শহিদির সর্বকালের সেরা একাদশে পাকিস্তানের ৪ কিংবদন্তি
সাম্প্রতিক সময়ে পাকিস্তানের ক্রিকেটে সময়টা ভালো না গেলেও এক সময় এই দলটির ক্রিকেটারই বিশ্ব ক্রিকেট দাপিয়ে বেড়িয়েছে। সর্বকালের সেরা একাদশে তাই এই দলের সাবেক কিংবদন্তি ক্রিকেটারদের না রেখে উপায় নেই। সর্বকালের সেরা একাদশের প্রশ্ন উঠলেই সেখানে দেখা যায় পাকিস্তানি ক্রিকেটারদের। এবার তেমনটি এক সর্বকালের সেরা ওয়ানডে একাদশ গড়েছেন আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি। যেখানে তিনি রেখেছেন ৪ পাকিস্তানি ক্রিকেটারকে।
সম্প্রতি একটি জনপ্রিয় ভারতীয় পডকাস্টের আলোচনায়, পাকিস্তানকে হারানোর অনুভূতি, চ্যাম্পিয়নস ট্রফির সম্ভাব্য সেমিফাইনালিস্ট ও বিশ্বসেরা একাদশ নিয়ে নিজের মতামত তুলে ধরেছেন আফগানিস্তানের এই ওয়ানডে অধিনায়ক।
শহিদি বলেন, ‘আপনি যদি আগের বিশ্বকাপ, এশিয়া কাপ এবং আমরা পাকিস্তানের বিরুদ্ধে যে সিরিজ খেলেছিলাম তা দেখেন, আমরা খুব কাছাকাছি ছিলাম কিন্তু জিততে পারিনি। ২০১৯ বিশ্বকাপের ম্যাচটা আমাদের হাতে ছিল কিন্তু শেষ পর্যন্ত হয়নি। ২০২২ এশিয়া কাপে শেষ ওভারে ম্যাচ হারি। যার জন্য আমরা খুব কষ্ট পেয়েছিলাম। কারণ আমরা প্রায় ৮টি ম্যাচ হেরেছিলাম যেখানে জয়ের খুব কাছে ছিলাম আমরা।’
সবশেষ ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানকে হারানো নিয়ে শহিদি বলেন, ‘আমি ভাগ্যবান যে দলকে নেতৃত্ব দিয়েছি এবং আমি ম্যাচটি শেষ করেছি। জয়ের পর দুর্দান্ত অনুভব করেছিলাম; আমি পুরো রাতে ঘুমাতে পারিনি। সুখের রাত ছিল ওটা।’
আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির চার সেমিফাইনালিস্ট সম্পর্কে ভবিষ্যদ্বাণী করে শহিদি বলেন, ‘আমার মতে, আফগানিস্তান, ভারত, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া সেমিফাইনালে যাবে।’
সর্বকালের সেরা ওয়ানডে বিশ্ব একাদশে পাকিস্তানের চার ক্রিকেটারকে রেখেছেন শহিদি। তারা হলেন- ইনজামাম উল হক, সাইদ আনোয়ার, রশিদ লতিফ ও ওয়াকার ইউনিস।
শহিদির বিশ্বসেরা ওয়ানডে একাদশে আছেন যারা- সাইদ আনোয়ার, রোহিত শর্মা, বিরাট কোহলি, কুমার সাঙ্গাকারা, ইনজামাম উল হক, মাহেলা জয়াবর্ধনে, রশিদ লতিফ, অ্যান্ড্রু ফ্লিনটফ, রশিদ খান, ওয়াকার ইউনিস এবং জাসপ্রিত বুমরাহ।
T.A.S / T.A.S
তামিমের সেঞ্চুরিতে সিরিজ হার এড়াল বাংলাদেশ
৮৮১ মিনিটে প্রথম গোল খেল আর্সেনাল
ইসলামিক গেমসে ভারত্তোলনে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ
বিশ্বকাপে খেলার ঘোষণা তাহলে দিয়েই দিলেন মেসি!
বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করলো ইংল্যান্ড
জাহানারার মতো ভুক্তভোগীদের সাহস নিয়ে মুখ খোলার অনুরোধ তামিমের
জাহানারার গুরুতর অভিযোগ নিয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত বিসিবির
বিক্রি হয়ে যাচ্ছে কোহলির বেঙ্গালুরু
মেসির হাতে মায়ামি শহরের চাবি, দেওয়া হলো যে কারণে
ব্রাজিলিয়ান ডিজাইনারের হাতে প্রস্তুত মেসিদের বিশ্বকাপ জার্সি
হন্ডুরাসকে ৭ গোলে উড়িয়ে দিলো ব্রাজিল
‘শিগগিরই অবসর নেব’, রোনালদোর বার্তা