নজরুল বিশ্ববিদ্যালয়ে শাহিদা খাতুন ট্রাস্ট ফান্ড বৃত্তি প্রদান অনুষ্ঠিত
![](/storage/2024/January/iWDX5Qjm9kpPXFPzHZqIEA0CdZxZ9ZR6mG6OVjB5.jpg)
বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ কনফারেন্স কক্ষে শাহিদা খাতুন ট্রাস্ট ফান্ড বৃত্তি প্রদান অনুষ্ঠান আয়োজিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর। বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগ অনুষ্ঠানটি আয়োজন করে।
ফোকলোর বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, বিশ্বব্যাপী ফোকলোর বিভাগ একটি গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় বিভাগ। তাই শিক্ষকদের পক্ষে দায়িত্ব হলো, এই বিভাগের কারিকুলামকে আউটকাম বেজড করতে হবে। যেন এই বিভাগ থেকে পাশ করা ছাত্রছাত্রীরা নিজেদেরকে বিচ্ছিন্ন, বঞ্চিত মনে না করে। ছাত্র ছাত্রীদের বলবো, তোমরা তোমাদের মনের বল শক্ত রাখো। একাডেমিকভাবে শিক্ষার্থীরা যেন চাকরীর বাজারে প্রতিযোগিতা করতে পারে সেজন্য ফোকলোর বিভাগের কারিকুলামকে আধুনিক ও যুগোপযোগী করা হবে। ফোকলোর বিভাগটি থেকে সত্যিকার অর্থে দক্ষ জনবল তৈরি হবে।
ট্রাস্টফান্ড গঠনে সহায়তার জন্য উপাাচার্য বাংলা একাডেমির সাবেক পরিচালক শাহিদা খাতুনকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানান। তিনি আরো বলেন, এই শাহিদা খাতুন ট্রাস্ট ফান্ড বিশ্ববিদ্যালয়ের প্রথম ট্রাস্ট ফান্ড। এই ফান্ড গঠনের জন্য আমাদের নীতিমালা প্রনয়ন করতে হয়েছে। এই নীতিমালার প্রভাব হবে সুদূরপ্রসারী। এরপর ভবিষ্যতে আরও ট্রাস্টফান্ড এই নীতিমালার আলোকে গঠিত হবে। আর্থিক কারণে কোন ছাত্রছাত্রীর পড়াশোনা বন্ধ বা ক্ষতিগ্রস্থ হবে না এই নিশ্চয়তা আমরা প্রশাসনের পক্ষ থেকে দিচ্ছি।
অনুষ্ঠানে ট্রাস্ট ফান্ডের দাতা শাহিদা খাতুন বলেন, ফোকলোর আমার একটি আবেগের জায়গা। ভালো লাগার জায়গা। এখানে ট্রাস্ট ফান্ড গঠনের পেছনে দুটো জিনিস কাজ করেছে। এর একটি হলো বিশ্ববিদ্যালয়টি নজরুলের নাম। আরেকটি হলো এই নজরুল বিশ্ববিদ্যালয়ে যিনি উপাচার্য হয়ে এসেছেন সেই ড. সৌমিত্র শেখর মহদোয়। তিনি আমার খুব পরিচিত। অত্যন্ত ডায়নামিক মানুষ। তিনি আমাদের সুহৃদ। এই বিভাগে ট্রাস্ট ফান্ড করায় আমার আকাঙ্খা পূরণ হয়েছে। আজকে আমি সত্যিই খুব গর্বিত।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ট্রেজারার প্রফেসর ড. আতাউর রহমান। স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর।
এদিন শাহিদা খাতুন শিক্ষাবৃত্তি পান ফোকলোর বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের নুসরাত ফারদিনা চৈতী ও তৃপ্তিময় চাকমা। মেধাবৃত্তি পেয়েছেন ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রতীতি সরকার প্রীতি।
এমএসএম / এমএসএম
![](/storage/2025/February/29XT6w0zjyCPHyZCw7Kh4KEesMQX7M2gpc3t2hAM.jpg)
বাকৃবিতে তিন দিনব্যাপী যুব নেতৃত্বে খাদ্য ব্যবস্থা প্রশিক্ষণের উদ্বোধন
![](/storage/2025/February/twBHPCKlUozrARc2wiJPBRY33mpxVI8lBKf8CQXX.jpg)
আন্ত:বিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্ট; চ্যাম্পিয়ান রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
![](/storage/2025/February/e92HPJA6xVUJVwafjHylfFNbm5OA462UYhhQyinP.jpg)
রাবিতে প্রায় এক যুগ আগের মামলা প্রত্যাহারসহ পাঁচ দাবি ছাত্র ইউনিয়নের
![](/storage/2025/February/Q5lmI3V7fJjyxW7gvUQmcMwfGzzMdIr4uLSYN2lX.jpg)
নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি জিসান সম্পাদক শাহাদৎ
![](/storage/2025/February/VtEQ6IH5sXaD387LSDqSy5wvN1wRsmCrEYFkzel3.jpg)
গল্লামারীর মৎস্য খামারের সামনে 'খুলনা বিশ্ববিদ্যালয়' লেখা ব্যানার টানালো খুবি শিক্ষার্থীরা
![](/storage/2025/February/L5IAIP3vv5MU6JL8FNhpMJMAXkqfV5ejWryxkbHt.jpg)
রাবি প্রশাসনের সপ্তাহব্যাপী ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান
![](/storage/2025/February/Bar9YTz49JkAOjekO1tpO6PVQAB4ICP8aXc1k52q.jpg)
মধ্যরাতে খুলনা বিশ্ববিদ্যালয়ে মুজিব মোরাল ভাঙচুর
![](/storage/2025/February/Q5k1a9DnI5P5ogATGyGV8ofeNzS1LCHQ82kxB7lK.jpg)
হিজাব শুধু অধিকার নয়, এটি সভ্যতার উপাদানও বটে: উপাচার্য কামরুল আহসান
![](/storage/2025/February/BoDbokqMMkQkYaYNSMnsK5QuocWlar38qgF4m2Xt.jpg)
বাকৃবিতে বৃহত্তর খুলনা সমিতির সভাপতি ড. ইলিয়াস, সম্পাদক কাইয়ুম
![](/storage/2025/February/pf7lR9v8DjdgCPXwIUcteCGt4RZobphaZUh5cjQy.jpg)
জাবিতে ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত প্রশাসনের
![](/storage/2025/February/yEu32EGvxLkA0sPq8TD1dWA6EKToivimuvBaEP5H.jpg)
পোষ্য কোটা বাতিলের দাবিতে ফের উত্তপ্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
![](/storage/2025/February/jb1QMRfztHX10wLODngGl0USI6BJ9J2Bdf9UEc8U.jpg)
জাবিতে হিজাব দিবসের র্যালি ও সিম্পোজিয়াম আগামীকাল
![](/storage/2025/February/rP43gEStOdfxJsTOBZ2QXAgZPrLTxUVDNn8nXLR7.jpg)
গবিতে প্রথমবার সরস্বতী পূজা: আশীর্বাদ প্রার্থনা শিক্ষার্থীদের
Link Copied