বন্যাদুর্গতদের সাহায্যার্থে ৫৩ লাখ টাকার অনুদান দিল নোভারটিস

বন্যা-পরবর্তী মানবিক পরিস্থিতি মোকাবেলায় সহায়তা নিয়ে এসেছে নোভারটিস, একটি বহুজাতিক ওষুধ কোম্পানি। আজ মঙ্গলবার কোম্পানিটি দেশের পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা হিসেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে ৫৩ লাখ টাকা অনুদান দিয়েছে। এই সহায়তার মাধ্যমে নোভারটিস বন্যা দুর্গতদের জন্য চলমান ত্রাণ ও পুনর্বাসন প্রচেষ্টায় অবদান রাখার লক্ষ্য রাখে।
নোভারটিসের কান্ট্রি প্রেসিডেন্ট ও ম্যানেজিং ডিরেক্টর (এমডি) ফাহমিদ ওয়াসিক আলী বলেন, “দেশের মানুষ একযোগে আকস্মিক বন্যা পরিস্থিতি মোকাবিলা করেছে, এবার বন্যা-পরবর্তী সংকট মোকাবিলায় সবার এগিয়ে আসার পালা। বন্যা পরবর্তী পুনর্বাসনে দুর্গত মানুষদের সহযোগিতা করতে এবং বন্যার্তদের জন্য চলমান ত্রাণ কার্যক্রমে অবদান রাখার লক্ষ্যে নোভারটিস পরিবারের পক্ষ থেকে এই উদ্যোগ (অনুদান) গ্রহণ করা হয়েছে।”বন্যা-পরবর্তী সমস্যা মোকাবিলায় নোভারটিসের পক্ষ থেকে তিনি ৫৩ লাখ টাকার চেক তুলে দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির মো. আশরাফ আলম এর হাতে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. আলম নোভারটিস এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, বন্যাদুর্গত এলাকার মানুষের বন্যা-পরবর্তী সংকট মোকাবিলায় এই উদ্যোগ সহায়ক ভূমিকা পালন করবে।
১২টি পূর্বাঞ্চলীয় জেলা জুড়ে প্রায় ৬ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্থ হয় বন্যায়। বহু মানুষের ঘরবাড়ি তলিয়ে যায়, নষ্ট হয় ফসল ও গবাদি পশু; ব্যাহত হয় বিদ্যুৎ ও ইন্টারনেটের মতো জরুরি সেবা। ক্ষতিগ্রস্তএলাকায় খাবার, নিরাপদ পানি ও ঔষধ সংকট দেখা দেয়ায় মানবিক বিপর্যয়ের মুখোমুখি হন এসব অঞ্চলের মানুষ।
Sunny / Sunny

অবকাঠামো নির্মাণে ৯৫ ভাগ ক্ষেত্রে বায়ুদূষণ বিধিমালা পালন করা হচ্ছে না, প্রকল্পকে জরিমানা জরুরি

মহেশখালীতে দেশীয় আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ জব্দ করেছে কোস্ট গার্ড

নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের ধানমন্ডি এক্সটেনশন শাখা

কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ ১০ টেকসই ব্যাংকের তালিকায় পরপর তৃতীয় বার যমুনা ব্যাংক

কমিউনিটি ব্যাংক’র এর সঙ্গে প্রিয়শপ ও ইনসাইটস জিনি’র চুক্তি

সৈয়দপুর বিমানবন্দরে এয়ারপোর্ট সিকিউরিটি এক্সারসাইজ ২০২৫ অনুষ্ঠিত

রূপায়ণ সিটি ও বার্জার পেইন্টসের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

লিড প্লাটিনাম সনদ পেল ওয়ালটনের পরিবেশবান্ধব মোল্ড অ্যান্ড ডাই ফ্যাক্টরি

পঞ্চমবারের মতো গার্টনারের স্বীকৃতি পেলো হুয়াওয়ের ওয়াইড এরিয়া নেটওয়ার্ক সল্যুশন

বাংলাদেশ ব্যাংক থেকে সাসটেইনেবল রেটিং ক্রেস্ট ও সম্মাননা পেল শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি

৪টি আগ্নেয়াস্ত্রসহ মহেশখালীর দুর্ধর্ষ সন্ত্রাসী আটক: কোস্ট গার্ডের অভিযান

এনআরবিসি ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
