ইবিতে প্রথম বিদেশি হিসেবে ভরতীয় শিক্ষার্থীর ডক্টরেট ডিগ্রি লাভ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে(ইবি)প্রথম বিদেশী হিসেবে ভারতীয় শিক্ষার্থী ইউসুফ আলী পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তিনি আরবি ভাষা ও সাহিত্য বিভাগের প্রোগ্রাম ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের ১২৭তম একাডেমিক কাউন্সিলের সুপারিশক্রমে ও ১২ ফেব্রুয়ারি ২৬২তম সিন্ডিকেট সভায় তাকে এ ডিগ্রি প্রদান করা হয়।বিশ্ববিদ্যালয়ের আরবী ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. ওবায়দুল ইসলাম এর তত্ত্বাবধানে ‘প্রাথমিক হতে উচ্চ মাধ্যমিকে আরবি পাঠ্যক্রমের তুলনামূলক অধ্যয়ন’ শিরোনামে গবেষণা করেন তিনি। শনিবার (৯ মার্চ) সকালে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম সালাম এর হাত থেকে তিনি পিএইচডি ডিগ্রীর সার্টিফিকেট গ্রহণ করেন।এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ). আলমগীর হোসেন ভূঁইয়া। এছাড়া উপস্থিত ছিলেন জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম ও ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেলের পরিচালক অধ্যাপক ড. মো. আবু হেনা মোস্তফা জামাল।উল্লেখ্য, বিদেশী শিক্ষার্থী হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয় হতে তিনিই প্রথম এই ডিগ্রী অর্জন করলেন। তিনি ভারতের মুর্শিদাবাদ জেলার বহরমপুরের স্থায়ী বাসিন্দা।
এমএসএম / এমএসএম