ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলামের সাফল্যের ৩ বছর


এম. শাহজাহান photo এম. শাহজাহান
প্রকাশিত: ৮-২-২০২৪ দুপুর ১২:৫০

রাষ্ট্রায়ত্ত পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন বিআরটিসিতে ২০২১ সালের ৭ ফেব্রুয়ারি চেয়ারম্যান হিসেবে যোগদান করেছিলেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মো. তাজুল ইসলাম। চলতি বছরের এই তারিখে সফলভাবে দায়িত্ব পালনের ৩ বছর পার করলেন তিনি। তার যোগদানের তিন বছরের মধ্যে বিআরটিসি এখন উদাহরণে পরিণত হয়েছে।

 বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন বিআরটিসিকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করে তা ধরে রাখতে নিরলস কাজ করে যাচ্ছেন রাষ্ট্রায়ত্ত সংস্থাটির বর্তমান চেয়ারম্যান। তিনি চেয়ারম্যান পদে যোগদানের পর থেকে অক্লান্ত পরিশ্রম, সততা, সাহসী ভূমিকা ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে বিআরটিসিতে নানান উদ্যোগ নিয়েছেন। এর ফলে অল্প সময়ের মধ্যে বিআরটিসি এখন লাভজনক প্রতিষ্ঠান।

বিআরটিসিতে চেয়ারম্যান হিসেবে যোগদানে পর অনেকগুলো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেন সরকারের এই অতিরিক্ত সচিব। এর মধ্যে রয়েছে—স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ, চালক কারিগরদের প্রশিক্ষণ, শ্রান্তি বিনোদন ছুটি, সঞ্জীবনী প্রশিক্ষণ ইত্যাদি।চালকদের ড্রাইভিং প্রশিক্ষণের পাশাপাশি মেইনটেনেন্সেরও প্রশিক্ষণ দেয়া হয়। চালকদের নিরাপদ গাড়ি চালানোর জন্য মোটিভেশনাল ট্রেনিং করনো হচ্ছে। বিআরটিসির যে চারটা স্তম্ভ আছে, তার মধ্যে ট্রেনিংকেই নম্বর স্তম্ভ হিসেবে দেখা হচ্ছে। দক্ষ লোক তৈরি করতে হলে ট্রেনিংয়ের কোনো বিকল্প নেই। সুতরাং চালক প্রশিক্ষণে আমরা গুরুত্বপূর্ণভাবে কাজ করছে। বিআরটিসির যদি বাস সার্ভিস এবং ট্রাক নাও থাকে তবে বিআরটিসি ট্রেনিং করেও তার প্রতিষ্ঠান চালাতে পারবে।

ট্রাকে ভিটিএস সিস্টেম চালু করা হয়েছে, এতে গাড়িগুলো কোথায় আছে সেটা জানা যায়। এই ধরনের অনেক কার্যক্রম চলছে। বিআরটিসি ৯০ ভাগ কাজ ডিজিটালাইজড হয়েছে। অন্যান্য প্রতিষ্ঠানের চেয়ে ডিজিটালাইজ কাজ এখানে অনেক বেশি হচ্ছে। বাসের ই-কিটিং করা হয়েছে। কোনো ফাইল এখন পড়ে থাকে না। প্রতিদিনের ফাইলের কাজ প্রতিদিনেই শেষ। যাত্রীসেবার মান বেড়েছে। বাসের ফ্যানগুলো সচল করা হয়েছে। মতিঝিল বাস কাউন্টারে একটি অত্যাধুনিক কাউন্টার করা হয়েছে। আগে বাসের এসিগুলো নষ্ট হয়ে থাকত, এখন সেগুলো নষ্ট হয়ে থাকে না। চেয়ারম্যানের নেতৃত্বে বিআরটিসি যাত্রী সেবার মান বাড়াতে কাজ করে যাচ্ছে। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্ব দরবারে এক অনন্য উচ্চতায় পৌছেছে। তাবই ধারাবাহিকতায় পরিবহন জগতে রোল মডেল হতে যাচ্ছে বিআরটিসি।দেশের সামগ্রিক উন্নয়নের ধাৰাবাহিকতায় দূরদশী নেতৃত্ব ও নিরলস প্রচেষ্টার মাধ্যমে অতীতের সকল জরাজীর্ণতাকে রোধ করে বিআরটিসি স্বর্ণযুগে প্রবেশ করেছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালযের মন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মানিত সচিবের সার্বিক তত্ত্বাবধানে ‘আয় বৃদ্ধি, ব্যয় সংকোচন ও সেবার মান উন্নয়ন’ এই ব্রত নিয়ে সকলের প্রচেষ্টায় বিআরটিসিকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া হচ্ছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) একটি রাষ্ট্রায়ত্ত সেবামূলক পরিবহন সংস্থা। সারাদেশে ২২টি বাস উপো, ২টি ট্রাক ডিপো, ২টি যানবাহন মেরামত কারখানা, ৪টি প্রশিক্ষণ ইনস্টিটিউট ও ২০টি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে সেবা প্রদান করে আসছে। প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ৪০টি ক্যাটাগরিতে ৯০৬ জনকে নিযোগ প্রদান করা হয়েছে। বিভিন্ন পদে ৬২৯জনকে পদোন্নতি এবং ১০১৭ জনকে চাকুরী স্থায়ীকরণ করা হয়েছে। কর্মকর্তা-কর্মচারীদের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে কল্যাণ তহবিল থেকে নিয়মিত অনুদান প্রদান করা হচ্ছে। শিক্ষাবৃত্তি চালুর মাধ্যমে কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের শিক্ষাবৃত্তিও প্রদান করা হচ্ছে।

