ঢাকা শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

১ রোগী শনাক্তের পর ক্যানবেরায় লকডাউন


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২-৮-২০২১ রাত ৮:৩৬

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় এক বছরের বেশি সময় পর প্রথম একজনের কোভিড সংক্রমণ শনাক্ত হওয়ায় শহরটিতে এক সপ্তাহের জন্য লকডাউন জারি করা হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টা থেকে লকডাউন কার্যকর হবে। কোভিড আক্রান্ত ওই ব্যক্তি কীভাবে মহামারী এই ভাইরাসে সংক্রমিত হলেন কর্তৃপক্ষ তা খুঁজে না পাওয়ায় রাজধানী অঞ্চলজুড়ে নতুন করে লকডাউন দেয়া হলো। এতে করে অঞ্চলটির চার লাখ মানুষ আবার করোনা সংক্রান্ত নিষেধাজ্ঞার কবলে পড়লেন।  

বিবিসির বৃহস্পতিবারের অনলাইন প্রতিবেদন অনুযায়ী সরকারি ঘোষিত এক সপ্তাহের এই লকডাউন চলাকালীন সেখানকার বাসিন্দারা প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে পারবেন না। লকডাউনের শুরুর আগে সেখানে কেনাকাটার ধুম পড়ে গেছে।

করোনাভাইরাসের অতিসংক্রামক ডেল্টা ধরনের প্রকোপ ঠেকাতে হিমশিম খাচ্ছে অস্ট্রেলিয়া। নতুন করে ডেল্টার বিস্তার ছড়িয়ে পড়ার কারণে ইতোমধ্যে দেশটির দুই বৃহত্তম শহর সিডনি ও মেলবোর্নে লকডাউন সংক্রান্ত কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।  

ডেল্টার বিস্তার যাতে ছড়িয়ে না পড়ে এ জন্য সিডনিসহ দেশটির নিউ সাউথ ওয়েলস রাজ্যের একটা বড় অংশে লকডাউন বিধিনিষেধ জারি রয়েছে। এছাড়া প্রতিবেশী ভিক্টোরিয়া রাজ্যের মেলবোর্ন শহরে লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী নিউ সাউথ ওয়েলস রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সিডনিতে লকডাউনের নিয়ম মেনে চলা নিশ্চিত করতে সামরিক বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হতে পারে। এর আগে সেখানে সেনা মোতায়েন করা হয়। 

নিউ সাউথ ওয়েলস রাজ্য সরকারের প্রধান (প্রিমিয়ার) গ্ল্যাডিস বেরেজিক্লিয়ান এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমরা এটাই নিশ্চিত করতে চাচ্ছি যে করোনার বিস্তার ঠেকাতে আমাদের হাতে থাকা সম্ভাব্য সব উপায়ের কোনোকিছুই বাদ রাখবো না।’  

সিডনিতে সাত সপ্তাহ ধরে লকডাউন চললেও সংক্রমণ এখনো সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি রয়েছে। বৃহস্পতিবার নিউ সাউথ ওয়েলসে স্থানীয়ভাবে সংক্রমিত ৩৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া ৯০ বছরের বেশি বয়সী দুজনের মৃত্যু হয়েছে।

 

জামান / জামান

ইউক্রেনের বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৭

পর্তুগালে নাগরিকত্ব আইনের কিছু ধারা আটকে দিল আদালত

যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনা, ক্রীড়া তারকাসহ নিহত ৭

সৌদিআরবে বাংলাদেশ কনস্যুলেটে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৫ পালন

ট্রাম্পের মন্তব্যের পর পদত্যাগের ঘোষণা দিলেন এফবিআই উপপ্রধান

মেড ইন সৌদি ২০২৫ এক্সপোতে সৌদি–বাংলাদেশ বাণিজ্যে নতুন অধ্যায়

২০২৫ সালে ৫,০০০০০ সেনা হারিয়েছে ইউক্রেন : রাশিয়া

ফিলিস্তিনি ও ৭ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা

ক্যানসার আক্রান্ত শিশুদের সঙ্গে প্রতারণা, ৪০ লাখ ডলার আত্মসাতের নেপথ্যে এক ইসরায়েলি

সীমান্ত উত্তেজনার মধ্যেই সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা থাইল্যান্ডের

সৌদি আরবে গান গাইতে এসে হিজাব পরলেন মার্কিন র‌্যাপার

রাশিয়ার সাবমেরিনে ইউক্রেনের হামলা

বিজয় দিবসে মোদির পোস্ট— একবারও উল্লেখ করলেন না বাংলাদেশের নাম