ঢাকা শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

আমাকে ক্রেস্ট না দিয়ে এই টাকাটা গরিবকে দিলে বেশি খুশি হতাম : পাবিপ্রবি উপাচার্য


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ২৭-৯-২০২৪ দুপুর ২:৫৪

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) একটি হলে বৃহস্পতিবার (২৬  সেপ্টেম্বর) রাতে আয়োজিত প্রীতিভোজ অনুষ্ঠানে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল আওয়াল বলেছেন, আমাকে এখানে যে ক্রেস্টটা দেয়া হয়েছে, এজন্য ৫০০ টাকা খরচ হলে, এটা আমাকে না দিয়ে এই টাকা একটা গরিব পরিবারকে দিলে সবচেয়ে বেশি খুশি হতাম। এই অর্থ গরিব পরিবারকে দিলে কাজে লাগত। ফুল, ক্রেস্ট কালচার বন্ধ করতে হবে। আমি ব্যক্তিগতভাবে এসব পছন্দ করি না। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং গত ১৭ বছরে যারা গুম, খুন হয়েছেন তাদেরও স্মরণ করেন উপাচার্য।

অধ্যাপক ড. এসএম আব্দুল আওয়াল বলেন, দীর্ঘ ১৭ বছরে দেশে কোনো সিস্টেম তৈরি হয়নি। দেশে একটা  স্বৈরাচারী শাসন চলেছে। বিভিন্নভাবে অধিকাংশ মানুষ বঞ্চিত হয়েছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে জাতি একটি নতুন দেশ পেয়েছে। সেই দেশকে আমাদের সকলের প্রচেষ্টার মধ্যদিয়ে এগিয়ে নিতে হবে। সেজন্য আমাদের বড় স্বপ্ন দেখতে হবে।

তিনি বলেন, আমি এখানে বসে দীর্ঘক্ষণ বিভিন্ন সমস্যার কথা শুনেছি। কাউকে ডেকে এনে অভিযোগ করার কালচারও বন্ধ করতে হবে। হলের যে সমস্যাগুলোর কথা বলা হয়েছে, সেগুলো কমন সমস্যা। এগুলো বলার কিছু নেই। শিক্ষার্থীদের সব সমস্যা আমি হলে নিজে গিয়েই দেখব এবং সেগুলো সমাধান করার চেষ্টা করা হবে।

তিনি আরো বলেন, আমি এই বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হতে আসিনি, আমি এই বিশ্ববিদ্যালয় পরিবারের একজন সদস্য হতে এসেছি। প্রতিটি পরিবারে সমস্যা থাকবে, আলোচনার মাধ্যমে পরিবারের একজন সদস্য যেমন পরিবারের সমস্যাগুলো ধীরে ধীরে সমাধান করেন, আমিও সেটি করব। সময় নিয়ে সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব। নতুন পরিবেশ তৈরি করতে হবে। এবার আমরা ব্যর্থ হলে দাঁড়াতে পারবে না দেশ। জাতির ভবিষ্যৎ নিয়ে ভাবা ও তোমাদের স্যাক্রিফাইজ করতে হবে। সৎ, ভদ্র ও সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম। ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী মিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, চেয়ারম্যান এবং শিক্ষকবৃন্দ।

জামান / জামান

মহানবী (সা:)কে নিয়ে কটুক্তির অভিযোগে ডিআইইউ শিক্ষার্থীকে ঘিরে উত্তেজনা

স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় অভিমুখে ডাকসুর মার্চ শুরু

ইবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস পালন উপলক্ষে কর্মসূচী ঘোষণা

মাধ্যমিকের বই বছরের শুরুতে পাওয়া নিয়ে অনিশ্চয়তা কাটছেই না

৬ দিনের অচলাবস্থার পর আজ শুরু সরকারি প্রাথমিকের বার্ষিক পরীক্ষা

জাবিতে চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন নেতৃত্বে রিয়াদ-তানভীর

ইবিতে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন

নকল সাইটেশনে দেশসেরা গবেষকের তালিকায় শেকৃবি প্রোভিসি অধ্যাপক বেলাল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির নাম ব্যবহার করে প্রভাব বিস্তার: চাকরিচ্যুত মামুনুর রশিদের বিরুদ্ধে অভিযোগ

জাবিতে অর্থনীতি বিভাগকে মাত্র ১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন দর্শন বিভাগ

সায়েন্সল্যাব অবরোধ করেছেন ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা

জবিস্থ চুয়াডাঙ্গা ছাত্রকল্যাণের নেতৃত্বে সজিব ও তরিকুল

অপ্রচলিত ফসল খাদ্যনিরাপত্তায় বড় ভূমিকা রাখতে পারে: বাকৃবি সম্মেলনে বিশেষজ্ঞরা