ঢাকা রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

অদ্ভুত লুকে হাজির আমির খান


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৭-৩-২০২৪ বিকাল ৬:২৩

সাময়িক বিরতির পর পর্দায় ফিরছেন আমির খান। তার পরবর্তী সিনেমা ‘সিতারে জামিন পার’-এর ঘোষণা হয়েছে এরই মধ্যে। ২০০৯ সালে মুক্তি পাওয়া ‘তারে জামিন পার’-এর আঙ্গিকে এবার ‘সিতারে জামিন পার’ নিয়ে আসছেন এ অভিনেতা।

যদিও সিনেমাটি সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি অভিনেতা। এদিকে সম্প্রতি ইন্টারনেটে আমির খানের নতুন লুকের বেশ কয়েকটি ছবি প্রকাশ হয়েছে। যেখানে তাঁকে দেখা যাচ্ছে বড় চুলে, চোখে-মুখে কালি মাখা, গায়ে চামড়ার পোশাক। এক হাতে মশাল, অপর হাতে কিছু একটা ধরে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন।

প্রথম দেখায় চেনাই যায় না আমির খানকে! ছবিটি দেখে সত্যিই চমকে যেতে হয়। তবে এটি সিনেমা নাকি বিজ্ঞাপনের লুক, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু না বললেও ধারণা করা হচ্ছে, ‘সিতারে জামিন পার’-এর জন্যই এমন বিচিত্র লুক আমিরের।

আমির খানকে সর্বশেষ দেখা গিয়েছিল ২০২২ সালে ‘লাল সিং চাড্ডা’তে। সিনেমাটি বক্স অফিসে মুখ খুবড়ে পড়ার পর আমির জানিয়েছিলেন তিনি বিরতি নেবেন। বিরতি নিয়েছেনও। গত দুই বছর অভিনয় জগতে আর কোনও কাজ করতে দেখা যায়নি অভিনেতাকে। তাই আমিরের ফেরার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।

 

Israt / Israt