গরমে টক দই খাচ্ছেন? নিয়ম মেনে না খেলে পড়তে পারেন বিপাকে

তীব্র তাপদাহে ঘন ঘন গলা শুকিয়ে যায়। এ সময় পর্যাপ্ত পানি পানের পাশাপাশি বিভিন্ন তরল খাবারও খাওয়া প্রয়োজন। তা না হলে কাজ করার ক্ষমতা কমে যায়। টক দই এমন একটি খাবার যা শরীর যেমন ঠাণ্ডা রাখে, তেমন কাজ করার শক্তিও দেয় । তবে হজমের সমস্যা থেকে দূরে থাকতেও টক দইয়ের জু়ড়ি মেলা ভার।
বিশেষ করে এই গরমে সুস্থ থাকতে টক দই খাওয়া খুবই দরকারি। টক দই শরীরে টক্সিন জমতে দেয় না। বাড়তি ওজন কমাতেও টক দইয়ের জুড়ি মেলা ভার। তবে নিয়ম করে টক দই খাওয়া অত্যন্ত স্বাস্থ্যকর অভ্যাস। কিন্তু স্বাস্থ্যকর হলেও টক দই খাওয়ার সময় কিছু নিয়ম মেনে চলা জরুরি।
১. দই খাওয়ার যে নির্দিষ্ট নিয়ম আছে, তা অনেকেই জানেন না। পুষ্টিবিদদের মতে, রাতে টক দই না খাওয়াই উচিত। দই খাওয়ার সঠিক সময় হল সকাল এবং দুপুর। এই দুই সময় টক দই খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়।
২. গরমে অনেকেই রোজ টক দই খাচ্ছেন। তা নিয়ে কোনও সমস্যা নেই। তবে পরিমাণে বেশি না খাওয়াই শ্রেয়। আগে থেকেই হজমের সমস্যা থেকে থাকলে বেশি দই খেলে সমস্যা বা়ড়তে পারে। তাই পরিমাণে রাশ টানা জরুরি।
৩. দই শরীরের জন্য ভাল। তবে এক দিন পর এক দিন টক দই খাওয়াটাই ঠিক। তবে রোজ দই খাওয়ার অভ্যাস থাকলে শুধু দই না খেয়ে, দইয়ের মধ্যে কখনও কখনও মিশিয়ে নিতে পারেন আখরোট, কাজু কিংবা কিশমিশ। তা হলে সুফল পাবেন।
Israt / Israt

তিরামিসু তৈরির রেসিপি

মোচার বড়া তৈরির রেসিপি

চালতার আচার তৈরির রেসিপি

চুল পড়া বন্ধ করবে এই ৪ খাবার

কোষ্ঠকাঠিন্য দূর করার ৫টি ঘরোয়া উপায়

ত্বকে বয়সের ছাপ কমাবে যেসব পানীয়

ক্রিম মাশরুম স্যুপ তৈরির রেসিপি

গর্ভাবস্থার শেষের দিকে আয়রনের ঘাটতি পূরণে যা খাবেন

পেটফাঁপা কিংবা কোষ্ঠকাঠিন্য, এই ৫ বীজ খেলে মিলবে উপকার

মেদ কমাতে রাতে পান করুন এই ৫ পানীয়

দিনের বেলায় কাজের ফাঁকে ঘুম আসে? জানুন মুক্তির উপায়

তিল ভর্তা তৈরির সহজ রেসিপি
