ঢাকা বৃহষ্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

বিএনপির ডাকা অবরোধের শেষদিনেও সরব আ’লীগ


ইউসুফ আলী বাচ্চু photo ইউসুফ আলী বাচ্চু
প্রকাশিত: ১৩-১২-২০২৩ বিকাল ৫:৫১

সরকার পদত্যাগের এক দফা ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ১১তম দফায় ডাকা ৩৬ ঘণ্টার অবরোধ কর্মসূচির প্রতিবাদে শেষদিনেও অবস্থান-মিছিল করেছে রাজধানীর বিভিন্ন থানা-ওয়ার্ড আওয়ামী লীগ। এসময় অবরোধবিরোধী নানা ধরনের স্লোগান দেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডেমরা-যাত্রাবাড়ী,ওয়ারী ও পল্টনসহ বিভিন্ন থানা-ওয়ার্ড নেতাদের সরব উপস্থিতি লক্ষ করা গেছে।

তবে এদিন আওয়ামী লীগের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী কোনো নেতাদের বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রতিবাদে কোথায়ও কোনো অবস্থান নিতে দেখা যায়নি।সরজমিনে দেখা গেছে, বুধবার সাড়ে ৯টার দিকে যাত্রাবাড়ী শহীদ শেখ রাসেল পার্কের সামনে থেকে একটি বিশাল মিছিল ঢাকা-৫ আসনের নৌকার মাঝি ও যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনর রশীদ মুন্না‘র নেতৃত্বে শহীদ ফারুক সড়ক,জনপদ মোড়-ধলপুর ও বৌ-বাজারসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিন করে। এ সময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের মুখপাত্র ও ৪৮ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী আবুল কালাম অনু, ৪৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন গেসু, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের নেতা এস এম আলী হোসেন রানা ও হাজী জাহাঙ্গীর আলম, আলহাজ্ব আনোয়ার হোসেন, ৬০নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী রাইছুদ্দিন রাইছু ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী গোলাম মোস্তফা হাসমত, মাকসুদুর রহমান সুজন ও শফিউদ্দিন শফিক, এম এ খালেক প্রমূখ। একইদিন রাজধানীর ওয়ারী থানা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী আশিকুর রহমান লাভলু ওসাধারণ সম্পাদক হাজী আবুল হোসেনর নেতৃত্বে জয়কালি মন্দির হোটেল সোপারের সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিন করে। এদিন বিএনপি-জামায়াতের ৩৬ ঘন্টার অবরোধের নামে আগুন-সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে বেলা ১১টায় বিক্ষোভ মিছিল করেছেন কদমতলী থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ৫৯নং ওয়ার্ড কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক। এ সময় কদমতলী থানা-ওয়ার্ড আওয়ামী লীগের কর্মীরা এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় আকাশ কুমার ভৌমিক বলেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে বানচাল করে বিএনপি-জামায়াত নানা ধরনের ফন্দি করছে। তাই নির্বাচন পর্যন্ত তাদের সকল ষড়যন্ত্র প্রতিরোধে দলীয় নেতাকর্মীদের সর্তক অবস্থায় মাঠে থাকার আহ্বান জানিয়েছেন।

ঢাকা-৬ আসনে যুবলীগের বিক্ষোভ: বিএনপি-জামাতের ডাকা ৩৬ ঘন্টার অবরোধের নামে অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঢাকা-৬ নির্বাচনী এলাকার বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিন যুবলীগ। বুধবার বেলা ১২টায় ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ১১টি ওয়ার্ড নেতাকর্মীদের নিয়ে গেন্ডারিয়া মুরগীটোলা মোড়ে অবস্থান কর্মসূচি পালন শেষে কাঠেরপুল সহ বিভিন্ন অলিতে-গলিতে এই বিক্ষোভ মিছিল করেছে। এতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি সোহরাব হোসেন স্বপন, আনোয়ার ইকবাল সান্টু, যুগ্ম সাধারণ সম্পাদক জাফর আহমেদ রানা, সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু, মাকসুদুর রহমান, দপ্তর সম্পাদক এমদাদুল হক এমদাদ, উপ-দপ্তর সম্পাদক খন্দকার আরিফ-উজ-জামান প্রমূখ। এ সময় যুবলীগের নেতারা বলেন, বিএনপি-জামাতের নাশকতার প্রতিরোধে আমরা মাঠে আছি। এখন থেকে নির্বাচন পর্যন্ত আমরা মাঠে থাকবো। তারা জনগণের জানমালের ক্ষতি করতে চায়। দেশকে একটি অস্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে চায়। আমরা তাদের এই সহিংসতার বিরুদ্ধে, জনগণের জানমাল রক্ষায় শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি। সতর্ক পাহারায় আছি। তারা যেখানেই নাশকতা করবে, সেখানেই প্রতিরোধ গড়ে তুলবো।

এমএসএম / এমএসএম

ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনীর সম্পৃক্ত হওয়ার সুযোগ নেই

গণতান্ত্রিক শক্তিকে ক্ষমতায় আসতে বাধা দিচ্ছে সরকারের ভেতরের মহল : ফখরুল

রমজানের এক সপ্তাহ আগে নির্বাচনের প্রত্যাশা সালাহউদ্দিনের

রুমিন ফারহানাসহ যে কোনো নারীর প্রতি স্লাটশেমিংয়ের বিরুদ্ধে হাসনাত

শোকজের জবাব দেবেন বিএনপি নেতা ফজলুর রহমান

কাঠামোগত পরিবর্তন না এলে নির্বাচন প্রত্যাখ্যান করব: নাহিদ ইসলাম

খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে ফিরোজায় পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী

পাঞ্জাবি পরা একজন আমাকে প্রথমে ধাক্কা দিয়েছেন : রুমিন ফারহানা

বিএনপির আ.লীগ বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা : হাসনাত আবদুল্লাহ

রাষ্ট্রের সিস্টেমটাই হয়ে গেছে ‘দখলের’ : মির্জা ফখরুল

নির্বাচনের আগেই জুলাই সনদের আইনী স্বীকৃতি দিতে হবে, সংস্কার না করে পুর্বের নিয়মে নির্বাচন হতে পরে না-পীর সাহের চরমোনাই

যারা নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করছে তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়

অবাধ ও সুষ্ঠু নির্বাচন না হলে গণতন্ত্র ফিরবে না: আনিসুল ইসলাম মাহমুদ