ঢাকা মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

তামাকমুক্ত দেশ গড়তে শপথ নিল যুবসমাজের প্রতিনিধিরা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-৯-২০২৪ দুপুর ৪:৪১

তামাকমুক্ত বাংলাদেশ গড়তে শপথ নেন যুবসমাজের প্রতিনিধিরা। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর আগারগাঁওয়ের এনজিওবিষয়ক ব্যুরোর অডিটোরিয়ামে তামাকমুক্ত দেশ গড়ার লক্ষ্য এ শপথ নেয় তারা।

ডর্‌প’র চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- এনজিওবিষয়ক ব্যুরো মহাপরিচালক সাইদুর রহমান, সিটিএফকের লিড পলিসি এডভাইজার মো. মোস্তাফিজুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডরপ’র উপনির্বাহী পরিচালক মোহাম্মদ যোবায়ের হাসান। স্বাগত বক্তব্য দেন ডরপ’র নির্বাহী পরিচালক এবং গুসি আন্তর্জাতিক শান্তি পুরস্কার বিজয়ী এইচ এম নোমান।

সাইদুর রহমান বলেন, আমরা তামাক প্রচারক এবং তামাক বিরোধী কর্মী দুজনের সঙ্গেই সম্পৃক্ত হই, যা স্বার্থের সংঘাত সৃষ্টি করে। এনজিওগুলো বর্তমানে মাত্র ছয়টি মূল পয়েন্টে মনোযোগ দিচ্ছে, কিন্তু তা পর্যাপ্ত নয়। সকল এনজিওর একত্রিত হওয়া অত্যাবশ্যক। পাবলিক প্লেসে তীব্র ধূমপানের উপর কঠোর নিয়মাবলী প্রয়োগ করা উচিত। যদিও ধূমপান সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা সম্ভব না। তবে আমরা অবশ্যই নির্দিষ্ট এলাকায় বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠান এবং স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে মধ্যে নিষেধাজ্ঞা আরোপ করতে পারি।

যোবায়ের হাসান বলেন, তামাকমুক্ত দেশ গড়ার লক্ষ্যে আমাদের প্রস্তাবনাগুলো নীতিনির্ধারকদের কাছে পরিপূর্ণভাবে তুলে ধরতে হবে। সেটাই হবে এই সম্মেলনের আসল সফলতা।

মোহাম্মদ নুরুল আমিন বলেন, দেশে একটি পরিবর্তন দেখা যাচ্ছে। এটাকে ধরে রাখতে হবে। পরিবারগুলোকে তামাকমুক্ত হতে চেষ্টা করা উচিত। তামাক শুধু একটি মানসিক নির্ভরতা; এর কোনো উপকারিতা নেই। যদিও ১০০ শতাংশ তামাক-মুক্ত দেশ অর্জন করা সম্ভব না, তবে আমাদের সফলতার হাড় বাড়ানোর জন্য কাজ করতে হবে।

এইচএম নোমান বলেন, বাংলাদেশ তামাক নিয়ন্ত্রণ আইন ২০০৫ স্বাক্ষর অনুষ্ঠানে আমি ছিলাম, যা অদ্যাবধি আইন সংশোধনের অপেক্ষায় দপ্তরে দপ্তরে টেবিলে টেবিলে ঘুরছে। এ সমস্যা লাঘব করার জন্য তিনি উপদেষ্টার কাছে দাবি জানান।

বৈরী আবহাওয়ার কারণে অনুষ্ঠানের প্রধান অতিথি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপস্থিত থাকতে পারেননি। এসময় আলোচনা শেষে ৭ জন ইয়ুথ চ্যাম্পিয়নকে ক্রেস্ট প্রদান করা হয়।

T.A.S / T.A.S

গত ১০ মাসে ঢাকায় ১৯৮ খুন : ডিএমপি

শিক্ষা ক্যাডারের প্রভাষকদের পদোন্নতির দাবিতে কর্মবিরতি

৬৭৮ কোটি মানিলন্ডারিং, ডায়মন্ড ওয়ার্ল্ড মালিকের বিরুদ্ধে সিআইডির মামলা

পুলিশের নতুন ইউনিফর্ম : ভেতরে-বাইরে মিশ্র আলোচনা

কিডনি ডায়ালাইসিসের রাসায়নিকে তৈরি হচ্ছে ‘গোলাপজল’ ও ‘কেওড়া জল’

৬৭৮ কোটি মানিলন্ডারিং, ডায়মন্ড ওয়ার্ল্ড মালিকের বিরুদ্ধে সিআইডির মামলা

শেখ হাসিনার রায় ঐতিহাসিক : অন্তর্বর্তী সরকার

রায়কে ঘিরে আতঙ্ক দেখতে পাচ্ছি না : স্বরাষ্ট্র উপদেষ্টা

২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে যান চলাচল সীমিত থাকবে

চ্যালেঞ্জ থাকলেও অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে প্রস্তুত ইসি : সিইসি

ধানমন্ডি ৩২-এ উত্তেজনা: লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদোন্নতি সংক্রান্ত সাক্ষাৎ ও কৃতজ্ঞতা জ্ঞাপন

এবারের নির্বাচন দেশ রক্ষার নির্বাচন : প্রধান উপদেষ্টা