ঢাকা বৃহষ্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

অনন্য সংগীতশিল্পী গোলাম মোস্তফা


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৯-১-২০২৪ দুপুর ২:৫৯

বর্তমানে জনপ্রিয়তা এবং দর্শক প্রিয়তার মাপকাঠিতে হাতে গোনা যে-ক’জন সংগীতশিল্পী এগিয়ে আছেন গোলাম মোস্তফা তাদের মধ্যে অন্যতম । তিনি বাংলাদেশ টেলিভিশন/ বাংলাদেশ বেতার/ বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে তালিকাভুক্ত কন্ঠ সঙ্গীত শিল্পী হিসাবে খ্যাতি অর্জন করে চলেছেন।

ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি সংগীতের প্রতি তিনি ছিলেন ভীষণ আগ্রহী । এরপর পড়াশোনার সুবাদে ২০০১ সালে ঢাকাতে অবস্থান করা। পড়াশোনার পাশাপাশি কঠোর পরিশ্রমের মাধ্যমে সংগীতকে সাথে করে নিয়ে আজঅব্দি পথ চলা। দেশ ও দেশের বাইরে বিভিন্ন স্টেজে সংগীত পরিবেশন করে তিনি কুড়িয়েছেন অনেক সুখ্যাতি।

২০০৫ সালে তিনি ১৫-ই মার্চে  বাংলাভিশন টিভি চ্যানেলে অনলাইন ভিডিও এডিটর হিসেবে যোগদান করেন। এখান থেকেই মুলত শুরু হলো তার জীবনের চাকরির ক্যারিয়ার। সর্বপ্রথম বাংলাভিশন এর পর একে একে দিগন্ত টেলিভিশন, জিটিভি,  ৭১ টেলিভিশন, এবং সর্বশেষ বর্তমানে দীপ্ত টেলিভিশনে ২০১৫ সাল থেকে অনলাইন ভিডিও এডিটর হিসেবে চাকরি করছেন। চাকরির পাশাপাশি গোলাম মোস্তফা সংগীত শিক্ষক হিসেবে সুখ্যাতি রয়েছে।

তিনি শুধু সঙ্গীতশিল্পী হিসেবে থেমে নাই এর পাশাপাশি সুরকার এবং গীতিকার হিসেবে শতাধিক কালজয়ী গান তার সৃষ্টি। সাংবাদিক হিসেবে তিনি বেশ পরিশ্রমী এবং সত্য বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে তিনি আপসহীন। মোঃ গোলাম মোস্তফা ভ্রমন করতে অসম্ভব ভালোবাসেন তিনি সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্ডিয়া সহ পৃথিবীর অনেক দেশ ভ্রমন করেছেন।

গোলাম মোস্তফা বেড়ে উঠেছেন একটি সাংস্কৃতিক পরিমন্ডলে। পরিবার এবং আত্মীয়স্বজন অনেকেই নাচ, গান ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডের সঙ্গে যুক্ত ছিলেন এবং আছেন। সেই সুবাদে গান শিখেছেন, এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। তবে সংগীতের প্রতি তার আগ্রহ ছিলো বুদ্ধি হবার পর থেকেই।

ছেলেবেলা থেকেই অনেক মিশুক প্রকৃতির ছিলেন। বন্ধুমহলেও তার জনকপ্রিয়তা ব্যাপক । তার পরিবারের সকল সদস্য সবসময় তাকে বলতেন তোমার বাচনভঙ্গি খুব সাবলীল সুন্দর আর সুরেলা। পরিবারের সকল সদস্যই তাকে উৎসাহ যোগাতেন তখন থেকেই হয়ত  মনের মধ্যে সুপ্ত একটা ইচ্ছে তৈরি হয়েছিল সেটিই তাকে এখানে নিয়ে এসেছে। 

একজন সঙ্গীত শিল্পী, সাংস্কৃতিক কর্মী বা গদ্মমাধ্যম কর্মী হিসাবে তাকে ভোর থেকে শুরু করে রাতের যেকোনো সময়ে কাজ করতে হয় তানাহলে ভালো জীবন গঠন করা সম্ভব না। অবসরে গান শুনতে তিনি ভীষণ ভালোবাসেন। প্রিয় শিল্পীর তালিকায় মান্না দে, হেমন্ত মুখার্জী, মানবেন্দ্র মুখার্জী, সাগর সেন, সতীনাথ, গোলাম আলী, মেহেদী হাসান আরো অনেকে। মানুষের আপদ বিপদে তিনি ভীষণ সহযোগী যেখানে  যেভাবে সম্ভব সেভাবেই সহযোগীতা করা তার নেশা ।

তাই অবসর পেলেই মানুষের উপকারে ঝাপিয়ে পরেন। যদিও অবসর খুব কমই মেলে তার। গোলাম মোস্তফা সমাজসেবামুলক অনেকগুলো সংগঠনের সাথে জড়িত। তিনি বাংলাদেশের মানবাধিকার শিশু ও নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সঙ্গে অত্মপ্রতভাবে জড়িত। যেকোনো কোলাহলমুক্ত পরিবেশ, বিশেষ করে পাহাড় ও প্রকৃতির কাছাকাছি পরিবেশ উপভোগ করেন। বাংলাদেশের সিলেট জেলা তার খুব প্রিয় ।সেই সুবাদে সিলেটে ও লন্ডনে তার প্রচুর বন্ধুবান্ধব ও শুভাকাংখি ।

প্রিয় খাবার- সময়ের ওপর নির্ভর করে। আলাদা করে বলতে গেলে পোলাও, একজালের গরুর মাংস ও হাওরের বোয়ালমাছ তার ভিষণ প্রিয় খাবার।

Sunny / Sunny

কালো-সোনালি সাজে রাজকীয় আবেদনে জয়া

শাকিব খানের নায়িকার সঙ্গে কী করছেন যিশু

২৫০ কোটির সেই বাংলোর ভিডিও ছড়াতেই রেগে আগুন আলিয়া

নিখিলের সঙ্গে বিয়ে হয়েছিল, তবে সেটা আইনিভাবে নয় : নুসরাত

মিস স্টার ইউনিভার্সের মুকুট জয় করলেন অনন্যা আফরিন

আমি বিবাহিত, ফেসবুকে প্রমাণ করার কিছু নেই : অপু বিশ্বাস

শুভশ্রীর সঙ্গে পর্দায় নিজেকে দেখে দেবের চোখে পানি, ভিডিও ভাইরাল

ট্রায়াল রুমে গোপনে মেয়েদের ভিডিও ধারণ করা হতো : ইরফান সাজ্জাদ

বঙ্গ নিয়ে এলো নতুন গেম শো ‘গেম টাইম’

মাঝরাতে সুখবর দিলেন মিথিলা

এটাই শেষ দেখা, ফের রহস্যময় পোস্টে প্রিয়াঙ্কা

১২ কেজি ওজন কমানোর কারণ জানালেন আশিকা

যে কারণে থালাপতি বিজয় হতে পারলেন না মাশরাফি-সাকিব ও ফেরদৌসরা