ঢাকায় লন্ডন স্কুল অব ইকোনমিকসের ডিগ্রিতে ইউসিবি’র আর্লি এনরোলমেন্ট গ্র্যান্ট
দেশের শিক্ষার্থীদের ঢাকায় বসেই লন্ডন স্কুল অব ইকোনমিকসের ব্যাচেলর ডিগ্রি অর্জনে উৎসাহিত করতে সম্প্রতি ‘আর্লি এনরোলমেন্ট গ্র্যান্ট’-এর ঘোষণা করেছে আন্তর্জাতিক শিক্ষাদানকারী প্রতিষ্ঠান ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবি)। এই গ্র্যান্ট বা অনুদান প্রাপ্ত শিক্ষার্থীরা ৩ বছরের প্রোগ্রামে ৩,৩৯৫ পাউন্ড, অর্থাৎ প্রায় ৪ লাখ ৭৫ হাজার টাকা সাশ্রয়ের সুবর্ণ সুযোগ পাবেন।
এই প্রোগ্রামে আবেদনের জন্য আগ্রহী শিক্ষার্থীদের ও/এএস/এ লেভেলস/এইচএসসি-পর্যায়ের শিক্ষা সম্পন্ন করতে হবে। ইউসিবি’র ইউওএল–এলএসই (ইউনিভার্সিটি অব লন্ডন – লন্ডন স্কুল অব ইকোনমিকস) ‘এর ইএমএফএসএস (ইকোনমিকস, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস) বিষয়ে আর্লি বার্ড অফারটি পেতে শিক্ষার্থীদের আগামী ৩০ এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে। আবেদন করা যাবে এই ঠিকানায়– https://ucbbd.org/admission/university-of-london-uol-london-school-of-economics-lse-programs/। প্রোগ্রামটি শুরু হতে যাচ্ছে চলতি বছরের অক্টোবরে।
সফলভাবে প্রোগ্রামটি সম্পন্নকারী স্নাতক শিক্ষার্থীদের জন্য থাকবে লন্ডন স্কুল অব ইকোনমিকসের মর্যাদাপূর্ণ সনদ এবং লন্ডনে সমাবর্তনে যোগ দেওয়ার অনন্য সুযোগ। পাশাপাশি, অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স ও শুধু ফাইন্যান্স বিষয়ে বিএসসি সম্পন্ন করা শিক্ষার্থীরা দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টস (আইসিএ), চার্টার্ড ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস (সিআইএমএ), ও অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্টস’এর (এসিসিএ) মতো স্বনামধন্য প্ল্যাটফর্মে পেশাগত স্বীকৃতি অর্জনের ক্ষেত্রেও বিশেষ সুবিধা পাবেন।
এ বিষয়ে ইউসিবি’র প্রেসিডেন্ট ও প্রভোস্ট প্রফেসর হিউ গিল বলেন, “বাংলাদেশি তরুণদের মেধা ও সম্ভাবনার ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। বাংলাদেশের সকল শিক্ষার্থী যেনো মানসম্মত শিক্ষার সুযোগ পায়, তা নিশ্চিত করা আমাদের লক্ষ্য। কোনো ধরনের আর্থিক প্রতিবন্ধকতা ছাড়া বিশ্বমানের শিক্ষা অর্জনের ক্ষেত্রে আমাদের শিক্ষার্থীদের উৎসাহিত করতে, এবং অ্যাকাউন্টেন্সি, কনসাল্টিং, রিস্ক ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্শিয়াল ব্যাংকিং, সেলস অ্যান্ড ট্রেডিং বা ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড ম্যানেজমেন্টের মতো সম্ভাবনাময় খাতগুলোতে ক্যারিয়ার গড়তে উদ্বুদ্ধ করতে আমরা এই আর্লি এনরোলমেন্ট গ্র্যান্ট’এর ব্যবস্থা করেছি”।
ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবি) বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় অনুমোদিত প্রথম আন্তর্জাতিক শিক্ষাদানকারী প্রতিষ্ঠান। দেশে ইউনিভার্সিটি অব লন্ডনের অধীনে লন্ডন স্কুল অব ইকোনোমিকস (এলএসই) ও মোনাশ কলেজ অস্ট্রেলিয়ার মতো স্বনামধন্য প্রতিষ্ঠানের একক অংশীদার হিসেবে ও/এএস/এ লেভেলস/এইচএসসি সম্পন্নকারী শিক্ষার্থীদের জন্য বিশ্বমানের শিক্ষা নিশ্চিতে কাজ করছে ইউসিবি। উল্লেখ্য, শ্রেষ্ঠত্বের তালিকায় বিশ্বে ৪৫তম অবস্থান অর্জন করেছে লন্ডন স্কুল অব ইকোনমিকস। ইউসিবি’র তত্ত্বাবধনে ইউওএল – এলএসই প্রোগ্রাম সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন - https://ucbbd.org/university-of-london-lse-programs/
Sunny / Sunny
জবিস্থ চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদ নির্বাচন: সাধারণ সম্পাদক পদে তরিকুল ইসলামের ইশতেহার ঘোষণা
মাংসের খাটিয়ায় কুকুর, ছবি তুলতেই সাংবাদিককে হুমকি
ইবি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ
ভিকারুননিসায় রোববারের প্রথম-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত
ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ
জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা
জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা
ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন
শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ
উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবে সাংবাদিক সম্পদ