ঢাকা রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

মুন সূর দুটি নতুন ধামাকা গান নিয়ে আসছে কাশফুল মিউজিকের ব্যানারে


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৪-১২-২০২৩ রাত ৯:৫৬

চলচ্চিত্র,অ্যালবাম,সিঙ্গাল ও মঞ্চের অন্যতম সফল  মিষ্টি কন্ঠের সংগীতশিল্পী মুন সূর। বর্তমান সময়ের আলোচিত ও জনপ্রিয় সংগীতশিল্পী মুন রানী সূর দুটি আইটেম ধামাকা নিয়ে আসছেন।মুন এর সাথে সহশিল্পী হিসেবে কন্ঠ দিয়েছেন এসময়ের আরেক জন জনপ্রিয় সংগীতশিল্পী বিরহী এরশাদ। রাজধানীর  "এ কে মিউজিক স্টুডিও" এর মধ্যে আইটেম গান দুটির রেকডিং সম্পন্ন হয়েছে।

"কাশফুল মিউজিক" ইউটিউব চ্যানেল টি আইটেম গান দুটি " আমার বুকের ভিতর ধুকধুক করে"ও"জ্বলে জ্বলে জ্বলে রে" শিরোনামে প্রকাশ করছে। মুন সূর  নতুন গান দুটির কথা, সুর ও সংগীত আয়োজন করেছেন রফিকুল ইসলাম রনি। অ্যারেজমেন্ট। কিবোর্ড  -দেবা পাল,রিদম -এন এ জিয়া, বাঁশি -সাব্বির, কম্পোজারঃ মোঃ নাজমুল হক মাস্টারঃ সাম্যব্রত দৃপ্ত ও ই.কে. মিউজিক স্টুডিও এর কলাকৌশল বৃন্দ।

নতুন দুটি গান খুবই দ্রুত আইটেম গান হিসেবে মিউজিক ভিডিও আকারে প্রকাশ করছেন। এতে অভিনয় করেছেন দেশের স্বনামধন্য চিত্রনায়িকা ও নায়ক সহ চলচ্চিত্রের অভিনেতা গন।গান দুটির কোরিওগ্রাফার থাকবেন নাঈম রনি সংগীত পরিচালক রফিকুল ইসলাম রনি বলেন,গান দুটি সিনেমা/চলচ্চিত্র আবহে  লিরিক্সও সুর করা। আইটেম গান দুটি মধ্যে  শ্রুতারা সিনেমার ফিল পাবেন। এজন্য এই গান দুটিতে কন্ঠ দিয়েছেন সিনেমা অনেক হিট গানের  শিল্পী মুন, এখানে শ্রুতারা নতুন করে সিনেমাটি ফিলে পাবেন।

তিনি আরো বলেন, আমি সিনেমার জন্য গানটি না করলেও শ্রুতা ও দর্শকদের জন্য সিনেমা মাথায় রেখে গানের লিরিক্স ও সুর করেছি। গানের ভিডিও সিনেমা  শিল্পী দিয়ে চিত্রায়ন করা হবে। এইটুকু বলবো সিনেমা না হলেও সিনেমার সম্পূর্ণ স্বাদ পাবেন।

সংগীতশিল্পী মুন রানী সুর বলেন, গান দুটি "আইটেম গান/সং" কথা ও সংগীত আয়োজন অনেক সুন্দর ও ভিন্ন ভাবে করা হয়েছে। গান দুটি কন্ঠ দেয়ার সময় মনে হয় নাই যে সিনেমার জন্য নয়া। গান দুটি শুনতে দশকের মনে হবে সিনেমার গান। রফিকুল ইসলাম রনি ভাই অনেক সুন্দর ও ভিন্ন ভাবে গান দুটি সৃষ্টি করেছে, এতে দশক আমাকে ভিন্ন ভাবে পাবে। এমন সুন্দর দুটো গানে সুযোগ দেয়ার জন্য রনি ভাইকে ধন্যবাদ। গান দুটি মধ্যে পূন সিনেমার অনুভূতি পাবেন

আবিদ রহমান / এমএসএম