বিআরটিসি'র কর্মকর্তা-কর্মচারীদের বেতন বকেয়া, সিপিএফ, গ্র্যাচুইটি, ছুটি নগদায়নের দায়-দেনার পরিমাণ ২০২১ সালের পূর্বে ছিলো ১০১ কোটি ২০ লক্ষ টাকা। ২০২১ সালের পর নিজস্ব আয় হতে প্রায ৬৬ কোটি টাকা দায়-দেনা পরিশোধ করা হয়েছে। বর্তমানে বিআরটিসির সকল কর্মকর্তা কর্মচারীদের বেতন-ভাতা কর্পোরেশনের নিজস্ব আয় হতে প্রতি মাসের এক তারিখে এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি তিন মাস অন্তর অন্তর গ্র্যাচুইটি, সিপিএফ ও ছুটি নগদায়নের টাকা পরিশোধ করা হচ্ছে। বিআরটিসি'তে প্রথমবারের মত ২০২২-২০২৩ অর্থবছরে ২৬৮৭ জনকে ৪.১৪ কোটি টাকা শ্রান্তি বিনোদন ভাতা প্রদান করা হয়েছে।

তাজুল ইসলামের যোগদানের সময় বিআরটিসি'র বহবে সচল বাস সংখ্যা ছিল ৯০০টি এবং ট্রাক হিলো প্রায় ৫০০টি। বিআরটিসি অচল গাড়ি গুলো মেরামত করে বাস সংখ্যা ১২১০-এ উন্নীত করা হয়েছে। বর্তমান ১২০১টি গাড়িতে ভিটিএস সংযুক্ত করা হয়েছে। ৫০ টি গাড়িতে ভিডিও ক্যামেরা সংযোজন করা হয়েছে। যাত্রী ও পণ্য পরিবহন সেবার পাশাপাশি নগর পরিবহন, পর্যটক বাস সার্ভিস, মহিলা বাস সার্ভিস, স্কুল বাস সার্ভিস, বাণিজ্য মেলা, মেট্রোরেল শাটল বাস সার্ভিস, এলিভেটেড এক্সপ্রেসওয়ে শাটল বাস সার্ভিস ইত্যাদি নানামুখী সেবা প্রদানের মাধ্যমে বিআরটিসি প্রশংসনীয় ভূমিকা পালন করছে। বর্তমানে বিআরটিসি ২০৮টি স্থানীয় রুটে এবং ৫টি আর্ন্তজাতিক রুটে বাস সার্ভিস পরিচালিত হচ্ছে। যেকোনো সময়ের তুলনায় বিআরটিসি'র কারিগরি সক্ষমতা অনেক বেশি। যার ফলে মাত্র দুই (০২) দিনের মধ্যে ছাদখোলা বাস তৈরি করে সাফ চ্যাম্পিয়নশিপে নারী ফুটবল দলকে সংবর্ধণা দেওয়া হয়, যা সর্বমহলে প্রশংসিত হয়েছে।

বিআরটিসি সক্ষমতা বৃদ্ধির একটি প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে প্রশিক্ষণ কার্যক্রম। কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির জন্য ইনহাউজ প্রশিক্ষণ, দক্ষ চালক ও কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম চলমান রযেছে। বিআরটিসি অভ্যন্তরীণ প্রশিক্ষণের পাশাপাশি বিভিন্ন প্রকল্প এর মাধ্যমে দক্ষজনবল তৈরীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ২০২২-২৩ সময়কালে ২৬,০৪৭ জনকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করা হয়েছে।

প্রত্যেক ডিপো/ইউনিটে অনলাইন সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে সকল কার্যক্রম মনিটরিং এর আওতায় আনা হয়েছে। আধুনিক ডিজিটাল প্রযুক্তি, ওয়াই-ফাই সুবিধা, ই-টিকেটিং, ক্লিট ম্যানেজমেন্ট সফটওয়্যারে ব্যবহাবের মধ্য দিয়ে উন্নত পরিবহন সেবা দেয়া হচ্ছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণেও গুরুত্বপূর্ণ অংশীদার হতে যাচ্ছে বিআরটিসি।

প্রধানমন্ত্রী কর্তৃক ৩৪০টি অত্যাধুনিক এসি বাস ক্রয় প্রকল্পটি 'একনেক' সভায় অনুমোদিত হয়েছে। যা বিআরটিসি'র সক্ষমতা অনেক গুণ বৃদ্ধি করবে। এ ধারায় চলতে থাকলে বিআবটিসি উত্তরোত্তর এগিয়ে যাবে।  এ বিষয়ে চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, আমরা বিআরটিসির যাত্রী সেবার মান বাড়াতে কাজ করে যাচ্ছি, বিআরটিসি এখন লাভজনক প্রতিষ্ঠান এবং তা ধরে রাখতে বিআরটিসির সকল স্তরের কর্মকর্তা-কর্মচারিরা নিরলস কাজ করে যাচ্ছে।

এমএসএম / এমএসএম

৬ জেলায় নতুন ডিসি নিয়োগ

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব

লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা: এলএমজি ৫ লাখ, শটগানে ৫০ হাজার

পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর

সেপ্টেম্বরে ডেঙ্গুর সর্বোচ্চ প্রকোপ হতে পারে

অমীমাংসিত বিষয় সমাধানে বাংলাদেশ-পাকিস্তান একমত

৫ স্মারক ও এক চু‌ক্তি সই করল বাংলাদেশ-পা‌কিস্তান

পেশাদারিত্বের সঙ্গে নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করেছি : সিইসি

একাত্তরের অমীমাংসিত ইস্যুর দুইবার সমাধান হয়েছে

তৌহিদ-ইসহাক দ্বিপক্ষীয় বৈঠক শুরু

১৩ বছর পর ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু

জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা