ঢাকা শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

বাংলাদেশে ‘শক লাগবেই’ ক্যাম্পেইন নিয়ে এলো পেপসিকোর স্টিং


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ২৯-২-২০২৪ বিকাল ৬:১৬

সারা দেশে ভোক্তাদেরকে ইলেক্ট্রিফাই করতে পেপসিকো বাংলাদেশে তাদের কোমল পানীয়ের লাইনআপে যুক্ত করলো নতুন কার্বোনেটেড সফট ড্রিংকস ‘স্টিং’।’ ভোক্তাদের আগ্রহী করার জন্য ব্র্যান্ডটি নতুন প্রচারণা হলো ‘শক লাগবেই’। এছাড়া, শক লাগবেই প্রতিশ্রুতিকে তুলে ধরতে ব্র্যান্ডটি নিয়ে এসেছে একটি বিচিত্রধর্মী আর মজাদার টিভি বিজ্ঞাপন।

ব্যতিক্রমী এই বিজ্ঞাপনটি ভোক্তাদের স্টিং এর অতুলনীয় স্বাদে তাদের মুহূর্তগুলোকে আরও রোমাঞ্চকর করে তুলতে উৎসাহী করবে। বিজ্ঞাপনের শুরুতেই একজন তরুণীকে মহাসড়কে নষ্ট গাড়ি নিয়ে আটকে থাকতে দেখা যাবে। একজন তরুণ তার সাহায্যে এগিয়ে আসে এবং আরেকবার স্টার্ট দেয়ার পরামর্শ দেয়। তবুও গাড়িটি স্টার্ট না নিলে তরুণটি তরুণীটিকে চমকে দিয়ে নিজের গাড়ি থেকে ঠান্ডা স্টিং এর একটি ক্রেট নিয়ে আসে।

বিজ্ঞাপনটিতে দেখানো হয়েছে কীভাবে স্টিং এর এক চুমুকই তরুণটিকে ইলেক্ট্রিফাই করে তুলে আর সে স্বতঃস্ফূর্তভাবে নাচ শুরু করে। এই নতুন উদ্দ্যমে তরুণটি গাড়িটিকে স্টার্ট নেয়াতে সক্ষম হয় যা দেখে মেয়েটি মুগ্ধ ও প্রাণবন্ত হয়ে উঠে। ‘শক লাগবেই’ স্লোগানটিকে আরও জোরালো ভাবে প্রচার এর মাধ্যমে বিজ্ঞাপনটি শেষ হয়।

পেপসিকো বাংলাদেশের রিজিওনাল অ্যাসোসিয়েট ডিরেক্টর অনুজ গোয়েল স্টিং-এর লঞ্চ এর ব্যাপারে বলেন, “আমরা বাংলাদেশে আমাদের পাওয়ারহাউজ ব্র্যান্ড, স্টিং, লঞ্চ করতে পেরে আনন্দিত। স্টিং এর অনন্য স্বাদ আর এই অসাধারণ ক্যাম্পেইনটি আমাদের উদ্যমী ভোক্তাদের আকর্ষণ করবে। টিভিসিতে ইলেক্ট্রিফাইং মুহূর্তগুলো আরও আকর্ষণীয় ও মজাদারভাবে উপস্থাপন করা হয়েছে, যা আমাদের তরুণ ভোক্তাদের আগ্রহী করে তুলবে বলে আমি আশাবাদী

ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের হেড অফ মার্কেটিং মোঃ শরফুদ্দিন ভুঁইয়া শ্যামল বলেন, “এদেশের তরুণদের কথা মাথায় রেখেই বাংলাদেশে স্টিং লঞ্চ করা হয়েছে। আমার বিশ্বাস স্টিং-এর অতুলনীয় স্বাদ, ইউনিক প্যাকেজিং আর অনন্য রং তরুণদের আকর্ষণ করবে। আমি আশা করছি খুব দ্রুতই স্টিং এদেশের তরুণদের পছন্দের ১ নম্বর কোমল পানীয় হয়ে উঠবে।”

নতুন স্টিং এর বিজ্ঞাপনটি ৩৬০ ডিগ্রী ক্যাম্পেইনের মাধ্যমে টিভি, ডিজিটাল বিলবোর্ড এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে প্রচার করা হবে। এছাড়া সারা বছর দেশজুড়ে বিভিন্ন মাধ্যমে স্টিং-এর এই প্রচারণা চালনা হবে। রিটেইল আউটলেটসহ দেশের সকল টপ ই-কমার্স প্ল্যাটফর্মগুলোতে স্টিং এর ২০০ মি.লি. বোতলটি পাওয়া যাবে মাত্র ৩০ টাকায়।

Sunny / Sunny

এন মোহাম্মাদ সম্ভাবনার নতুন বিশ্বাসে – ডিলার কনফারেন্স ২০২৫ অনুষ্ঠিত

এনআরবিসি ব্যাংকের আমানত হিসাব ২০ লাখের মাইলফলক ছাড়িয়েছে

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

কুমিল্লায় অনুষ্ঠিত হলো ৫ম প্রাইম ব্যাংক কাপ গলফ টুর্নামেন্ট-২০২৬

মন ভালো রাখার আয়োজন নিয়ে ব্যস্ত পোলার আইসক্রিম

কেএফসি'র মেন্যুতে নতুন সংযোজন: বক্স মাস্টার

বিএইচবিএফসি’র ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

অনৈতিকতার বিরুদ্ধে জিরো টলারেন্স: মানিকগঞ্জের ঘটনায় কঠোর অবস্থানে আনসার ও ভিডিপি

২০২৫ সালে গুরুত্বপূর্ণ আর্থিক মাইলফলক অর্জন করলো কমিউনিটি ব্যাংক

গ্রামীণ হেলথটেক লিমিটেড এবং বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

বাংলাদেশে প্রথমবার: ইন্ডাস্ট্রি-লিডিং ‘ড্যান্সিং অরোরা’ ডিজাইনে আসছে অপো রেনো১৫ সিরিজ ফাইভজি

জমকালো আয়োজনে সেরা কর্পোরেট অ্যাওয়ার্ডস অর্জনের সাফল্য উদযাপন করলো ওয়ালটন

উদ্যোক্তা উন্নয়নে এসআইসিআইপি’র আওতায় কমিউনিটি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংক এর মধ্যে অংশীদারিত্ব চুক্তি