ঢাকা বৃহষ্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

সফরে সুন্নত নামাজের বিধান


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৮-৮-২০২৪ দুপুর ১:১৭

সফর বা ভ্রমণে বের হলে নামাজ সংক্ষিপ্ত করার বিধান রয়েছে ইসলামে। চার রাকাতবিশিষ্ট নামাজ দুই রাকাত পড়া আর দুই ও তিন রাকাতবিশিষ্ট নামাজ আগের মতোই পুরো পড়ার কথা বলা হয়েছে। নামাজের এই সংক্ষেপণকে ইসলামের পরিভাষায় কসর বলে। ভ্রমণকালীন ফরজ নামাজ ছাড়াও সুন্নত নামাজ পড়া না পড়ার ক্ষেত্রে অবকাশ রয়েছে। মূলত ৪৮ মাইল বা ৭৮ কিলোমিটার দূরে ১৫ দিনের কম সময়ের জন্য সফরের নিয়তে নিজের বসবাসের স্থানের লোকালয় ত্যাগ করলে ইসলামি শরিয়তের দৃষ্টিতে তাকে মুসাফির হিসেবে গণ্য করা হয়। ৪৮ মাইলের কম দূরত্ব সফরের নিয়তে বের হলে অথবা ১৫ দিনের বেশি সময়ের জন্য সফর করলে মুসাফির হিসেবে গণ্য হয় না। এ ক্ষেত্রে স্বাভাবিকভাবেই পূর্ণ নামাজ আদায় করবেন। (ফাতাওয়া হিন্দিয়া: ১/১৩৯, আসারুস সুনান : ২৬৩)

Aminur / Aminur