ভারতে করোনার ডেল্টা প্লাসে মৃত্যু
করোনার দ্বিতীয় ঢেউয়ের সময়ই ডেল্টার প্রকোপ দেখেছিল ভারত। কিন্তু এবার ডেল্টা প্লাসের সংক্রমণ শুরু হলো। এবারও ডেল্টা প্লাসের প্রকোপ শুরু হয়েছে মহারাষ্ট্র থেকে। মুম্বাইয়ে এখনই ৭ জন ডেল্টা প্লাসে আক্রান্ত। তার মধ্যে ৬৩ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। দুই ডোজ ভ্যাকসিন নেয়ার পরও তিনি মারা গেছেন। ফলে ভ্যাকসিন ডেল্টা প্লাসকে কতটা আটকাতে পারে, সে প্রশ্ন উঠছে।
এর আগে ১৩ জুন ডেল্টা প্লাসে প্রথম একজন মারা গেছিলেন এই মহারাষ্ট্রেই। তারপর ডেল্টা প্লাসে মারা গেলেন এই নারী। এখন মুম্বাইসহ মহারাষ্ট্রে ডেল্টা প্লাস ছড়ানোয় বিপদ দেখছেন প্রশাসনের কর্তা ও কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। আতঙ্কও ছড়াচ্ছে। মুম্বাইয়ে ৭ জন এবং মহারাষ্ট্রের অন্যত্র ৬ জন ডেল্টা প্লাসে আক্রান্ত হয়েছেন। মহারাষ্ট্রে এই ১৩ জনসহ সারাদেশে মোট ৮৫ জন ডেল্টা প্লাসে আক্রান্ত। তবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখনো পর্যন্ত ডেল্টা প্লাস দ্রুত ছড়াচ্ছে এমন নয়।
মুম্বাই পুরসংস্থা ইতিমধ্যেই সক্রিয় হয়েছে। যিনি মারা গেছেন, তার সংস্পর্শে যারা এসেছিলেন, তাদের খুঁজে বের করা হয়েছে। মৃতার ঘনিষ্ঠ সংস্পর্শে থাকা দুজনেরও করোনা হয়েছে। তবে তিনি বাইরে কোথাও যাননি। তাকে রেমডিসিভার ছাড়াও স্টেরয়েড দেয়া হয়েছিল। অক্সিজেনও দেয়া হচ্ছিল। কিন্তু তাকে বাচানো যায়নি। মহারাষ্ট্রে যে ১৩ জন ডেল্টা প্লাসে আক্রান্ত, তাদের মধ্যে ৬ জন অপ্রাপ্তবয়স্ক।
দুই ডোজ ভ্যাকসিন নেয়ার পর মুম্বাইয়ে ডেল্টা প্লাসে আক্রান্ত নারীর মৃত্যুর পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তা হলে কি ভ্যাকসিন ডেল্টা প্লাসকে আটকাতে পারছে না? চিকিৎসকদের মতে, ওই নারীর কোনো কোমর্বিডিটি বা গুরুতর অন্য অসুখ ছিল কি-না সেটাও দেখা দরকার। তাছাড়া ডেল্টা প্লাসকে আটকানোর জন্য করোনার বুস্টার ডোজের কথা চলছে।
দিনকয়েক আগেই সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছিল, জার্মানি, ইসরায়েল ও ফ্রান্স বুস্টার ডোজ দেয়ার পরিকল্পনা রূপায়ণ করার দিকে এগোচ্ছে। জাতিসংঘ বলেছিল, বিশ্বের সব দেশের অধিকাংশ মানুষ টিকা পাওয়ার পরই বুস্টার ডোজ দেয়া উচিত। কিন্তু ফ্রান্সের প্রেসিডেন্ট মাক্রোঁ বলেছেন, সেপ্টেম্বরেই সেখানে বুস্টার ডোজ দেয়া শুরু হবে।
জামান / জামান
ইউক্রেনের বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৭
পর্তুগালে নাগরিকত্ব আইনের কিছু ধারা আটকে দিল আদালত
যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনা, ক্রীড়া তারকাসহ নিহত ৭
সৌদিআরবে বাংলাদেশ কনস্যুলেটে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৫ পালন
ট্রাম্পের মন্তব্যের পর পদত্যাগের ঘোষণা দিলেন এফবিআই উপপ্রধান
মেড ইন সৌদি ২০২৫ এক্সপোতে সৌদি–বাংলাদেশ বাণিজ্যে নতুন অধ্যায়
২০২৫ সালে ৫,০০০০০ সেনা হারিয়েছে ইউক্রেন : রাশিয়া
ফিলিস্তিনি ও ৭ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা
ক্যানসার আক্রান্ত শিশুদের সঙ্গে প্রতারণা, ৪০ লাখ ডলার আত্মসাতের নেপথ্যে এক ইসরায়েলি
সীমান্ত উত্তেজনার মধ্যেই সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা থাইল্যান্ডের
সৌদি আরবে গান গাইতে এসে হিজাব পরলেন মার্কিন র্যাপার
রাশিয়ার সাবমেরিনে ইউক্রেনের হামলা