ঢাকা রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

মুক্তির অপেক্ষায় “জানেমান”


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২-১২-২০২৩ দুপুর ১:৫

রোমেল ইশতিয়াক এর বিপরীতে একক নাটকে জুটি বদ্ধ হয়ে কাজ করলেন ব্লগারখ্যাত নবাগত অভিনেত্রী নাফাইসা নিসা। কমেডি ধারার জানেমান শিরোনামের নাটকটি গল্প ভাবনা ও রচনা করেছেন অভিনেতা রোমেল ইশতিয়াক নিজে। পরিচালক মেঘহীম এর তত্বাবধানে সৌরভ আকাশ এর পরিচালনায় খুব শিঘ্রই মুক্তি পেতে যাচ্ছে বেসরকারি টেলিভিশন ও ইউটিউব চ্যানেলে একক নাটক জানেমান। নাটকটি উত্তরার স্বপ্নীল সুটিং হাউজে নির্মাণ করা হয়েছে। এস এম রনির চিত্রগ্রহনে, মোঃ সোহেল রানার রংবিন্যাস ও সম্পাদনায়। নাটকটিতে আরো অভিনয় করেছেন হারুন রশীদ বান্টি, শ্যামা ফারজানা, মেহেজাবিন ইসলাম মায়া,খন্দকার সুহান সহ আরো অনেকে।
সামাজিক ও পারিবারিক কমেডি ধারার এই নাটকটি নিয়ে পরিচালক ও নাটকের কলাকৌশলিরা অনেক আশাবাদি। অভিনেতা রোমেল ইশতিয়াক ও অভিনেত্রী নাফাইসা নিসা সকল দর্শকদের পাশে থাকার আহবান ও দোয়া পার্থনা করেছেন।

এমএসএম / এমএসএম