ঢাকা রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

কোরআনে কল্যাণের পথে অগ্রগামী বলা হয়েছে যাদের


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০-৮-২০২৫ রাত ৯:৩৩

মানুষ পৃথিবীতে নির্দিষ্ট সময়ের জন্য এসেছে। নির্দিষ্ট সময় পরেই পৃথিবী থেকে বিদায় নেবে। এরপর মৃত্যু কবর, কিয়ামত, পুলসিরাত পেরিয়ে শুরু হবে অনন্ত জীবন। এই জীবন শেষ হবে না। কেউ অনন্তকাল জান্নাতে থাকবে। আবার কেউ অন্ততকাল জাহান্নামে।পরকালে জান্নাত বা জাহান্নামে স্থান লাভের জন্য দুনিয়াতেই আল্লাহর ইবাদত করতে হবে। তার নির্দেশিত জীবন বিধান মানতে হবে। পৃথিবীর প্রয়োজন পূরণ করে এবং এই প্রয়োজন পূরণের সঙ্গে সঙ্গেই আখেরাতের জীবন নিয়ে ভাবতে হবে ও এর জন্য প্রস্তুতি নিতে হবে।

 

পৃথিবীর বেশির ভাগ মানুষই দুনিয়ার জীবন নিয়ে ব্যস্ত থাকে। দুনিয়ার জীবনের ভালোমন্দ নিয়ে ভেবেই সময় কাটিয়ে দেয়। তবে কিছু কিছু মানুষ আছেন বিপরীতধর্মী। তারা দুনিয়ার জীবনের পাশাপাশি আখেরাত নিয়েও ভাবেন। ঈমান, আমল, ইবাদত করার পরেও শঙ্কায় থাকেন কোনে কারণে যেন আল্লাহ তায়ালার দরবারে তাদের আমল নষ্ট হয়ে না যায় এবং প্রতিদান দিবসে তারা যেন বঞ্চিত না হন।

এমএসএম / এমএসএম