ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চ নেটওয়ার্কের ১ হাজার ৬০০ কোটি টাকা নিট ডিপোজিট প্রবৃদ্ধি


বিজ্ঞপ্তি photo বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৩-৯-২০২৪ বিকাল ৫:৪

আগস্ট ২০২৪-এ ১,৬০০ কোটি টাকার নিট ডিপোজিট প্রবৃদ্ধি অর্জন করেছে ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চ নেটওয়ার্ক।  এটি একটি অনন্য অর্জন। কারণ, দেশের অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির কারণে ব্যাংকিং কার্যক্রম যখন চরম সংকটে, তখন ব্র্যাক ব্যাংক ব্রাঞ্চ নেটওয়ার্ক এই লক্ষ্যণীয় প্রবৃদ্ধি অর্জন করেছে। 

এই মাইলফলক ব্যাংকটির প্রতি গ্রাহকের অবিচল আস্থা, গ্রাহক সম্পৃক্ততা এবং ব্যাংকের সাথে গ্রাহকের সুদৃঢ় সম্পর্কের প্রতিফলন। ২ সেপ্টেম্বর ২০২৪ ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই অর্জন উদ্যাপন করা হয়। এ সময় ব্রাঞ্চ লিডারদের সাথে আয়োজনে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক।

অনুষ্ঠানে মেহেরিয়ার এম. হাসান জোর দিয়ে বলেন যে, সুশাসনের মাধ্যমেই ব্র্যাক ব্যাংক গ্রাহকদের আস্থা অর্জন করে এবং তা ধরে রাখে। তিনি আরও বলেন, “ব্যাংকের সাথে গ্রাহকের সুসম্পর্ক এবং সম্পৃক্ততাই আমাদের সাফল্যের মূল কারণ। ২০২৫ সালের মধ্যে ব্যবসায় দ্বিগুণ করার যাত্রায় দারুণ অগ্রগতি দেখে আমরা সবাই সত্যিই অনেক আনন্দিত।”

সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, “শুধুমাত্র গ্রাহকদের ব্যাংকিং পার্টনার হওয়াই নয়, বরং তাদের আর্থিক বিষয়ে বিভিন্ন পরামর্শ দিয়ে পাশে থাকাও ব্র্যাক ব্যাংকের লক্ষ্য। আমাদের এই উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জনের পেছনে রয়েছে আমাদের ব্রাঞ্চ এবং সাব-ব্রাঞ্চের দ্রুত সম্প্রসারণ, গ্রাহক সেবা বৃদ্ধির লক্ষ্যে কৌশলগত পদক্ষেপ ও উন্নত ডিজিটাল ব্যাংকিং সল্যুশন।” 

অনুষ্ঠানে ব্যাংকটির সিনিয়র ম্যানেজমেন্ট সদস্যদের সাথে আরও উপস্থিত ছিলেন ব্রাঞ্চ নেটওয়ার্কের জোনাল এবং রিজিওনাল হেড এবং ক্লাস্টার ও ব্রাঞ্চ ম্যানেজারবৃন্দ। 

উল্লেখ্য, এর পূর্বে ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চ নেটওয়ার্ক ২০২৪ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৫ হাজার ৫০০ কোটি টাকা নিট ডিপোজিট প্রবৃদ্ধি অর্জন করে, যা ঐ সময়কালে ব্যাংকিং ইন্ডাস্ট্রির নিট ডিপোজিট প্রবৃদ্ধির এক অনন্য রেকর্ড।

 

Sunny / Sunny

মহেশখালীতে দেশীয় আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ জব্দ করেছে কোস্ট গার্ড

নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের ধানমন্ডি এক্সটেনশন শাখা

কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ ১০ টেকসই ব্যাংকের তালিকায় পরপর তৃতীয় বার যমুনা ব্যাংক

কমিউনিটি ব্যাংক’র এর সঙ্গে প্রিয়শপ ও ইনসাইটস জিনি’র চুক্তি

সৈয়দপুর বিমানবন্দরে এয়ারপোর্ট সিকিউরিটি এক্সারসাইজ ২০২৫ অনুষ্ঠিত

রূপায়ণ সিটি ও বার্জার পেইন্টসের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

লিড প্লাটিনাম সনদ পেল ওয়ালটনের পরিবেশবান্ধব মোল্ড অ্যান্ড ডাই ফ্যাক্টরি

পঞ্চমবারের মতো গার্টনারের স্বীকৃতি পেলো হুয়াওয়ের ওয়াইড এরিয়া নেটওয়ার্ক সল্যুশন

বাংলাদেশ ব্যাংক থেকে সাসটেইনেবল রেটিং ক্রেস্ট ও সম্মাননা পেল শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি

৪টি আগ্নেয়াস্ত্রসহ মহেশখালীর দুর্ধর্ষ সন্ত্রাসী আটক: কোস্ট গার্ডের অভিযান

এনআরবিসি ব্যাংকের এজিএম অনুষ্ঠিত

স্বপ্ন চালু করলো প্রথমবার সেলফ-চেকআউট কাউন্টার

অপো নিয়ে এলো ‘ রেনো১৪ সিরিজ ফাইভজি নাইটলাইফ রেনোগ্রাফি’ প্রতিযোগিতা