প্রকাশ পাচ্ছে আইয়ুব বাচ্চুর আনরিলিজ ট্র্যাক ‘ইনবক্সে’
দীর্ঘদিন পর এদেশের রক লিজেন্ড আইয়ুব বাচ্চুর নতুন আনরিলিজ গান আসছে। গানের শিরোনাম ‘ইনবক্সে’। গানটি লিখেছেন গীতিকবি নিয়াজ আহমেদ অংশু। আইয়ুব বাচ্চু ফাউন্ডেশনের উদ্যোগে গানটি ঈদে রিলিজ দেবার পরিকল্পনা রয়েছে।‘ইনবক্সে ঝিমায় বসে, বোকা শব্দের দল/ ফেসবুকে লুটোপুটি খায়সস্তা চোখের জল... এমন সমসাময়িক থিম নিয়ে তৈরি গানের কথায় সুর ও সংগীত পরিচালনা করেছেন বাংলাদেশের রক আইকন আইয়ুব বাচ্চু। গানটির থিম অনুযায়ী ভিডিও নির্মাণ করছে কোলাহল কমিউনিকেশন।
গানটি প্রসঙ্গে আইয়ুব বাচ্চুর সবচেয়ে প্রিয় গীতিকবি নিয়াজ আহমেদ অংশু বলেন, ‘আমাদের কাছে বাচ্চু ভাইয়ের একাধিক গান অপ্রকাশিত রয়েছে। এলআরবি’র গিটারিস্ট মাসুদ গানগুলি খুব যত্নে রেখেছেন। এবং সেখান থেকেই গানগুলি ধারাবাহিকভাবে মুক্তি দেয়া হবে।’আনরিলিজ গান প্রকাশ নিয়ে এলআরবির গিটারিস্ট আব্দুল্লাহ মাসুদ বলেন, ‘বসের একাধিক গান রয়েছে এবি কিচেন এর হার্ডডিস্কে। যার রেকর্ড ধারণ থেকে শুরু করে রক্ষণাবেক্ষন আমিই করতাম।
এমনকি এমন অনেক রেকর্ড করা রাফ গান রয়েছে, যা তিনি ডিলিট করে দিতে বলতেন। আমি করিনি। কারণ আমি জানি- এই রাফ ভয়েজই একজন কিংবদন্তির অন্যতম রসদ। এছাড়া আইয়ুব বাচ্চু একটি অ্যালবাম করলে অনেকগুলো গান রেকর্ড করতেন। এরপর বাছাই করে তা থেকে রিলিজ দিতেন।’ সেগুলো নিয়েই কাজ করছে এবি ফাউন্ডেশন। সেগুলো ধারাবাহিকভাবে এবি ভক্তদের কাছে মুক্তি দেবার পরিকল্পনাতেই এই উদ্যোগ।’
উল্লেখ্য, সম্প্রতি এশিয়াটিকের সাথে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশনের একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী আইয়ুব বাচ্চুর আনরিলিজ গান মুক্তি ও আইয়ুব বাচ্চুকে ট্রিবিউট করে কনসার্টসহ বেশ কিছু উদ্যোগ নেয়া হয়।’মাসুদ আরো বলেন, ‘আমরা এবছর থেকেই এর কার্যক্রমগুলো শুরু করবো। আশা করি এই ধারাবাহিকতাটা অক্ষুন্ন থাকবে। আইয়ুব বাচ্চুকে নিয়ে প্রথম এদেশে রাষ্ট্রীয়ভাবে গান সংরক্ষণের কাজ শুরু হয়। এছাড়া দেশীয় কোনো শিল্পীর ডিজিটাল মিউজিয়াম আইয়ুব বাচ্চু’র টাই প্রথম। আইয়ুব বাচ্চু’র ভক্তদের জন্য ‘ইনবক্সে’ গানটির মতো আরো নিয়মিত কিছু উদ্যোগ ও পরিবেশনা থাকবে পুরো বছর জুড়ে।
Israt / Israt
‘হাল ছেড়ে দেওয়া সহজ কিন্তু আমি থেমে যাইনি’
আমার রূহ ভারতে আর আমি আমেরিকায়
শুটিং সেটে আহত শ্রদ্ধা কাপুর
‘হাল ছেড়ে দেওয়া সহজ কিন্তু আমি থেমে যাইনি’
সুখবর দিলেন সোনম কাপুর
‘অপমানিত’ ফাতিমার মাথায়ই উঠল মিস ইউনিভার্সের মুকুট
মোয়ানার টিজারে নজর কাড়লেন ক্যাথরিন
আমার বয়স বেশি না, তবুও এমন কেন হয়?
প্রতারণার শিকার অভিনেত্রী শ্রিয়া
মিস ইউনিভার্সে জামদানিতে মিথিলা
হাঁটুর বয়সী নায়িকার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য, যা বললেন রণবীর
নিজের জন্য ভোট চাইলেন জেসিয়া ইসলাম