দীর্ঘ ছুটি শেষে কাজে ফেরা

ঈদের ছুটিসহ ১০ থেকে ১১ দিনের লম্বা সময়ও কাটিয়েছেন অনেকে। রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল ও ট্রেন স্টেশনে মানুষের ভিড় চোখে পড়ছে। এই দীর্ঘ বিরতিতে গ্রামের বাড়ি যাওয়া, অনেক সময় ধরে ঘুমানো, টিভি দেখা, আত্মীয়স্বজন ও বন্ধুর বাসায় বেড়ানোসহ প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ শেষ করে আবার ফিরে আসার সময় হলো কর্মব্যস্তময় জীবনে।
এই ছুটি উপভোগ শেষে কাজে ফেরাটা যেন অস্বস্তিকর একটি বিষয়। তবুও ফিরতে হবে। আর ফেরার পর আপনি যেন কাজের আনন্দও উপভোগ করতে পারেন সে বিষয়ে জেনে নিন কিছু কৌশল। দীর্ঘ ছুটির পর কাজে ফিরে প্রথমেই আপনার সহকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করে নিন। এতে করে যেমন তাদের প্রতি আপনার ভালোবাসা এবং শ্রদ্ধাবোধটা অটুট থাকবে, ঠিক তেমনি কাজের ক্ষেত্রেও পেয়ে যাবেন বেশ কিছু সুবিধা।
ছুটির পরে কাজে ফেরার আগে আপনার কাজের একটি তালিকা তৈরি করুন। ছুটির আগে সর্বশেষ যে কাজটি করেছেন তাও তালিকাভুক্ত করে নেওয়াটা গুরুত্বপূর্ণ। এতে করে আপনি কোথায় কাজ শেষ করেছিলেন তা মনে করতে পারবেন, যা নতুন কাজ শুরু করার জন্য প্রয়োজনীয়। যে কাজগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আগে তালিকাভুক্ত করুন। তবে খেয়াল রাখবেন তালিকাটি যাতে বেশি দীর্ঘায়িত না হয়।
মাংস শারীরিক কর্মক্ষমতা এবং ফিট থাকার জন্য উপকারী। কিন্তু যেকোনো কিছুই অতিরিক্ত হওয়া খারাপ। ঈদে তো এমনিতেই মাংস খাওয়া হয় প্রচুর। মাংসের প্রোটিন ও অতিরিক্ত কোলেস্টেরল হজম করতে পাকস্থলিকে প্রচুর চাপ নিতে হয়। তাই পাকস্থলিকেও কিছুটা বিশ্রাম দেওয়া প্রয়োজন। তাই ঈদের পরে অফিসে যাওয়ার সময় আপনার লাঞ্চবক্সে মাংস বাদ দিয়ে মাছ, সবজি এবং ফল রাখুন।
কর্মক্ষেত্রের প্রথম দিনেই আপনার ডেস্কে হয়তো অনেক কাজ জমা হয়ে গেছে। এজন্য প্রথমেই ইনভেলাপ ও মেইল ওপেন করে ইনবক্সের সবগুলো মেইল খুলে দেখুন। পরে দেখবেন বলে জমিয়ে রাখবেন না। তবে গুরুত্বপূর্ণ মেইলগুলো আগে চেক করা উচিত্। প্রথমেই এগুলো দেখে শেষ করলে আপনার কাজ অনেকটা কমে যাবে।
আপনার হয়তো অনেক ধরনের কাজ জমা হয়ে আছে। কিন্তু তাই বলে সব ধরনের কাজ একসঙ্গে শুরু করবেন না। যেকোনো একটি কাজ শুরু করুন এবং মনোযোগ দিয়ে কাজটি শেষ করার পর অন্য কাজে হাত দিন। একসঙ্গে অনেক কাজ শুরু করলে হ-য-ব-র-ল হয়ে যাবে এবং আপনার স্ট্রেস বৃদ্ধি পাবে। ছুটিতে আপনি যে প্রশান্তি অর্জন করেছেন তা নষ্ট করার প্রয়োজন নেই!
আপনি অনেকদিন ছুটিতে ছিলেন বলেই অফিস টাইমের পরেও আপনাকে বাড়তি সময় অফিসে থাকতে হবে এমন নয়। সময়মতো অফিসে উপস্থিত হওয়া যেমন জরুরি তেমনি কাজ শেষে নির্দিষ্ট সময়ে অফিস ত্যাগ করাও জরুরি। কেননা প্রত্যেকেরই পরিবার রয়েছে। এতে আপনার কাজের প্রতি আগ্রহ থাকবে এবং পরিবারকেও সময় দিতে পারবেন।
কাজ ভালোভাবে শেষ করার জন্য আপনার বাধাগুলোকে চিহ্নিত করুন এবং সেগুলোকে এড়িয়ে যান। ৫ মিনিট পর পরই যদি কাজের মধ্যে বাধা আসে তাহলে সময়মতো কাজ শেষ করা অসম্ভব। এজন্য কর্মক্ষেত্রে আপনার সেলফোনটি অফ রাখতে পারেন এবং সামাজিক যোগাযোগমাধ্যম যেমন ফেসবুক, টুইটার ইত্যাদি অ্যাকাউন্টগুলোও বন্ধ রাখুন। এগুলোতে সময় দিতে গিয়ে যেন আপনার গুরুত্বপূর্ণ কাজে ব্যাঘাত না ঘটে সেদিকে নজর রাখুন।
Israt / Israt

খেজুর কতটা উপকারী?

তিরামিসু তৈরির রেসিপি

মোচার বড়া তৈরির রেসিপি

চালতার আচার তৈরির রেসিপি

চুল পড়া বন্ধ করবে এই ৪ খাবার

কোষ্ঠকাঠিন্য দূর করার ৫টি ঘরোয়া উপায়

ত্বকে বয়সের ছাপ কমাবে যেসব পানীয়

ক্রিম মাশরুম স্যুপ তৈরির রেসিপি

গর্ভাবস্থার শেষের দিকে আয়রনের ঘাটতি পূরণে যা খাবেন

পেটফাঁপা কিংবা কোষ্ঠকাঠিন্য, এই ৫ বীজ খেলে মিলবে উপকার

মেদ কমাতে রাতে পান করুন এই ৫ পানীয়

দিনের বেলায় কাজের ফাঁকে ঘুম আসে? জানুন মুক্তির উপায়
