ঢাকা রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চ নেটওয়ার্কের ১ হাজার ৬০০ কোটি টাকা নিট ডিপোজিট প্রবৃদ্ধি


বিজ্ঞপ্তি photo বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৩-৯-২০২৪ বিকাল ৫:৪

আগস্ট ২০২৪-এ ১,৬০০ কোটি টাকার নিট ডিপোজিট প্রবৃদ্ধি অর্জন করেছে ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চ নেটওয়ার্ক।  এটি একটি অনন্য অর্জন। কারণ, দেশের অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির কারণে ব্যাংকিং কার্যক্রম যখন চরম সংকটে, তখন ব্র্যাক ব্যাংক ব্রাঞ্চ নেটওয়ার্ক এই লক্ষ্যণীয় প্রবৃদ্ধি অর্জন করেছে। 

এই মাইলফলক ব্যাংকটির প্রতি গ্রাহকের অবিচল আস্থা, গ্রাহক সম্পৃক্ততা এবং ব্যাংকের সাথে গ্রাহকের সুদৃঢ় সম্পর্কের প্রতিফলন। ২ সেপ্টেম্বর ২০২৪ ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই অর্জন উদ্যাপন করা হয়। এ সময় ব্রাঞ্চ লিডারদের সাথে আয়োজনে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক।

অনুষ্ঠানে মেহেরিয়ার এম. হাসান জোর দিয়ে বলেন যে, সুশাসনের মাধ্যমেই ব্র্যাক ব্যাংক গ্রাহকদের আস্থা অর্জন করে এবং তা ধরে রাখে। তিনি আরও বলেন, “ব্যাংকের সাথে গ্রাহকের সুসম্পর্ক এবং সম্পৃক্ততাই আমাদের সাফল্যের মূল কারণ। ২০২৫ সালের মধ্যে ব্যবসায় দ্বিগুণ করার যাত্রায় দারুণ অগ্রগতি দেখে আমরা সবাই সত্যিই অনেক আনন্দিত।”

সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, “শুধুমাত্র গ্রাহকদের ব্যাংকিং পার্টনার হওয়াই নয়, বরং তাদের আর্থিক বিষয়ে বিভিন্ন পরামর্শ দিয়ে পাশে থাকাও ব্র্যাক ব্যাংকের লক্ষ্য। আমাদের এই উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জনের পেছনে রয়েছে আমাদের ব্রাঞ্চ এবং সাব-ব্রাঞ্চের দ্রুত সম্প্রসারণ, গ্রাহক সেবা বৃদ্ধির লক্ষ্যে কৌশলগত পদক্ষেপ ও উন্নত ডিজিটাল ব্যাংকিং সল্যুশন।” 

অনুষ্ঠানে ব্যাংকটির সিনিয়র ম্যানেজমেন্ট সদস্যদের সাথে আরও উপস্থিত ছিলেন ব্রাঞ্চ নেটওয়ার্কের জোনাল এবং রিজিওনাল হেড এবং ক্লাস্টার ও ব্রাঞ্চ ম্যানেজারবৃন্দ। 

উল্লেখ্য, এর পূর্বে ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চ নেটওয়ার্ক ২০২৪ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৫ হাজার ৫০০ কোটি টাকা নিট ডিপোজিট প্রবৃদ্ধি অর্জন করে, যা ঐ সময়কালে ব্যাংকিং ইন্ডাস্ট্রির নিট ডিপোজিট প্রবৃদ্ধির এক অনন্য রেকর্ড।

 

Sunny / Sunny

বি ডি সি এফ –এর বার্ষিক সভা অনুষ্ঠিত: যাত্রা শুরু বি সি পি এস–এর

নৌবাহিনীর অভিযানে টেকনাফ হতে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদে ৯জন নতুন সদস্যদের নিয়োগ

“মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫” উপলক্ষ্যে ভোলায় জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে কোস্ট গার্ড

চাঁদপুরে মেঘনা নদীর মোহনায় অবৈধ কারেন্ট জাল ও ২ টি বোটসহ ১৭ জন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড

সিভিল এভিয়েশন একাডেমিতে ‘সিকিউরিটি কালচার ইন এভিয়েশন’ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

সাসটেইনেবেলিটি রিপোর্ট-২০২৪ প্রকাশ করল শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি

জাতীয় মাছ ইলিশ সংরক্ষণে চাঁদপুরে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে কোস্ট গার্ড

সেন্ট্রালাইজড ট্রেড সার্ভিসেস ডিভিশন (সিটিএসডি), গুলশান হাব, ঢাকা” নতুন ঠিকানায় স্থানান্তরিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো 'বাংলার ম্যাথ টিম চ্যাম্পিয়নশিপ ২০২৫'

এআই-ভিত্তিক ও আরও উন্নত শিংহে ইন্টেলিজেন্ট নেটওয়ার্ক উন্মোচন করলো হুয়াওয়ে

এআই সুবিধাসহ এক্স৭ডি স্মার্টফোন নিয়ে আসছে অনার, অগ্রিম বুকিং শুরু ৪ অক্টোবর থেকে