ঢাকা রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

শাকিবের সঙ্গে তাজমহলের স্মৃতিতে হারালেন বুবলী


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২-৩-২০২৪ দুপুর ১২:১১

গেল মাসে ভালোবাসা দিবসে ফেসবুকে একগুচ্ছ স্থিরচিত্র পোস্ট করেছিলেন চিত্রনায়িকা শবনম বুবলী। এসব স্থিরচিত্রের কোনোটিতে সঙ্গে আছে সন্তান শেহজাদ খান বীর। বুবলীর স্মৃতিতে এবার শাকিব আর তাজমহল ফিরে এল।শাকিব খানের হাত ধরে চলচ্চিত্রজগতে এলেও নায়কের সঙ্গে বিয়ে এবং সন্তান বীরকে প্রকাশ্যে আনার পরই তাঁদের সম্পর্ক মোড় নিয়েছিল অচেনা পথে। তবু বলা চলে, চলচ্চিত্র আর ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে বেশ আছেন নায়িকা বুবলী।কখনো এপার বাংলা, আবার কখনো ওপার বাংলা। বললে বাড়াবাড়ি হবে না, ‘প্রহেলিকা’ দিয়ে দর্শকের মনে আলাদা জায়গা তৈরি করে নিয়েছেন তিনি।

সম্প্রতি টলিউডে বুবলীর প্রথম সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’–এর শুটিংয়ের কাজে ভারতে গিয়েছিলেন জনপ্রিয় এই অভিনেত্রী। চলতি বছরই মুক্তির কথা সিনেমাটির। গত মাসে মুক্তি পেয়েছিল টিজার।সেই অনুষ্ঠানের ফাঁকে শাকিব খানকে নিয়ে বুবলীকে প্রশ্ন করেন সাংবাদিকেরা। উত্তরে নায়িকা বলেন, তাঁর কাজে সব সময় শাকিব খানের শুভকামনা আর ভালোবাসা থাকে। এই উত্তর শুনে চোখ কপালে তুলেছিলেন অনেকেই।

দুই দেশের গণমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। কারণ, কয়েক মাস আগেই শাকিব খানের প্রসঙ্গে খুব একটা ভালো কথা বলতে পারেননি অভিনেত্রী। বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে স্বামী এবং বাবা হিসেবে শাকিব খানের নিষ্ঠুরতার বর্ণনা দিয়েছেন বুবলী। এমনকি এ বিষয়গুলো বলতে গিয়ে কেঁদেও ফেলেছিলেন অভিনেত্রী।হঠাৎ কী এমন হলো, শাকিব খানকে নিয়ে ইতিবাচক কথা বলতে শুরু করেছেন নায়িকা? ভারতই নয়, বাংলাদেশে ফিরেও শাকিব খানকে নিয়ে আবেগপ্রবণ বুবলী। নারী দিবস উপলক্ষে শো-স্টপার হিসেবে একটি র‌্যাম্প শোতে হাঁটেন বুবলী।

 

Israt / Israt