ঢাকা সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

আইএসডিই’র উদ্যোগে বন্যাদুর্গত ও দরিদ্রদের গৃহ নির্মাণ সহায়তা বিতরণ


বিজ্ঞপ্তি photo বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১৮-৯-২০২৪ বিকাল ৫:২৬

বেসরকারি উন্নয়ন সংগঠন আইএসডিই ISDE Bangladesh উদ্যোগে যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা মুসলিম চ্যারিটি'র Muslim Charity এর সহযোগিতায় ১৭ সেপ্টেম্বর ২০২৪  ফটিকছড়ি উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ, দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে নতুন ঘর নির্মান ও ঘর মেরামত করার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দরিদ্রদের মাঝে নগদ সহায়তা বিরতন করেন। নগদ সহায়তা বিতরণ অনুষ্ঠানে  এ উপলক্ষে আরও উপস্থিত ছিলেন মুসলিম চ্যারিটির কান্ট্রি কো-অর্ডিনেটর, এম ফজলুল করিম, আইএসডিই বাংলাদেশের কর্মসুচি সমন্বয়কারী মোঃ জাহাঙ্গীর আলম, কর্মসুচি কর্মকর্তা আবু হাসান আজমী ও প্রকল্প প্র্রকোশলী জহির রায়হান জাশেদ প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরী বন্যায় ক্ষতিগ্রস্থ, দরিদ্র ও সুবিধাবঞ্চিত ৪টি পরিবারকে ঘর মেরামত করার জন্য নগদ ৭৭ হাজার টাকা হারে প্রদান করা হয়। এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারকে নতুন ঘর তৈরির জন্য ১ম কিস্তির ২ লাখ ৬৭ হাজার ৪৫০ টাকা হারে প্রদান করা হয়। 

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরী বন্যা দুর্গত পরিবারকে সহযোগিতা করার জন্য আইএসডিই বাংলাদেশ ও মুসলিম চ্যারিটিকে ধন্যবাদ জানান। একই সাথে অন্যান্য জাতীয় ও আর্ন্তজাতিক বেসরকারী উন্নয়ন প্রতিষ্ঠানসমুহকে বন্যায় ক্ষতিগ্রস্থ ও দরিদ্র মানুষের সহায়তায় এগিয়ে আসার আহবান জানান।

শুভেচ্ছা বক্তব্যে মুসলিম চ্যারিটির কান্ট্রি কো-অর্ডিনেটর, এম ফজলুল করিম বলেন, বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগে মুসলিম চ্যারিটি সেোযগী বাংলাদেশী বেসরকারী উন্নয়ন সংস্থাগুলোর মাধ্যমে সহায়তা অব্যাহত রাখবে। বেসরকারী সংস্থাগুলো সরকারের সহযোগী হিসাবে দুর্গম ও সন্নিহিত এলাকার সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছে। 

আইএসডিই বাংলাদেশের কর্মসুচি সমন্বয়কারী মো. জাহাঙ্গীর আলম সমাপনী বক্তব্যে বলেন স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা হিসাবে চট্টগ্রামের সন্নিহিত এলকার দরিদ্র মানুষের কল্যানে ধারাবাহিক ভাবে কাজ করে আসছে। ফটিকছড়ির দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যানে আমাদের বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। আমাদের কার্যক্রম পরিচালনায় যুক্তরাজ্যের বিভিন্ন ব্যক্তির দান অনুদান অব্যাহত রাখার জন্য মুসলিম চ্যারিটির মাধ্যমে তাদের প্রতি আমরা গভীর ভাবে কৃতজ্ঞ।  

উল্লেখ্য আইএসডিই বাংলাদেশ যুক্তরাজ্য ভিত্তিক আর্ন্তজাতিক উন্নয়ন সংস্থা মুসলিম চ্যারিটির সহযোগিতায় ককসবাজারজেলার চকরিয়া ও চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলায় ১১ টি নতুন ঘর বিতরণ করেছেন। এবছর আরও ৫টি নতুন ঘর স্থাপনের জন্য নগদ সহায়তা প্রদান করছেন। তারই অংশহিসাবে ১১টি ঘরের সংস্কার ও গৃহের সার্বিক রক্ষনাবেক্ষন কাজের জন্য নগদ সহায়তা প্রদান করা হচ্ছে।   

 

Sunny / Sunny

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘তারুণ্যের উৎসব’ শীর্ষক আর্থিক সচেতনতামূলক কর্মসূচি পালন করছে এনআরবিসি ব্যাংক

আবারো গ্রাহকদের জন্য ফ্রি অ্যাসেসমেন্টের সুযোগ নিয়ে এলো সার্ভিসিং ২৪

বি ডি সি এফ –এর বার্ষিক সভা অনুষ্ঠিত: যাত্রা শুরু বি সি পি এস–এর

নৌবাহিনীর অভিযানে টেকনাফ হতে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদে ৯জন নতুন সদস্যদের নিয়োগ

“মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫” উপলক্ষ্যে ভোলায় জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে কোস্ট গার্ড

চাঁদপুরে মেঘনা নদীর মোহনায় অবৈধ কারেন্ট জাল ও ২ টি বোটসহ ১৭ জন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড

সিভিল এভিয়েশন একাডেমিতে ‘সিকিউরিটি কালচার ইন এভিয়েশন’ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

সাসটেইনেবেলিটি রিপোর্ট-২০২৪ প্রকাশ করল শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি

জাতীয় মাছ ইলিশ সংরক্ষণে চাঁদপুরে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে কোস্ট গার্ড

সেন্ট্রালাইজড ট্রেড সার্ভিসেস ডিভিশন (সিটিএসডি), গুলশান হাব, ঢাকা” নতুন ঠিকানায় স্থানান্তরিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো 'বাংলার ম্যাথ টিম চ্যাম্পিয়নশিপ ২০২৫'