ঢাকা শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

গম্ভীরের চেয়ারে ক্যারিবীয় ‘চ্যাম্পিয়ন’


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭-৯-২০২৪ দুপুর ১:৫৮

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ঘরের ছেলে গৌতম গম্ভীরের মেন্টরশিপে এই শিরোপা জেতে কেকেআর। তবে চেয়ার ছাড়তে হয় ভারতের বিশ্বকাপজয়ী এ ক্রিকেটারকে।

সাবেক এ ওপেনারের ছেড়ে চেয়ারে বসতে যাচ্ছেন ‘চ্যাম্পিয়ন’ খ্যাত ডোয়াইন ব্রাভো। শুক্রবার (২৭ সেপ্টেম্বর)নিজেদের ফেসবুক পেজে ক্যারিবীয় এ অলরাউন্ডারকে মেন্টর করার ঘোষণা দেয় কেকেআর।

ক্রিকেট ক্যারিয়ার শেষে নতুন দায়িত্বের ব্যাপারে উচ্ছ্বাস প্রকাশ করেন ‘চ্যাম্পিয়ন’ গানের গায়ক। ওয়েস্ট ইন্ডিজের এ তারকা বলেন, ‘ক্যারিবীয় প্রিমিয়ার লিগে (সিপিএল) গত ১০ বছরে ত্রিনবাগো নাইট রাইডার্সের অংশ। বিভিন্ন লিগে নাইট রাইডার্সের পক্ষে এবং বিপক্ষে অনেক ম্যাচ খেলেছি। তারা যেভাবে পরিচালন করে, সে কারণে অনেক সম্মান কাজ করে তাদের প্রতি। মালিকপক্ষের প্যাশন, ম্যানেজমেন্টের পেশাদারিত্ব, পরিবারের মতো পরিবেশ—সব মিলিয়ে বিশেষ এক জায়গা এটা। খেলোয়াড় থেকে মেন্টর বনে যাওয়া আমার জন্য এটা সঠিক প্ল্যাটফরম। পরবর্তী প্রজন্মের খেলোয়াড়দের কোচিং করাতে পারব।’

২০০৮ সালে আইপিএলের প্রথম আসর থেকে ২০২২ সাল পর্যন্ত চেন্নাই সুপার কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স, গুজরাট লায়ন্স—এ তিন ফ্র্যাঞ্চাইজিতে খেলেছেন তিনি। ম্যাচ খেলেছেন ১৬১টি।চেন্নাইয়ে হয়ে পালন করেন বোলিং কোচের দায়িত্ব। এবার অচেনা কেকেআরে নতুন দায়িত্ব পেয়েছেন তিনি। কলকাতা ছাড়াও লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স (মেজর লিগ ক্রিকেট), আবুধাবি নাইট রাইডার্স (আইএল টি-টোয়েন্টি), ত্রিনবাগো নাইট রাইডার্স (সিপিএল)—এই তিন ফ্র্যাঞ্চাইজির দায়িত্বও পেয়েছেন ক্যারিবীয় এ অলরাউন্ডার।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানায় কদিন আগে নাইট রাইডার্স গ্রুপের প্রধান নির্বাহী ভেঙ্কি মাইশোরের সঙ্গে দেখা করেন ব্রাভো। তাকে পরামর্শক হিসেবে পেয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন মাইশোরও।

এ দিকে ক্রিকেট ক্যারিয়ার শেষ হওয়া নিয়ে ক্যারিবীয় এ পেসার নিজের ইনস্টাগ্রাম একাউন্টে লেখেন, ‘মন চালিয়ে যেতে চায়। তবে শরীর আর ধকল সহ্য করতে পারছে না। নিজেকে এমন অবস্থানে ঠেলে দিতে পারব না যাতে সতীর্থ, ভক্ত কিংবা যে দলের হয়ে খেলেছি, তারা কষ্ট পাবেন। তাই দুঃখ ভারাক্রান্ত হৃদয়েই আনুষ্ঠানিকভাবে খেলাটি থেকে আমার অবসর ঘোষণা করছি। চ্যাম্পিয়ন বিদায় জানাচ্ছে।’

এমএসএম / এমএসএম

টস জিতে হংকংকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ

শুধু ছয় মারলেই হবে না, স্মার্ট ক্রিকেট খেলতে হবে: লিটন

‘বাংলাদেশি ক্রিকেটারদের সমালোচনা করলে দর্শকরা আমার পেছনে লেগে যাবে’

অবশেষে নেপালের এয়ারপোর্টে জামালরা, ফিরছেন দেশে

বাংলাদেশের এশিয়া কাপ মিশন শুরু আজ

বাংলাদেশ ম্যাচ নিয়ে যা বললেন হংকং কোচ

আর্জেন্টিনার পর বাছাইয়ের শেষ ম্যাচে হারল ব্রাজিলও

শেষ ম্যাচে হারলো মেসিহীন আর্জেন্টিনা

৯ গোলের ম্যাচে অতিরিক্ত সময়ের নাটকীয়তায় ইসরায়েলকে হারাল ইতালি

চট্টগ্রাম রিজিওনাল টি–টোয়েন্টিতে ইস্পাহানী ফেনী ফাইনালে

ওয়ানডেতে রোহিতের জায়গায় নতুন অধিনায়ক পাচ্ছে ভারত

ট্রাম্পের জন্য আধা ঘণ্টা পিছিয়ে যায় খেলা, গ্যালারিজুড়ে ক্ষোভ-দুয়োধ্বনি

এক নম্বর সিনারকে হারিয়ে ইউএস ওপেনে আলকারাজের বাজিমাত