ঢাকা বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

হত্যার মাধ্যমেই বিএনপির রাজনীতি শুরু : হাছান মাহমুদ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩-৮-২০২১ দুপুর ৪:৪৭

তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিএনপির রাজনীতির শুরুটাই হয়েছে হত্যার মাধ্যমে। দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। হত্যার রাজনীতির মাধ্যমেই তার উত্থান। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের রাজনীতিতে জিয়াউর রহমান ওতপ্রোতভাবে জড়িত।

সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আইভী রহমান পরিষদ আয়োজিত আলেচনা সভায় তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ষড়যন্ত্র বহু আগে থেকেই শুরু হয়েছিল। যদিও বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার হয়েছে। বিচারের প্রক্রিয়া যদি আমরা দেখি সাক্ষীরা যে জবানবন্দি দিয়েছে, আসামিরা যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, সেগুলো যদি পড়ি তাহলে আমরা দেখতে পাব কখন কোথায় কিভাবে খুনিদের বৈঠক হয়েছে, কিভাবে জিয়াউর রহমান এই ষড়যন্ত্রের সাথে যুক্ত হয়ে উৎসাহ দিয়েছেন।

তিনি বলেন, জিয়াউর রহমান যখন সেনাবাহিনীর উপপ্রধান তখন তিনি কিছুদিনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। সেখানে তিনি নিয়মিত মার্কিন কাউন্সিলরের সাথে যোগাযোগ রাখতেন। কারণ সেখানে যে মিলিটারি এটাচমেন্ট ছিল পাকিস্তান দূতাবাসে সে জিয়াউর রহমানের কোর্সমেট ছিল।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে যে গ্রেনেড হামলা হয়, তার আগে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বাসায় বাবর নিজের হাতে গ্রেনেড সরবরাহ করেছিল এবং হাওয়া ভবনে বৈঠক হয়েছিল। হাওয়া ভবনের সেই বৈঠকে তারেক রহমানও উপস্থিত ছিল।

এ সময় তিনি আরও বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটু আগে বলেছেন জনগণকে বিভ্রান্ত করার জন্য নাকি খালেদা জিয়ার জন্মদিন নিয়ে কথা বলি। তো আমার প্রশ্ন হচ্ছে, একটা মানুষের জন্মদিন কয়টা থাকে? এতদিন ধরে খালেদা জিয়ার ৪টা জন্মদিন ছিল। একটা তার মেট্রিকের ফরম ফিলাপের জন্মদিন, বিয়ের রেজিস্টারে একটা জন্মদিন, জিয়াউর রহমানের স্ত্রী হিসেবে পাসপোর্টে একটা জন্মদিন এবং তিনি প্রধানমন্ত্রী হিসেবে যখন শপথ নিলেন তার কাগজে একটি জন্মদিন। এখন আরও একটা বের হয়েছে করোনা রিপোর্টে দেখলাম তার আরও একটা জন্মদিন।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ, আওয়ামী লীগ নেতা এম এ করিম, আইভি রহমান পরিষদের উপদেষ্টা মো. আকরাম হোসাইন প্রমুখ।

প্রীতি / প্রীতি

জাতীয় পার্টি নিষিদ্ধসহ ৫ দাবি জামায়াতের, সারা দেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা

‘সরকার-উপদেষ্টারা মাহফুজদের ব্যবহার করে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে’

সংস্কার, বিচার এবং নির্বাচন পরস্পর নির্ভরশীল নয়: সালাহউদ্দিন

ডাকসুর বিজয়ীদের অভিনন্দন, শিবির নাম প্রচার নিয়ে প্রশ্ন সালাহউদ্দিনের

বদরুদ্দীন উমর আর নেই

জাতীয় পার্টির কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ

নুরকে সুস্থ দেখানোর একটি পরিকল্পনা চলছে : রাশেদ খাঁন

সুষ্ঠু নির্বাচন হলে ডাকসুতে বিজয়ী হবে ছাত্রদল : রিজভী

নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন তারেক রহমান: আমির খসরু

হঠাৎ উত্তপ্ত রাজনীতির মাঠ, নির্বাচন নিয়ে শঙ্কা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানালেন সারজিস

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

যমুনায় বিএনপির প্রতিনিধিদল