ট্রেনিং সেশনের আয়োজন করতে যাচ্ছে কুবির হাল্ট প্রাইজ প্রোগ্রাম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে হাল্ট প্রাইজ প্রোগ্রাম। এ আয়োজনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দুই দিনের ট্রেনিং সেশনের আয়োজন করতে যাচ্ছে হাল্ট প্রাইজ কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ১৭ ও ১৮ আগস্ট (মঙ্গল ও বুধবার) এ ট্রেনিং সেশনগুলো অনুষ্ঠিত হবে।
এতে ট্রেইনার হিসেবে থাকবেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ১৬-১৭ সেশনের মো. জহির রায়হান, যিনি এবারকার হাল্ট প্রাইজ অন ক্যাম্পাস প্রোগ্রামের অ্যাডভাইজার হিসেবে আছেন। এছাড়া ট্রেনিংয়ে স্পিকার হিসেবে থাকবেন তৌফিক আহমেদ উচ্ছ্বাস, যিনি ২০২১ হাল্ট প্রাইজ চিটাগং ইম্পেক্ট সামিটের লিড অর্গানাইজার।
মূলত এই ট্রেনিং সেশনের মাধ্যমে স্পিকাররা অন ক্যাম্পাস প্রোগ্রাম সফল করার জন্য অর্গানাইজিং কমিটি তাদের কার্যক্রম কিভাবে করবে, প্রত্যেক ডিপার্টমেন্টের কাজ কিভাবে পরিচালনা করবে, কিভাবে তারা কর্পোরেট কমিউনিকেইট করবে, কিভাবে বিচারক ম্যানেজ করবে, প্রফেশনাল মেইল করবে ইত্যাদি বিষয়ে আলোচনা করবেন।
এর আগে গত ৯ আগস্ট প্রতিযোগিতাটিকে সফল করার লক্ষ্যে ২৭ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়, যাতে ক্যাম্পাসের ডিরেক্টর হিসেবে আছেন নৃবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ সেশনের আসমা আক্তার মুক্তা।
হাল্ট প্রাইজ ফাউন্ডেশন ‘পৃথিবীকে স্বরূপে ফেরানো’ স্লোগানকে ধারণ করে চ্যালেঞ্জ দিয়েছে ‘Jobs Now’। অর্থাৎ ২০২৪ সালের মধ্যে ২০০০ কর্মসংস্থান তৈরির চ্যালেঞ্জ নিয়ে এবারের কার্যক্রম শুরু করেছে সংগঠনটি।
উল্লেখ্য, হাল্ট প্রাইজের প্রতিযোগীদের থেকে সেরা ব্যবসার ধারণাকারীদের বিশ্বব্যাপী বিজয়ী ঘোষণা দেন মার্কিন যুক্তরাষ্ট্রের ৪২তম প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এবং সেরা ব্যবসার ধারণার জন্য ব্যবসাটির মূলধন হিসেবে এক মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার হিসেবে প্রদান করা হয়।
এমএসএম / জামান

পাস্ট ডিবেটিং সোসাইটির নতুন সভাপতি রউফ, সম্পাদক তন্নি

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পবিপ্রবির ৩ শিক্ষার্থী

রাবিতে শাটডাউন প্রত্যাহার, ক্লাস-পরীক্ষা বর্জন জাতীয়তাবাদী শিক্ষকদের

পিছানো হল চাকসু নির্বাচন

রাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে ‘কমপ্লিট শাটডাউন’

১৬ অক্টোবর রাকসু নির্বাচন

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় বাকৃবির ১২ গবেষক

বিশ্বের শীর্ষ দুই শতাংশ গবেষকদের তালিকায় ইবির দুই অধ্যাপক

আমরা ক্রমশ সাম্য থেকে বৈষম্যের দিকে আগুয়ান হচ্ছি: ড. সলিমুল্লাহ খান

চবির নতুন প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী

পবিপ্রবিতে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হল ও সুলতানা রাজিয়া হলের নবীনবরণ অনুষ্ঠিত

পবিপ্রবিতে আলোচনা সভা ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন
