ঢাকা রবিবার, ২ নভেম্বর, ২০২৫

তৈরি পোশাক খাতের কর্মীদের ইন্সট্যান্ট ডিজিটাল লোন সুবিধা দিতে ‘আপন’-এর সাথে ব্র্যাক ব্যাংকের চুক্তি


বিজ্ঞপ্তি photo বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৯-৯-২০২৪ দুপুর ৩:৪৭

তৈরি পোশাক (আরএমজি) খাতের কর্মীদের ছোট আকারের ইন্সট্যান্ট ডিজিটাল লোন সুবিধা দেয়ার লক্ষ্যে ‘আপন বাজার’-এর সাথে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক। এই ডিজিটাল লোন মাত্র কয়েক মিনিটের ব্যবধানেই ডিজবার্স করা হবে। এতে কোনো কাগজপত্রের প্রয়োজন হবে না। এই যৌথ উদ্যোগের লক্ষ্য হলো তৈরি পোশাক খাতের কর্মীদের অর্থায়ন সুবিধা প্রদানের মাধ্যমে তাদের জীবনমান উন্নত করা।

আরএমজি সেক্টরের কর্মীদের জন্য আর্থিক সেবা আরো সহজলভ্য করার যাত্রায় এই উদ্যোগটি আপন এবং ব্র্যাক ব্যাংকের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই চুক্তির ফলে এখন থেকে আরমএমজি সেক্টরের কর্মীরা ব্যাংকিং আওয়ারের বাইরেও যে কোনো সময় নিজেদের ফোন থেকে মাত্র কয়েক ক্লিকেই এই ঋণের জন্য আবেদন করতে পারবেন। কোনো ধরনের কাগজপত্রের ঝামেলা ছাড়াই তারা ৫০ হাজার টাকা পর্যন্ত ইন্সট্যান্ট লোন নিতে পারবেন।

এর আগে ব্যাংকটি আর্থিক অন্তর্ভুক্তির অংশ হিসেবে স্বল্প আয়ের মানুষদের জন্য নতুন ডিজিটাল লোন প্রপোজিশন ‘জীবিকা’ চালু করেছিল। রিয়েল-টাইম লোন ডিজবার্সমেন্টের লক্ষ্যে আবেদনকারীর ঋণ গ্রহণের সক্ষমতা যাচাই-বাছাইসহ অন্যান্য জিনিস মূল্যায়নের প্রক্রিয়া মাত্র কয়েক মিনিটেই সম্পন্ন করা হয়।

‘আপন বাজার’ হলো আরএমজি সেক্টরের কর্মীদের জন্য সাশ্রয়ী পণ্য এবং সেবা নিশ্চিতে দেশের মার্কেটপ্লেসে কাজ করা অগ্রণী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি কারখানার অভ্যন্তরে দোকান পরিচালনা করে এবং স্বাভাবিক দামের চেয়ে কিছুটা ছাড়ে কারখানার শ্রমিকদের কাছে খাদ্য এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করে।

২৯ আগস্ট ২০২৪ ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন এবং ‘আপন বাজার’-এর ডিরেক্টর শেখ সাইফ আল রশিদ এই চুক্তিতে স্বাক্ষর করেন।

সৈয়দ আব্দুল মোমেন বলেন, আমাদের এই যৌথ উদ্যোগটি আরএমজি সেক্টরের কর্মীদের জন্য সহজ অর্থায়ন সুবিধা নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই বিজনেস মডেলটি এই ক্সেক্টরের কর্মীদের, বিশেষ করে নারীদের জন্য আর্থিক অন্তর্ভুক্তি, অর্থনৈতিক সমৃদ্ধি এবং স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করবে। এসএমই-কেন্দ্রিক ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংক ব্যাংকিং সেবার বাইরে থাকা মানুষদের আর্থিক সেবার আওয়াতায় নিয়ে আসতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ‘আপন’-এর ডিরেক্টর ইয়াসির আরাফাত, ব্র্যাক ব্যাংকের হেড অব এসএমই স্ট্র্যাটেজি, ইনোভেশন অ্যান্ড নিউ বিজনেস মোহাম্মদ জাকিরুল ইসলাম, হেড অব এজেন্ট ব্যাংকিং নাজমুল হাসান এবং হেড অব বিজনেস ট্রান্সফরমেশন অ্যান্ড প্রোডাক্ট আজিজুল হক।

Sunny / জামান

মায়ানমার হতে মাদকের বিনিময়ে বাংলাদেশী পণ্য পাচারকালে ৯ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড

এআই প্রযুক্তিনির্ভর স্মার্ট মোবিলিটির উন্নয়নে একসাথে অনার ও বিওয়াইডি

যমুনা ব্যাংক পিএলসি ও ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেড-এর মধ্যে কর্পোরেট হেলথ চুক্তি স্বাক্ষরিত

আইওটি ও ক্লাউড প্রযুক্তিতে ব্যবসায়িক দক্ষতা বাড়াচ্ছে সার্ভিসিং২৪

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিককে সার্ভার উপহার দিল সার্ভিসিং২৪

এনআরবিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের ২১৭তম সভা অনুষ্ঠিত

কমিউনিটি ব্যাংকের বার্ষিক এএমএল অ্যান্ড সিএফটি সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত

কিডস টাইমের অষ্টম বর্ষপূর্তি উদযাপন

কমিউনিটি ব্যাংক ও উইগ্রো টেকনোলজিসের মধ্যে কৃষি সেবায় ব্যবসায়িক সহযোগিতা চুক্তি স্বাক্ষর

এআই প্রযুক্তিনির্ভর স্মার্ট মোবিলিটির উন্নয়নে একসাথে অনার ও বিওয়াইডি

প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষদের প্রকাশ্যে ঋণ দিল এনআরবিসি ব্যাংক

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর অস্ত্র সরবরাহকারীকে আটক করেছে কোস্ট গার্ড

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯০৬তম সভা অনুষ্ঠিত