ঢাকা বৃহষ্পতিবার, ১২ জুন, ২০২৫

তোপের মুখে শিল্পকলা ছেড়ে লাইভে কাঁদলেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭-৯-২০২৪ বিকাল ৫:৫৫

বাংলাদেশ শিল্পকলা একাডেমির গবেষণা বিভাগের পরিচালক জ্যোতিকা জ্যোতি একাডেমিতে সহকর্মীদের তোপের মুখের বের যান। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে অফিসে যাওয়ার পর এ ঘটনা ঘটে। ঘটনার সময়কার একটি ভিডিও ক্লিপস সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

এদিকে ফেসবুক লাইভে নিজের অবস্থান স্পষ্ট করেছেন জ্যোতিকা জ্যোতি। তিনি বলেন, আমাকে চলমান পরিস্থিতির কথা বিবেচনা করে অফিস যেতে না করা হয়েছিল আমি বাসাতেই ছিলাম। অবিশেষে ভাবলাম আমার যেহেতু চাকরি রয়েছে আমি কেন যাব না। আমাদের সচিব স্যারের পরামর্শ ছিল না যাওয়ার।

তিনি বলেন, তবে আমি আজ অফিসে গিয়েছিলাম। যাওয়ার পর প্রথমে বিষয়টি বুঝতে পারিনি। বাইরে আমাদের সহকর্মীদের কিছু মানুষকে উত্তেজিত দেখেছি। আমাদের আরেকজন পরিচালক আছেন, তিনি আমাকে বিষয়টি বলেন। আমাদের মহাপরিচালক মিটিংয়ে ছিলেন। তার সঙ্গে দেখা করে সিদ্ধান্ত নিতাম আমি। তিনি আসার পর আমি দেখা করতে গেলে তিনি পরিস্থিতি দেখিয়ে বলেন, এই অবস্থায় কেন আসছেন আপনারা? এগুলো আমাকে সামলাতে দেন। তারপর যে সিদ্ধান্ত হয় হবে। আপনারা চলে যান।

জ্যোতিকা জ্যোতি বলেন, মহাপরিচালক যেহেতু আমাদের বলেছেন, আমরা তো অবশ্যই চলে যাব। এরপর আমার রুমে গিয়ে নিজের ব্যক্তিগত জিনিস ব্যাগে ভরি। তখন লবিতে গিয়ে বাইরের লোকজনের সঙ্গে কথা বলতে চাই। কিন্তু তারা কথা বলতে চান না। ওই মুখগুলো আগে পরিচিত থাকলেও সেই মুখগুলো আজ খুব অপরিচিত লাগছিল। যাই হোক, পরে আমি সেখান থেকে চলে আসছি।ফেসবুক লাইভে কথা বলার সময় কান্নায় ভেঙে পড়েন জ্যোতিকা জ্যোতি।

T.A.S / T.A.S

জন্মদিনে ভালোবাসায় সিক্ত রিমন শাহা, দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

কিয়ারার সন্তানের জন্য বিশেষ উপহার পাঠালেন আলিয়া

মেয়েটা কে ছিল, আমরা দু’জনের কেউ চিনি না : বর্ষা

‘কাজ আর ব্যক্তিগত জীবন আলাদা রাখতে পছন্দ করি’

ঈদে আসছে প্রিয়া অনন্যা-তন্ময় সাবির 'ধোকা'

আইসিউতে অভিনেত্রী তানিন সুবহা

ওজন নিয়ে কটাক্ষ, সমালোচকদের যে জবাব দিলেন সেলেনা

এক ছবিতেই সাত চরিত্রে ইধিকা পাল

পরকীয়ার গুঞ্জনে মুখ খুললেন সারিকা

১৫ দিনে চারটি সম্মাননা মাসিদ রণ’র ঝুলিতে

৫০০ অভিনয়শিল্পীর সাথে ঈদ নাটকে অভিনয় করলেন রাশেদ সীমান্ত

দিয়ামনি ই-কমিউনিকেশন পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন জয়ী এ্যাওয়ার্ড অনুষ্ঠিত

গর্ভবতী মা ও নবজাতকের জন্য পরীমণির বিশেষ উদ্যোগ