ঢাকা মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

ববির সাবেক শিক্ষার্থী শফিক মুন্সির নারী উত্ত্যক্তের আরও দুই মুচলেকা প্রকাশিত


জাকির হোসেন, ববি photo জাকির হোসেন, ববি
প্রকাশিত: ৮-২-২০২৪ দুপুর ২:৯

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সাবেক শিক্ষার্থী শফিকুর রহমান মুন্সির নারী উত্যক্তের আরও দুটি মুচলেকা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে৷ বুধবার (৭ ফেব্রুয়ারী) রাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন গ্রুপ ও বিভিন্ন পেজে প্রকাশিত হয়৷

 এতে দেখা যায়, গত ২০২২ সালের ২৫শে ডিসেম্বর প্রথম মুচলেকা দেন এবং এর একবছর পর গতবছরের ২৩ ডিসেম্বর দ্বিতীয় মুচলেকা দেন শফিক মুন্সি।

যেখানে তিনি অঙ্গিকার করে বলেন, আমি ভবিষ্যতে তার (অভিযোগকারী ছাত্রী) ‍সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ধরনের পোস্ট বা লেখা শেয়ার করিব না। এমনকি তার (অভিযোগকারী ছাত্রী) ও তার পরিবারের মান ক্ষুন্ন হয় এমন কোনো কাজ করিব না। যদি এর ব্যাত্যয় ঘটাই তাহলে আইনের আমলে আসিতে বাধ্য থাকিব। যেখানে তিনি একই ধরনের বক্তব্য লিখেন। 

বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের এক নারী শিক্ষার্থীকে উত্যক্ততের জন্য মুচলেকা দুটি প্রদান করেন অভিযুক্ত শফিক মুন্সি। বরিশাল কোতোয়ালি মডেল থানায় মুচলেকা দুটি প্রদান করেন৷

সম্প্রতি, গত ২৩ জানুয়ারী বরিশাল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৮-১৯ সেশনের আরেক নারী শিক্ষার্থী শফিক মুন্সির বিরুদ্ধে প্রক্টর বরাবর মিথ্যা সংবাদ প্রচার ও ভয়ভীতি দেখিয়ে ঐ নারী শিক্ষার্থীর সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টার অভিযোগ দেন৷

অভিযোগে বলা হয়, আমাদের  বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার কারণে ইতিমধ্যে ২ বার তার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করে এক  আপু। ২ বারই তিনি মুচলেকা প্রদান করেন। আর কিছুদিন যাবত তিনি আমাকেও মিথ্যা সংবাদ প্রচার ও বিশ্ববিদ্যালয় প্রশাসন এর ভয় দেখিয়ে তার সাথে সম্পর্ক স্থাপন এর জন্য চাপ দিচ্ছেন। আমি আমার নিজ নিরাপত্তা নিয়ে শঙ্কিত ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। 

তবে ইতোমধ্যে তার বিরুদ্ধে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন৷ বিভাগ ও প্রক্টরিয়াল বডির দুটি ভিন্ন ভিন্ন তদন্ত কমিটি গঠন করা হয়েছে ৷ প্রক্টরিয়াল বডির তদন্ত কমিটিতে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মাহফুজ আলমকে আহ্বায়ক করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়৷ কমিটির অন্যান্য সদস্যরা হলেন, তদন্ত কমিটির সদস্য সচিব ও সহকারী প্রক্টর ফরহাদ উদ্দিন, অর্থনীতি বিভাগের ছাত্র উপদেষ্টা মারজিয়া নমি।

তদন্ত কমিটির আহ্বায়কও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মাহফুজ আলম বলেন, তদন্ত কমিটির কাজ দ্রুত গতিতে চলছে৷ আশা করি সময়ের আগেই প্রতিবেদন জমা দিতে পারবো৷

এমএসএম / এমএসএম

বিশ্ববিদ্যালয় থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর লক্ষাধিক টাকার টাইলস আত্মসাত

পিডি নিয়োগে প্রথম হয়েও বাদ শেকৃবি অধ্যাপক , নিয়ম ভেঙে প্রকল্প পেলেন সাবেক ছাত্রলীগ নেতা

পবিপ্রবির নতুন উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য স্থায়ী নামাজ রুম

ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

গণ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মৃদুল, জিএস রায়হান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

গঠনতন্ত্রে নিয়মিত শিক্ষার্থীদের সংযোজন করে ইকসু'র দাবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ও ছাত্র-উপদেষ্টার পুনঃনিয়োগ

পাস্ট ডিবেটিং সোসাইটির নতুন সভাপতি রউফ, সম্পাদক তন্নি

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পবিপ্রবির ৩ শিক্ষার্থী

রাবিতে শাটডাউন প্রত্যাহার, ক্লাস-পরীক্ষা বর্জন জাতীয়তাবাদী শিক্ষকদের