আমার ‘মনপুরা’র পরের ছবি ‘কাজলরেখা’
নির্মাতা তার ক্যারিয়ারের সবচেয়ে বেশি সময় ব্যয় করেছেন এই ছবিটি করতে গিয়ে। টানা এক যুগেরও বেশি সময় নিয়ে ছবিটি নির্মাণ করেছেন গিয়াস উদ্দিন সেলিম। এভাবেও বলা যায়, ফোক ঘরানার প্রেমময় ‘মনপুরা’ জয়ের পর এটি নির্মাতার দ্বিতীয় অধ্যায় ‘কাজলরেখা’, যেটি নির্মাণের জন্য নিয়েছেন দীর্ঘ প্রস্তুতি, এক সুতোয় গেঁথেছেন গল্প-গান-সেট-কস্টিউম-অভিনয়।
মাঝে আরও তিনটি সিনেমা নির্মাণ করেছেন বটে, তবে বাজেট, আবেগ ও প্রস্তুতির বিচারে এটি সেলিমের জন্য দ্বিতীয় চ্যালেঞ্জ। যা নিয়ে দারুণ আত্মবিশ্বাসী সেলিম। তাই যে কোনো আড্ডা বা ইন্টারভিউতে গিয়াসউদ্দিন সেলিম বলেন, ‘মনপুরার পরে আমি বেশ কটি সিনেমার কাজ করেছি ঠিকই, কিন্তু কেউ যদি জিজ্ঞেস করে মনপুরার পরের ছবি কোনটি, তবে আমি একবাক্যে বলি, আমার মনপুরার পরের ছবি হলো কাজলরেখা।
ফের 'কাজল রেখা' মুক্তির তারিখ জানালেন নির্মাতাসম্প্রতি ছবিটির কলাকুশলীদের নিয়ে ছবির ক্যাম্পেইন শুরু করেন। রিলিজ ডেট নিয়ে নানান ধরণের সিদ্ধান্তের কথা শোনা গেলেও সাফ সাফ জানিয়ে দিলেন কাজলরেখা মুক্তি পাবে ঈদেই। উল্লেখ্য, মনপুরা মুক্তি পেয়েছিল ২০০৯ সালে। ছবিটি শুধু দেশেই নয় একই সাথে ভারতের পশ্চিমবঙ্গ, যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়াতেও মুক্তির প্রস্তুতি চলছে।
কাজলরেখা’র অফিশিয়াল ঘোষণার আয়োজনে গিয়াস উদ্দিন সেলিম ছাড়াও উপস্থিত ছিলেন শরিফুল রাজ, মন্দিরা চক্রবর্তী, ইরেশ যাকের, সাদিয়া আয়মান, আবুল কামাল আজাদ প্রমুখ। ছবিতেও আরও অভিনয় করেছেন রাফিয়াত রশিদ মিথিলা, খায়রুল বাশার, শাহানা সুমি, সুজয় প্রমুখ। প্রায় ৪০০ বছরের পুরনো প্রেক্ষাপটে ময়মনসিংহ গীতিকা অবলম্বনে তৈরি ‘কাজলরেখা’।
গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘ছবিটি নির্মাণের জন্য এর প্রতিটি সেক্টরকে এক সুতোয় একটি মালা হিসেবে গাঁথতে হয়েছে আমায়। ধাপে ধাপে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে উতরে যাওয়ার চেষ্টা করেছি।’ এদিকে ছবিটি ঈদে রিলিজ করলে ব্যবসায়িক ক্ষতি হবার শংকা আছে কীনা এমন প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘ঈদে অনেকগুলো ছবি মুক্তি পাবে। ভালো কাজের প্রতিযোগিতা থাকাটা ইতিবাচক দিক। আর যে ছবির দম থাকবে সেই ছবি মানুষ দেখবে।’
নির্মাতা আরো বলেন, ‘বড় আয়োজনে নির্মিত ছবি এটি। যা মুক্তির উপযুক্ত সময় হচ্ছে উত্সব। ঈদ ও বৈশাখ একসাথে আমরা পাচ্ছি। এ কারণে আমার কাছে মনে হয়েছে এই সময় ছবিটি মুক্তি দেওয়া উচিত। সিনেমা নির্মাণ থেকে মুক্তি দেওয়া সবকিছুই আমাদের এখানে চ্যালেঞ্জ। তাই আমি চ্যালেঞ্জটা নিয়েছি, দেখা যাক ফলাফল কি আসে।’
Israt / Israt
‘হাল ছেড়ে দেওয়া সহজ কিন্তু আমি থেমে যাইনি’
আমার রূহ ভারতে আর আমি আমেরিকায়
শুটিং সেটে আহত শ্রদ্ধা কাপুর
‘হাল ছেড়ে দেওয়া সহজ কিন্তু আমি থেমে যাইনি’
সুখবর দিলেন সোনম কাপুর
‘অপমানিত’ ফাতিমার মাথায়ই উঠল মিস ইউনিভার্সের মুকুট
মোয়ানার টিজারে নজর কাড়লেন ক্যাথরিন
আমার বয়স বেশি না, তবুও এমন কেন হয়?
প্রতারণার শিকার অভিনেত্রী শ্রিয়া
মিস ইউনিভার্সে জামদানিতে মিথিলা
হাঁটুর বয়সী নায়িকার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য, যা বললেন রণবীর
নিজের জন্য ভোট চাইলেন জেসিয়া ইসলাম