ঢাকা বৃহষ্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

তৈরি পোশাক খাতের কর্মীদের ইন্সট্যান্ট ডিজিটাল লোন সুবিধা দিতে ‘আপন’-এর সাথে ব্র্যাক ব্যাংকের চুক্তি


বিজ্ঞপ্তি photo বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৯-৯-২০২৪ দুপুর ৩:৪৭

তৈরি পোশাক (আরএমজি) খাতের কর্মীদের ছোট আকারের ইন্সট্যান্ট ডিজিটাল লোন সুবিধা দেয়ার লক্ষ্যে ‘আপন বাজার’-এর সাথে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক। এই ডিজিটাল লোন মাত্র কয়েক মিনিটের ব্যবধানেই ডিজবার্স করা হবে। এতে কোনো কাগজপত্রের প্রয়োজন হবে না। এই যৌথ উদ্যোগের লক্ষ্য হলো তৈরি পোশাক খাতের কর্মীদের অর্থায়ন সুবিধা প্রদানের মাধ্যমে তাদের জীবনমান উন্নত করা।

আরএমজি সেক্টরের কর্মীদের জন্য আর্থিক সেবা আরো সহজলভ্য করার যাত্রায় এই উদ্যোগটি আপন এবং ব্র্যাক ব্যাংকের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই চুক্তির ফলে এখন থেকে আরমএমজি সেক্টরের কর্মীরা ব্যাংকিং আওয়ারের বাইরেও যে কোনো সময় নিজেদের ফোন থেকে মাত্র কয়েক ক্লিকেই এই ঋণের জন্য আবেদন করতে পারবেন। কোনো ধরনের কাগজপত্রের ঝামেলা ছাড়াই তারা ৫০ হাজার টাকা পর্যন্ত ইন্সট্যান্ট লোন নিতে পারবেন।

এর আগে ব্যাংকটি আর্থিক অন্তর্ভুক্তির অংশ হিসেবে স্বল্প আয়ের মানুষদের জন্য নতুন ডিজিটাল লোন প্রপোজিশন ‘জীবিকা’ চালু করেছিল। রিয়েল-টাইম লোন ডিজবার্সমেন্টের লক্ষ্যে আবেদনকারীর ঋণ গ্রহণের সক্ষমতা যাচাই-বাছাইসহ অন্যান্য জিনিস মূল্যায়নের প্রক্রিয়া মাত্র কয়েক মিনিটেই সম্পন্ন করা হয়।

‘আপন বাজার’ হলো আরএমজি সেক্টরের কর্মীদের জন্য সাশ্রয়ী পণ্য এবং সেবা নিশ্চিতে দেশের মার্কেটপ্লেসে কাজ করা অগ্রণী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি কারখানার অভ্যন্তরে দোকান পরিচালনা করে এবং স্বাভাবিক দামের চেয়ে কিছুটা ছাড়ে কারখানার শ্রমিকদের কাছে খাদ্য এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করে।

২৯ আগস্ট ২০২৪ ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন এবং ‘আপন বাজার’-এর ডিরেক্টর শেখ সাইফ আল রশিদ এই চুক্তিতে স্বাক্ষর করেন।

সৈয়দ আব্দুল মোমেন বলেন, আমাদের এই যৌথ উদ্যোগটি আরএমজি সেক্টরের কর্মীদের জন্য সহজ অর্থায়ন সুবিধা নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই বিজনেস মডেলটি এই ক্সেক্টরের কর্মীদের, বিশেষ করে নারীদের জন্য আর্থিক অন্তর্ভুক্তি, অর্থনৈতিক সমৃদ্ধি এবং স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করবে। এসএমই-কেন্দ্রিক ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংক ব্যাংকিং সেবার বাইরে থাকা মানুষদের আর্থিক সেবার আওয়াতায় নিয়ে আসতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ‘আপন’-এর ডিরেক্টর ইয়াসির আরাফাত, ব্র্যাক ব্যাংকের হেড অব এসএমই স্ট্র্যাটেজি, ইনোভেশন অ্যান্ড নিউ বিজনেস মোহাম্মদ জাকিরুল ইসলাম, হেড অব এজেন্ট ব্যাংকিং নাজমুল হাসান এবং হেড অব বিজনেস ট্রান্সফরমেশন অ্যান্ড প্রোডাক্ট আজিজুল হক।

Sunny / জামান

প্রাইম ব্যাংক-এর সাথে সেলিস বাংলাদেশ লিমিটেড-এর পে -রোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর

এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি-এর ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত

ব্যাগেজ নিরাপত্তায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বডি ক্যামেরা সংযোজন

স্বর্ণপদক (গোল্ড অ্যাওয়ার্ড) অর্জন করল শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি

কক্সবাজারে এনআরবিসি ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি বিএইচবিএফসি’র শ্রদ্ধানিবেদন

'রুপায়ণ লেক ক্যাসেলে বিজয় দিবস উপলক্ষ্যে 'রুপায়ণ বিজয় আলো ২০২৫'

বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ পেট ক্লিনিক 'Pawsitive Veterinary Clinic'-এর শুভ উদ্বোধন: পোষা প্রাণীর যত্নে এক নতুন আস্থার ঠিকানা

রূপায়ণ সিটি উত্তরায় ৬ দিনব্যাপী ইনভেস্টমেন্ট কার্নিভাল শুরু, প্রথম দিনেই গ্রাহকদের ব্যাপক সাড়া

এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি-এর ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত

হাতীবান্ধায় প্রাইম ব্যাংকের উন্মুক্ত কৃষি ঋণ বিতরণ অনুষ্ঠিত

ডিজিটাল লেনদেনে গ্রাহককে উৎসাহিত করতে আবারও বিকাশ-এর সঙ্গে চুক্তিবদ্ধ হলেন

বসুন্ধরা খাতার পক্ষ থেকে দৃষ্টিপ্রতিবন্ধীদের মাঝে ব্রেইলবুক বিতরণ