ঢাকা শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

উপায় এর মাধ্যমে মাসিক কিস্তি প্রদান করতে পারবে ইফাদ অটোসের গ্রাহকরা


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ২৯-২-২০২৪ বিকাল ৬:৪৯

দেশের দ্রুত বর্ধণশীল মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান উপায় এর মাধ্যমে গ্রাহকের মাসিক কিস্তি সংগ্রহ ও কর্মীদের বেতন-ভাতা পরিশোধের জন্য ইফাদ অটোস ও উপায় এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। 

ইফাদ অটোস লিমিটেডের নির্বাহী পরিচালক উথিয়া বকশী আবির ও উপায় এর চিফ বিজনেস অফিসার মো. মাহবুব সোবহান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির ফলে ইফাদ অটোস লিমিটেডের গ্রাহকরা তাদের মাসিক কিস্তি উপায় এর মাধ্যমে পরিশোধ করতে পারবেন। একইসাথে ইফাদ অটোস এর কর্মীদের বেতন-ভাতা উপায় এর মাধ্যমে প্রদান করতে পারবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপায় এর চিফ বিজনেস অফিসার মো. মাহবুব সোবহান বলেন, “ইফাদ অটোস এর বিভিন্ন কারখানার কর্মীদের বেতন-ভাতা প্রদান করতে এবং গ্রাহকদের মাসিক কিস্তি সংগ্রহের জন্য উপায়কে নির্বাচন করায় আমরা আনন্দিত। আশা করি ইফাদের কর্মী ও গ্রাহকরা নির্বিঘ্নে উপায় এর বিভিন্ন সেবা উপভোগ করতে পারবেন।”
ইফাদ অটোস লিমিটেডের নির্বাহী পরিচালক উথিয়া বকশী আবির বলেন, “আমাদের কর্মী ও গ্রাহকদের সুবিধার কথা চিন্তা করে এবং উপায় এর ইউনিক কিছু নতুন ফিচার থাকায় আমরা উপায়কে নির্বাচন করেছি। ভবিষ্যতে ইফাদ ও উপায়ের মধ্যে আরও নতুন নতুন সেবা কার্যক্রম বৃদ্ধি পাবে বলে আমি আশা করি।”

উপায় এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইফাদ অটোসের পক্ষ থেকে এর এজিএম-ফাইন্যান্স নাফিজুল ইসলাম চৌধুরী ও এজিএম-ইম্পোর্ট এন্ড কমার্শিয়াল মোহাম্মদ আব্দুল আজিজ এবং উপায় এর পক্ষ থেকে এর উপপরিচালক শামস আজাদ; সহকারী ব্যবস্থাপক মো. মামুনুর রশিদ; সহকারী পরিচালক মামুন রেজা; অ্যাকাউন্ট ম্যানেজার মাইনুল ইসলাম চৌধূরী সহ উভয় প্রতিষ্ঠানের সিনিয়র কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

২০২১ সালের ১৭ মার্চ আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবসিডিয়ারি ‘উপায়’। বর্তমানে উপায় ইউএসএসডি ও মোবাইল অ্যাপ উভয়ের মাধ্যমে বিস্তৃত পরিসরে বিভিন্ন এমএফএস সেবা প্রদান করছে। উপায় এর মাধ্যমে গ্রাহকরা সব ধরনের আর্থিক লেনদেন যেমন: ক্যাশ-ইন, ক্যাশ-আউট, ইউটিলিটি বিল পেমেন্ট, মার্চেন্ট ও ই-কমার্স পেমেন্ট, রেমিট্যান্স, বেতন ও সরকারি ভাতা গ্রহণ, শিক্ষা প্রতিষ্ঠানের ফি, মোবাইল রিচার্জ ছাড়াও উপায় প্রি-পেইড কার্ড, সেতুর টোল প্রদান, ট্রাফিক ফাইন পেমেন্ট এবং ভারতীয় ভিসা ফি পেমেন্টের মতো সেবা গ্রহণ করতে পারবেন।

 

 

 

 

Sunny / Sunny

এন মোহাম্মাদ সম্ভাবনার নতুন বিশ্বাসে – ডিলার কনফারেন্স ২০২৫ অনুষ্ঠিত

এনআরবিসি ব্যাংকের আমানত হিসাব ২০ লাখের মাইলফলক ছাড়িয়েছে

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

কুমিল্লায় অনুষ্ঠিত হলো ৫ম প্রাইম ব্যাংক কাপ গলফ টুর্নামেন্ট-২০২৬

মন ভালো রাখার আয়োজন নিয়ে ব্যস্ত পোলার আইসক্রিম

কেএফসি'র মেন্যুতে নতুন সংযোজন: বক্স মাস্টার

বিএইচবিএফসি’র ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

অনৈতিকতার বিরুদ্ধে জিরো টলারেন্স: মানিকগঞ্জের ঘটনায় কঠোর অবস্থানে আনসার ও ভিডিপি

২০২৫ সালে গুরুত্বপূর্ণ আর্থিক মাইলফলক অর্জন করলো কমিউনিটি ব্যাংক

গ্রামীণ হেলথটেক লিমিটেড এবং বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

বাংলাদেশে প্রথমবার: ইন্ডাস্ট্রি-লিডিং ‘ড্যান্সিং অরোরা’ ডিজাইনে আসছে অপো রেনো১৫ সিরিজ ফাইভজি

জমকালো আয়োজনে সেরা কর্পোরেট অ্যাওয়ার্ডস অর্জনের সাফল্য উদযাপন করলো ওয়ালটন

উদ্যোক্তা উন্নয়নে এসআইসিআইপি’র আওতায় কমিউনিটি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংক এর মধ্যে অংশীদারিত্ব চুক্তি