ঢাকা রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

নয়নতারার পরই শীর্ষে বাংলাদেশের বাঁধন


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩-১২-২০২৩ দুপুর ৪:২৯

অভিনয় গুণে নিজের জাত চিনিয়েছেন তারকা অভিনেত্রী আজমেরী হক বাঁধন। চলতি বছর আলো ছড়িয়েছেন বলিউডে। এ ইন্ডাস্ট্রিতে অভিষেক হয়েছে ‘খুফিয়া’ দিয়ে। সিনেমায় তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। এবার জুটল স্বীকৃতি। ‘কুলেস্ট হিরোইন’-এর তালিকায় নাম উঠেছে বাংলাদেশি এই অভিনেত্রীর। 

তালিকাটি প্রকাশ করেছে চলচ্চিত্রবিষয়ক ভারতীয় গণমাধ্যম ফিল্ম কম্প্যানিয়ন। এতে নাম উঠেছে নারীকেন্দ্রিক সিনেমার পাঁচ অভিনেত্রীর। কঙ্কনাসেন শর্মা [মুম্বাই ডায়েরিজ], মনা সিং [কালা পানি], ডিম্পল কাপাডিয়াকে [সাস-বহু অর ফ্ল্যামিঙ্গো] পেছনে রেখে দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশের এ তারকার নাম। তাঁর আগে রয়েছেন শুধু দক্ষিণী তারকা নয়নতারা। ‘জওয়ান’ সিনেমায় অভিনয়ের জন্য এ তালিকার শীর্ষে রাখা হয়েছে তাঁকে। 

বাঁধনের ভূয়সী প্রশংসা করে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ‘খুফিয়া’ সিনেমায় টাবুর ওপর থেকে দৃষ্টি ফেরানো কঠিন। সিনেমাটিতে হিনা রহমান চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। এ চরিত্রে বাঁধনের আকর্ষণীয় ও রহস্যময় পারফরম্যান্সথেকেও চোখ সরানো দায়।

বাঁধন বলেন, ‘যে কোনো স্বীকৃতিই আনন্দের। কাজের গতি বাড়িয়ে দেয়। বছর শেষে ক্যারিয়ারের সাফল্যেনতুন পালক যুক্ত হওয়ায় ভালোই লাগছে।’

গত ৫ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পায় ‘খুফিয়া’। বিশাল ভরদ্বাজ নির্মিত এ সিনেমার প্রযোজক জেরেমি চুয়া। এতে বাঁধন, টাবু ছাড়াওঅভিনয় করেছেন আলী ফজল, আশীষ বিদ্যার্থীসহ অনেকে। 

‘খুফিয়া’নির্মাণ করেছেন ‘ওমকারা’ ও ‘হায়দার’ খ্যাত পরিচালক বিশাল ভরদ্বাজ। আর খুফিয়াতেটাবুর সঙ্গে বাঁধনের পাল্লা দিয়ে অভিনয় করার বিষয়টিআলাদাভাবেনজরকেড়েছে সমালোচকদের।সিনেমাটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয়ের পাশাপাশি খুফিয়ার সাফল্যেও ছিল বাঁধনের অবদান। সিনেমায় বাঁধনকে একজন সমকামী হিসেবেদেখানো হয়েছে।

এমএসএম / এমএসএম