার্যের এপায়নমেন্ট নিয়ে  গত ১৬ ই অক্টোবর উপাচার্যের বাংলোয় দেখা করি৷ প্রায় দশমিনিট পর আমরা নিজ দপ্তরে ফেরত আসি৷

পদায়ন প্রত্যাশী ও ভিসির প্রটোকল অফিসার দিদার হোসেন খান বলেন, অনেক কর্মকর্তা তো স্যারের সাথে দেখা করতে আসেন৷ নির্দিষ্ট কারও বিষয় জানা নেই৷

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার মো. মনিরুল ইসলাম বলেন, ৮জন কর্মকর্তা পদায়নের জন্য আবেদন করেছেন কিন্তু তাদের দৌড়ঝাঁপের বিষয়টি আমার জানা নেই।সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনকে একাধিকবার ফোন ও হোয়াটসঅ্যাপে ক্ষুদে বার্তা দিয়ে কোন সাড়া পাওয়া যায়নি৷

এমএসএম / এমএসএম

শিক্ষার্থীদের অধিকার ও রেজিস্টারের পদত্যাগের দাবিতে চবি ছাত্রদলের বিক্ষোভ৷

সামুদ্রিক শৈবাল দিয়ে পুষ্টিকর স্যুপ উদ্ভাবন শেকৃবির গবেষকের

প্রকৌশল শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

নজরুলকে নিয়ে যথাযথ গবেষণা হয়নি: কবির মৃত্যুদিবসে জাককানইবি ভিসি

হত্যাচেষ্টা মামলায় ডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার

জবির সিন্ডিকেটে জকসু সংবিধির প্রস্তাব গৃহীত

রুমমেটকে ছুরিকাঘাত, ডাকসু ভিপি প্রার্থী জালাল হল থেকে বহিষ্কার

ইবিতে নভেম্বরে ইকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

ডিআইইউতে হল থেকে হাতেনাতে গাঁজা উদ্ধার, কিন্তু তদন্তে লাগবে ১২ দিন

কম্বাইন্ড ডিগ্রি দাবিতে অচলাবস্থা, উদ্বেগে বাকৃবির পশুপালন অনুষদের শিক্ষকরা

ইবিতে আ'লীগপন্থী শিক্ষকের বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

চবি মেডিকেলে প্যাথলজি বিভাগ উদ্বোধন, করানো যাবে ২১ ধরনের পরীক্ষা

ইবিতে (ইকসু)গঠনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন