ঢাকা বৃহষ্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে সাঁড়াশি অভিযানে নামছে সেনাবাহিনী


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ১৮-৯-২০২৪ দুপুর ১১:১৩

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে দুই মাস অর্থাৎ ৬০ কার্যদিবস সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদানে ১৭ ই সেপ্টেম্বর একটি প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়।দেশের আইনশৃঙ্খলা অবনতি রোধ কল্পে সরকারের সিদ্ধান্তক্রমে সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা প্রদানের সিদ্ধান্ত  নেওয়া হয় বলে  জানা যায়।  

ম্যাজিস্ট্রেসি পাওয়ারের আওতায় সেনাবাহিনী কী কী ক্ষমতা প্রয়োগ করতে পারবেন- 

ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর তফসিল-iii এর বিধান অনুসারে, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাধারণ ক্ষমতা হল-

১. ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধ সংঘটনকারী ব্যক্তিকে গ্রেপ্তার করার বা গ্রেপ্তারের নির্দেশ দেওয়ার এবং হেফাজতে রাখার ক্ষমতা। (ধারা-৬৪)

২. গ্রেপ্তার করার ক্ষমতা, বা গ্রেপ্তারের জন্য তিনি পরোয়ানা জারি করতে পারেন। (ধারা-৬৫)

৩. ওয়ারেন্ট অনুমোদন করার ক্ষমতা বা ওয়ারেন্ট ধারার অধীনে গ্রেফতারকৃত অভিযুক্ত ব্যক্তিকে অপসারণের আদেশ দেওয়ার ক্ষমতা। (ধারা-৮৩, ৮৪, ৮৬)

৪. ডকুমেন্ট ইত্যাদির জন্য ডাক ও টেলিগ্রাফ কর্তৃপক্ষের দ্বারা অনুসন্ধান এবং আটক করার ক্ষমতা।(ধারা-৯৫)

৫. অন্যায়ভাবে বন্দী ব্যক্তিদের খোঁজার জন্য অনুসন্ধান পরোয়ানা জারি করার ক্ষমতা।(ধারা-১০০)

৬. সরাসরি তল্লাশি করার ক্ষমতা। (ধারা-১০৫)

৭. শান্তি বজায় রাখার জন্য নিরাপত্তা প্রয়োজনের ক্ষমতা (ধারা-১০৭)।

৮. শান্তি বজায় রাখতে বা ভাল আচরণের জন্য আবদ্ধ ব্যক্তিদের অব্যাহতি দেওয়ার ক্ষমতা (ধারা-১২৪)।

৯. অভ্যাসগত অপরাধীদের কাছ থেকে ভাল আচরণের জন্য জামিন প্রদানের ক্ষমতা (ধারা-১২৬)

১০. বেআইনি সমাবেশকে ছত্রভঙ্গ করার নির্দেশ দেওয়ার ক্ষমতা (ধারা-১২৭)

১১. ছত্রভঙ্গ করার জন্য বেসামরিক শক্তি ব্যবহারের ক্ষমতা (ধারা-১২৮)

১২. বেআইনি সমাবেশকে ছত্রভঙ্গ করার জন্য সামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা (ধারা-১৩০)

১৩. জনসাধারণের উপদ্রবের ক্ষেত্রে তাত্ক্ষণিক ব্যবস্থা হিসাবে একটি আদেশ জারি করার ক্ষমতা (ধারা-১৪২)

১৪. স্থানীয় তদন্ত করার জন্য তার অধস্তন যে কোন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিযুক্ত করার ক্ষমতা (ধারা-১৪৮)।

সেনাবাহিনী এই সকল আইনের ধারা বাস্তবায়নের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সচেষ্ট হবে বলে ধারনা জনমহলে। গত ৫ ই আগস্ট স্বৈরাচার সরকার পতনের পর বিভিন্ন ভাবে দেশে অরাজকতার ঘটনা ঘটে। তারপরই সাময়িক সময়ের জন্য হলেও এই সিদ্ধান্ত কে সকলের সাধুবাদ জানাই । সকলের  ধারনা তাদের ভূমিকাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল পর্যায়ে আসবে।

T.A.S / জামান

তারেক রহমান দেশে ফিরতে চাইলে সহায়তা করবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

মানবতাবিরোধী মামলায় অভিযুক্তরা নির্বাচনে অংশ নিতে পারবেন না

ব্যাংকখাতে কিছু সংস্কারের ফলে ঢালাও অর্থপাচার বন্ধ হয়েছে

আমরা আস্থার জায়গায় কেউ নেই, এটি জাতীয় সংকট: ইসি আনোয়ারুল

‘অর্থপাচার কমেছে বলবো না, প্রতিরোধক কিছু ব্যবস্থা তৈরি হয়েছে’

নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ, স্পষ্ট করল ইসি

নির্বাচনের আগে ২ হাজার এএসআই নিয়োগ, ২ হাজার জনকে পদোন্নতি : আইজিপি

কুড়িলে ইউরোজোন ফ্যাশনস শ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল

বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত মনোনীত হলেন ব্রেন্ট ক্রিস্টেনসেন

বাণিজ্য ও কূটনীতিতে এগোচ্ছে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক

নুরুল হক নুরকে দেখতে ঢামেকে মির্জা ফখরুল

বিচার বিভাগের পূর্ণ নিয়ন্ত্রণ ফিরল সুপ্রিম কোর্টে

বিকেলে ৭ দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা