গ্রিন ফাইন্যান্স উদ্যোগ শুরু করলো আইপিডিসি ফাইন্যান্স-ট্রুভালু বাংলাদেশ

বিশ্ব ওজোন দিবস ২০২৪ উপলক্ষ্যে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি এবং ট্রুভালু বাংলাদেশ যৌথভাবে ক্ষুদ্র-মাঝারি ব্যবসার (এসএমই) জন্য গ্রিন ফাইন্যান্সিং উদ্যোগ ‘অ্যাক্সেস টু গ্রিন ফাইন্যান্সিং (এ-টু-জিএফ) ফর এন্টারপ্রাইজ’ প্রোগ্রাম শুরু করেছে। সুইজারল্যান্ড দূতাবাসের সহযোগিতায় প্রোগ্রামটি যৌথভাবে ট্রুভালু, ওয়ান টু ওয়াচ এবং জাতিসংঘের মূলধন উন্নয়ন তহবিল কর্তৃক বাস্তবায়িত হয়েছে। এই উদ্যোগের লক্ষ্য এসএমই’র জন্য টেকসই আর্থিক সমাধান প্রদান করা, পরিবেশ বান্ধব উন্নয়ন প্রচার এবং টেকসই প্রবৃদ্ধিতে সহযোগিতা করা।
এ-টু-জিএফ প্রোগ্রামের মাধ্যমে আইপিডিসি এবং ট্রুভালু এসএমই খাতে গ্রিন ফাইন্যান্সের অ্যাক্সেস প্রদানসহ পরিবেশ-বান্ধব পদ্ধতিতে কাজের প্রশিক্ষণ দিবে। এক্ষেত্রে, পরিবেশের সুরক্ষায় এবং ভবিষ্যতের জন্য স্বাস্থ্যকর পরিবেশ গঠনে যেসব প্রকল্প ভূমিকা রাখছে সেগুলো প্রাধান্য পাবে।
এ বিষয়ক এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি-এর ম্যানেজিং ডিরেক্টর রিজওয়ান দাউদ সামস এবং ট্রুভালু বাংলাদেশ-এর ম্যানেজিং ডিরেক্টর শারাওয়াত ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এই অংশীদারিত্ব বাংলাদেশে গ্রিন ফাইন্যান্সে নেতৃত্বদানকারী প্রতিষ্ঠান হিসেবে আইপিডিসি’র ভূমিকাকে আরও শক্তিশালী করবে।
এ প্রসঙ্গে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি ম্যানেজিং ডিরেক্টর রিজওয়ান দাউদ সামস বলেন, “ফাইন্যান্সিয়াল প্র্যাক্টিসের মাধ্যমে টেকসইতা বজায় রাখতে আমরা কাজ করছি। এ-টু-জিএফ প্রোগ্রামের মাধ্যমে আমরা গ্রিন ফাইন্যান্স সল্যুশন প্রচার করছি, যা পরিবেশে দীর্ঘমেয়াদী প্রভাব তৈরিতে সহায়ক হবে। এরই সাথে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ও টেকসই ভবিষ্যত গঠনে আমরা উল্লেখযোগ্য অবদান রাখতে পারবো বলে আমরা আশাবাদী।”
ট্রুভালু বাংলাদেশ-এর ম্যানেজিং ডিরেক্টর শারাওয়াত ইসলাম বলেন, “বাংলাদেশে ক্ষুদ্র-মাঝারি ব্যবসায় (এসএমই) পরিবেশ বান্ধব অনুশীলন গ্রহণে এ-টু-জিএফ প্রোগ্রামটি সহায়তা করবে। এদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি সাধনে এসএমই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইপিডিসি ফাইন্যান্সের সাথে অংশীদারিত্বের মাধ্যমে আমরা গ্রিন ফাইন্যান্সের প্রচার, টেকসই ব্যবসা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এসএমই’র পরিবেশ-বান্ধব প্রকল্পগুলো সফল করতে কাজ করবো।”
Sunny / Sunny

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘তারুণ্যের উৎসব’ শীর্ষক আর্থিক সচেতনতামূলক কর্মসূচি পালন করছে এনআরবিসি ব্যাংক

আবারো গ্রাহকদের জন্য ফ্রি অ্যাসেসমেন্টের সুযোগ নিয়ে এলো সার্ভিসিং ২৪

বি ডি সি এফ –এর বার্ষিক সভা অনুষ্ঠিত: যাত্রা শুরু বি সি পি এস–এর

নৌবাহিনীর অভিযানে টেকনাফ হতে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদে ৯জন নতুন সদস্যদের নিয়োগ

“মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫” উপলক্ষ্যে ভোলায় জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে কোস্ট গার্ড

চাঁদপুরে মেঘনা নদীর মোহনায় অবৈধ কারেন্ট জাল ও ২ টি বোটসহ ১৭ জন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড

সিভিল এভিয়েশন একাডেমিতে ‘সিকিউরিটি কালচার ইন এভিয়েশন’ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

সাসটেইনেবেলিটি রিপোর্ট-২০২৪ প্রকাশ করল শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি

জাতীয় মাছ ইলিশ সংরক্ষণে চাঁদপুরে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে কোস্ট গার্ড

সেন্ট্রালাইজড ট্রেড সার্ভিসেস ডিভিশন (সিটিএসডি), গুলশান হাব, ঢাকা” নতুন ঠিকানায় স্থানান্তরিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড
