দুমকিতে মেয়েকে শ্লীলতাহানির চেষ্টা প্রতিবাদ করায় বাবাকে মারধর

পটুয়াখালীর দুমকিতে মেয়েকে উত্ত্যক্ত ও শ্লীলতাহানির প্রতিবাদ করায় মেয়ে ও স্কুল শিক্ষক বাবাকে মারধর করার অভিযোগ উঠেছে মাসুম নামের এক বখাটে যুবকের বিরুদ্ধে।
রবিবার (২৮ জুলাই)দুপুরে উপজেলার লেবুখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড এলাকায় এ ঘটনাটি ঘটে। বর্তমানে বাবা ও মেয়ে হাসপাতালে চিকিৎসধীন আছেন।স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার লেবুখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা মাধ্যমিক স্কুলের শিক্ষক মো: শাহ ইয়ার গাজীর মেয়ে সরকারি জনতা কলেজ পড়ুয়া উম্মে হানী (১৭)কে কলেজে যাওয়ার পথে প্রাই সময় প্রেমের প্রস্তাব নিয়ে উত্ত্যক্ত করতেন একই এলাকার এলেমদ্দীন হাওলাদারের মেয়ের ঘরের নাতি মাসুম(২০)। মাসুমের বাবা মো: লিটন শ্বশুরবাড়ি থাকার সুবাদে একই এলাকায় তাদের বসবাস। প্রতিদিনের ন্যায় রবিবার দুপুরে উম্মে হানী প্রাইভেট পড়ে বাসায় ফেরার পথে বখাটে যুবক মাসুম পথ আটকে প্রেমের প্রস্তাব দেন এবং বলেন প্রস্তাবে রাজি না হলে উঠিয়ে নিয়ে বিয়ে করবেন। মাসুমের প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় উম্মে হানিকে মারধর করেন এবং শ্লীলতাহানির চেষ্টা করলে বাবা শাহ ইয়ার গাজী প্রতিবাদ করায় তাকেও মারধর করে এবং দেখে নেয়ার হুমকি দেন। এবং এই ঘটনা কারও কাছে বলাবলি করলে উম্মে হানীকে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক বলে পুলিশী হয়রানি করবেন বলে যানান। এ ঘটনায় দুমকি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযুক্ত মাসুমের বাবা লিটন খান বলেন, উত্ত্যক্ত বা শ্লীলতাহানির ঘটনা সম্পূর্ণ মিথ্যা উল্টো আমার ছেলেকে অই মেয়ে প্রেমের প্রস্তাব দেন আমার ছেলে তা প্রত্যাখ্যান করায় উল্টো আমার ছেলেকে তারা মেরেছে।এদিকে তথ্য জানতে অভিযোগ তদন্তকারী দুমকি থানার এসআই মাসুদকে ফোন দিলে তিনি সম্পুর্ন বিষয়টি অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করেন এবং বলেন কোন ইভটিজিং বা শ্লীলতাহানির ঘটনা ঘটেনি বিষয়টি কথা কাটাকাটি ও উভয় পক্ষে মারামারি হয়েছে।
দুমকি থানা অসি তদন্ত শফিকুর রহমান বলেন, বিষয়টি আমি দেখতেছি এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এমএসএম / এমএসএম

বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসার খরচ বাড়লো

বিকেলে রায়েরবাজার কবরস্থান থেকে অজ্ঞাত লাশ উত্তোলন শুরু

নির্বাচনের আগ পর্যন্ত অভিযান চলবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

১১ মাসে পুলিশের বিরুদ্ধে ৭৬১ মামলা হয়েছে : টিআইবি

রোববার শাহবাগ এলাকায় যানচলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ

৫ আগস্ট সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র : প্রেস উইং

আগুনের ঝুঁকিতে সুন্দরবন স্কয়ার মার্কেট, আগেই জানিয়েছিল ফায়ার সার্ভিস

আ. লীগ অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় পাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

৫ আগস্টের আগেও জুলাই ঘোষণাপত্র হতে পারে : মাহফুজ আলম

সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা, ঘোষিত হবে ৫ আগস্টের মধ্যে: মাহফুজ আলম

ঐতিহাসিক চুক্তি কূটনৈতিক বিজয়

বিশ্বব্যাপী প্রতিযোগিতার অবস্থান ধরে রেখেছি : ড. খলিলুর রহমান
Link Copied