আন্দোলনে আহত ৪১৪ জনকে ২৫ হাজার টাকা করে অর্থ সহায়তা দিয়েছে ব্র্যাক ব্যাংক

বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসা-সহায়তার লক্ষ্যে নেওয়া গুরুত্বপূর্ণ পদক্ষেপের আওতায় আন্দোলনে আহত ৪১৪ জন ব্যক্তির প্রত্যেককে ২৫,০০০ টাকা করে দিয়েছে ব্র্যাক ব্যাংক।
এমন মানবিক পদক্ষেপ বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানোর ব্যাপারে ব্যাংকটির অবিচল প্রতিশ্রুতির উদাহরণ। এর আগে ব্র্যাক ব্যাংক আহতদের চিকিৎসার জন্য ব্যাংকের সিএসআর তহবিল থেকে দুই কোটি টাকার অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছিল। আহতদের কাছে এই অর্থ প্রেরণ এই উদ্যোগেরই অংশ।
এই উদ্যোগে সহায়তা করেছে বিশ্বের বৃহত্তম এনজিও- ব্র্যাক। নিজেদের দক্ষ মাঠকর্মীদের মাধ্যমে ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল, মুগদা মেডিকেল কলেজ হসপিটাল, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটাল, ন্যাশনাল ইনস্টিটিউট অব অপথালমোলজি, ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ অ্যান্ড মিটফোর্ড হসপিটাল এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিসহ ঢাকার আটটি বড় হাসপাতাল পরিদর্শন করে আহতদের তথ্য সংগ্রহ করেছে ব্র্যাক। গুরুতর আহতদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ঢাকার বাইরে ২৫টি জেলা থেকেও তথ্য সংগ্রহ করেছে ব্র্যাক।
ব্র্যাক ব্যাংকের অর্থ সহায়তা পাওয়া ৪১৪ জনের মধ্যে ২৯৫ জন ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন এবং বাকি ১১৯ জন দেশের অন্যান্য জেলার। ব্যাংকটির আধুনিক ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘কর্পনেট’-এর সুবিধাকে কাজে লাগিয়ে ব্র্যাক ব্যাংক এসব আহত ব্যক্তিদের ‘বিকাশ’ ওয়ালেটে সরাসরি এই অর্থ প্রেরণ করে। এর ফলে নিশ্চিত হয়েছে অর্থের নিরাপত্তা ও সর্বোত্তম ব্যবহার।
এই উদ্যোগের বিষয়ে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, “আমরা বিশ্বাস করি, আমাদের এই অর্থ সহায়তা কিছুটা হলেও আহত ব্যক্তিদের কষ্ট লাঘবে ভূমিকা রাখবে। এটি আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার একটি সুন্দর উদাহরণ। আমরা এই আন্দোলনে আহত ব্যক্তিদের যেকোনো প্রকার সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের ব্যাংকের এই উদ্যোগটি সামাজিক সংহতি ও সহানুভূতির সুন্দর একটি দৃষ্টান্ত।”
ব্র্যাক ব্যাংকের এমন প্রচেষ্টা প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যাংকটির সময়োপযোগী এবং কার্যকর উদ্যোগের প্রমাণ। ব্যাংকটির এসব চলমান উদ্যোগ সামাজের প্রতি দায়বদ্ধতা এবং সমাজের উন্নয়নে কাজ করার ব্যাপারে ব্যাংকটির প্রতিশ্রুতির প্রতিফলন।
Sunny / Sunny

মহেশখালীতে দেশীয় আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ জব্দ করেছে কোস্ট গার্ড

নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের ধানমন্ডি এক্সটেনশন শাখা

কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ ১০ টেকসই ব্যাংকের তালিকায় পরপর তৃতীয় বার যমুনা ব্যাংক

কমিউনিটি ব্যাংক’র এর সঙ্গে প্রিয়শপ ও ইনসাইটস জিনি’র চুক্তি

সৈয়দপুর বিমানবন্দরে এয়ারপোর্ট সিকিউরিটি এক্সারসাইজ ২০২৫ অনুষ্ঠিত

রূপায়ণ সিটি ও বার্জার পেইন্টসের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

লিড প্লাটিনাম সনদ পেল ওয়ালটনের পরিবেশবান্ধব মোল্ড অ্যান্ড ডাই ফ্যাক্টরি

পঞ্চমবারের মতো গার্টনারের স্বীকৃতি পেলো হুয়াওয়ের ওয়াইড এরিয়া নেটওয়ার্ক সল্যুশন

বাংলাদেশ ব্যাংক থেকে সাসটেইনেবল রেটিং ক্রেস্ট ও সম্মাননা পেল শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি

৪টি আগ্নেয়াস্ত্রসহ মহেশখালীর দুর্ধর্ষ সন্ত্রাসী আটক: কোস্ট গার্ডের অভিযান

এনআরবিসি ব্যাংকের এজিএম অনুষ্ঠিত

স্বপ্ন চালু করলো প্রথমবার সেলফ-চেকআউট কাউন্টার
